![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর হাজারীবাগে ককটেল বিস্ফোরণে তানিয়া (১০) নামের একটি শিশু আহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারাত্মক আহত শিশুটির ডান হাতের কবজি কেটে ফেলা হতে পারে বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা মনে করছেন। কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণেই আহত হয়েছে শিশু তানিয়া। গতকাল সকাল দশটার দিকে হাজারীবাগ পার্ক মাঠে সমবয়সী ভাই আলামিনকে নিয়ে খেলতে যায় তানিয়া। ওই সময় তারা কালো টেপে মোড়ানো একটি কৌটা পেয়ে তা বাসায় নিয়ে আসে। বাসায় ফেরার পর তানিয়ার ছোট বোন কৌটাটি জানালা দিয়ে বাইরে ফেলে দিতে বললে তানিয়া জানালা দিয়ে ফেলে দেয়ার সময়ই তার হাতে ককটেলটির বিস্ফোরণ ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে রক্তাক্ত তানিয়া মাটিতে পড়ে যায়। বাসার লোকেরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে এনে ভর্তি করে। তানিয়ার পিতা আবদুর রশিদ জানান, তার ছেলে আলামিন ও মেয়ে তানিয়া হাজারীবাগ পার্কে খেলতে গিয়ে কুড়িয়ে পায় ককটেলটি। ককটেলটি বাসায় নিয়ে আসার পর তার বিস্ফোরণ ঘটে।
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩
সাদা রং- বলেছেন: ভাই এটা কি শিশু বিড়ালের ছবি।
সোর্স হচ্ছে আজকের প্রথম আলো, মানব জমিন।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১
যোগী বলেছেন:
খুবই অমানবিক এবং বেদনাদায়ক একটা নিউজ
প্রথম আলোতে দেখলাম
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯
মনিরুল হাসান বলেছেন: এই ছবিটি পরিবর্তন করে প্রথম আলো'র ছবিটি দিন। খবর পড়ে মেয়েটির জন্যে খুব মন খারাপ লাগলো। মেয়েটিকে যদি কেউ সাহায্য করতো তাহলে দারুণ হতো।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
জাহাঙ্গীর জান বলেছেন: দুঃখ জনক গঠনা, কবে আমরা এই প্রতিহিংসার রাজনীতি থেকে সাধারন জনগণ মুক্তি পাবে সেটা একমাত্র আল্লাহ জানে ।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫
সাদা রং- বলেছেন: এই বাচ্চাটার জন্য খারাপ লাগছে। চিরতরে হয়তো হাতটা হারাবে।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
রোহান খান বলেছেন: zara naki eho kal e kharp kaz kore tader sasti dey ehokaley...amar prosno holo ay bacca ta kar paper sasti vog korbe..?
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭
শিশু বিড়াল বলেছেন: সোর্স দেন ভাই