নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Somewhere in M!ND

মেহেদী রিয়াল

স্বপ্নবাজ আমি। স্বপ্নের আকাশে স্বপ্ন ছুতে চাই!

মেহেদী রিয়াল › বিস্তারিত পোস্টঃ

জীবন মানেই টেনশন!

২৯ শে মে, ২০১৫ রাত ৩:৪১

সবার লাইফেই ঝামেলা থাকে। কারো ১৯ তো কারো ২০! Individually সবার কাছেই মনে হয় তার দুঃখ-কষ্ট গুলা সবার চেয়ে বেশি! ঝামেলা তে জর্জরিত তার জীবন!
আর এসব নিয়েই সবাই এক আসক্তিতে আসক্ত হয়ে পড়ে যার নাম 'টেনশন'!
কোন কিছু করতে বাধা আসছে-টেনশন, এক্সাম এ কি হবে - টেনশন, জবের টেনশন, প্রেমিক-প্রেমিকাদের তো টেনশনের অভাব নাই :P ... বস্তুত, লাইফের প্রতিটি ক্ষেত্রই হল টেনশনের এক একটা প্লে-গ্রাউন্ড!

সবাই টেনশন করে সুখে থাকার জন্য। কিন্তু সুখ জিনিসটা যে বড়ই দুর্লভ!!
যদি সমুদ্র হয় দুঃখ, তো সুখ হল সমুদ্র এর এক বালতি পানি!!!

কিন্তু একটা কথা আছে, 'মুশকিল আসান'। যেখানেই মুশকিল/ঝামেলা, সেখান থেকেই এর থেকে বের হউয়ার উপায় থাকে! কিন্তু সবাই সেটা ধরতে পারে না। আর পেসেন্স জিনিসটা ৯৫% মানুষ জনের মাঝেই থাকে না, তাই সেখান থেকে বের হউয়ার রাস্তা কিংবা এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেতে অনেক কষ্ট হয়। সেখান থেকেই আবার নতুন ভাবে টেনশনের সুত্রপাত হয়!

সবার উচিৎ failure এর কথা চিন্তা না করে, fail হলেও সেটা নিয়ে টেনশন না করে সামনের দিকে এগিয়ে যাওয়া।
Past এর কথা চিন্তা না করে, Present এর কথা চিন্তা করে Future টা ঠিক মত গড়া! 'Past is past, Future is must!'

সবার উচিৎ নিজের স্বপ্নের প্রতি টার্গেট করে এগিয়ে যাওয়া!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.