নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Somewhere in M!ND

মেহেদী রিয়াল

স্বপ্নবাজ আমি। স্বপ্নের আকাশে স্বপ্ন ছুতে চাই!

মেহেদী রিয়াল › বিস্তারিত পোস্টঃ

আন্ডারডগ !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

আন্ডারডগ...
কথাটা সবারই জানা। কারো অধীনে বুঝাতে কথাটা ব্যবহার করা হয়। কিন্তু আন্ডারডগ বিষয়টি কখন আসে? আবার কখন মানুষ এই বিষয়টির ফাঁদে পড়ে!?

আন্ডারডগ খুব সিম্পল কথা... আন্ডার মানে নিচে আর ডগ মানে কুকুর/কুত্তা। তার মানে হল, ‘নিচের কুকুর’! যদিও কুকুর সব সময় নিচেই থাকে! যখন কাউকে কুকুরের সাথে তুলনা করে, তার স্থান নিচে নামিয়ে দেয়া হয় তখনই সে হয়ে যায় আন্ডারডগ। আন্ডারডগ কোন ব্যক্তি, গোষ্ঠী, জাতি কিংবা কোন দেশও হতে পারে।

উপরের কথা গুলা সবই পুরনো, বলতে গেলে সবারই জানা। কেউ কাউকে হিউমিলিইয়েট করে কিংবা জোর করে আন্ডারডগ বানায়ে রাখে।
কথা গুলা যত সহজ আন্ডারডগ হয়ে চলা তার চেয়েও কঠিন! সারাক্ষণ তার কাছে আপনাকে ছোট হয়ে চলতে হবে। আর সে নিজেকে বীর ভেবে চলবে।
কিন্তু একটা কথা আছে হিন্দিতে... হার কুত্তে কা দিন আতা হেয়... অর্থাৎ প্রত্যেক আন্ডারডগেরই একদিন সময় আসবে তার এই অবস্থার পরিবর্তন করার। আর এই আন্ডারডগ পরিস্থিতি মানুষকে অনেক শিক্ষা দেয়। আমাদের লাইফের ভুলগুলা ধরিয়ে দেয়।

সব মানুষেরই মেধা থাকে, নিজস্বতা থাকে। স্বকীয়তা বা ইউনিকনেস জিনিসটা পুরটাই নিজের, কেউ এই জিনিস চুরি করতে পারে না। এবং এই জিনিস এর কারণেই আপনি অন্যদের থেকে আলাদা।
আজ আপনি আন্ডারডগ হতে পারেন, কিন্তু মনে রাখবেন কালকের দিনটি কিন্তু আপনার। নিজস্বতাটাকে চিনুন! আপনাকে চিনুন। দেখবেন সময়ই আপনাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পোঁছায়ে দিয়েছে।
লাইফ ইজ ফুল অফ এন্টারটেইনমেন্ট! উপভোগ করুন আর লড়াই করে জান। জয় আপনার হবেই... :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.