নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mekailimroz

মিকাইল ইমরোজ

www.facebook.com/mekailimroz

মিকাইল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

সিনেমায় নারী সংশ্লিষ্ট গালাগালি ও মধ্যবিত্ত নারীবাদীরা

০১ লা আগস্ট, ২০২২ রাত ৮:৪০


একই কথা এক এক জনের মুখে এক এক রকম শুনায়, কিরকম শুনাবে সেটা নির্ভর করে আপনার উপর। আপনি যাকে পছন্দ করেন, যার সাথে আপনার মতের মিল আছে বা যে সমগোত্রীয় তার অনেক কিছুই আপনি জাস্টিফাই করতে চলে আসবেন, যা আপনার ভিন্নমতের ভিন্ন গোত্রের কেউ করলে হয়তো তেড়ে যেতেন মারতে।

এখন কথা হলো সিনেমায় গালাগালি করা নিয়ে। আর বাঙালির গালাগালি মানেই নারী বিদ্বেষ থাকবেই। গালাগালি দেয়া ব্যাক্তিটি নারী হলেও আর গালাগালি খাওয়া ব্যাক্তিটি পুরুষ হলেও, গালিটা দিনশেষে নারী চরিত্রের উপর গিয়ে পড়বে। "হাওয়া" ছবিতে এরকম নারীর প্রতি বিদ্রুপপূর্ণ বহু গালাগালি আছে যা নিয়ে বাঙালি নারীবাদীদের কোনো সমালোচনা দেখা যাচ্ছে না। হাওয়া ছবি মধ্যবিত্ত দর্শকদের রুচির কথা ভেবে বানানো, তাই এর চিন্তা ও দর্শনও মধ্যবিত্তদের মনের মতো। কিন্তু নিন্মবিত্তদের রুচির সিনেমা বা আমরা বাণিজ্যিক ছবি যাকে বলি সেখানে যদি এমন নারীর প্রতি বিদ্বেষপূর্ণ গালাগালি থাকতো তাহলে নারীবাদীরা ছেড়ে কথা বলতো না। বাঙালি নারীবাদীরা মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি তাই তারা মধ্যবিত্তদের দর্শন ও রুচির "হাওয়া" নিয়ে কথা বলবে না, তারা ক্ষেপে যাবে নিন্মবিত্তদের বিনোদন পণ্যে কোনো ত্রুটি দেখলে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৩২

জ্যাকেল বলেছেন: আমার মতে ঠিকই আছে। সিনেমায় গালাগালি উস্টাউস্টি এইগুলা থাকা দরকার আছে তা যে শ্রেণি-ই হোক।

২| ০২ রা আগস্ট, ২০২২ ভোর ৬:৫২

ইমরোজ৭৫ বলেছেন: ইদানিং সিনেমা নিয়ে ভালো কাজ হচ্ছে। গ্রাফিক্স, সাইন্ড কোয়ালিটি, অভিনয় সব ভালো কিন্তু গল্পটা খারাপ।

৩| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ৮:৫৩

বিটপি বলেছেন: ঘেটুপুত্র কমলার মত কুৎসিত মানসিকতার চলচ্চিত্র যে দেশে বানানো হয় - সে দেশে সবকিছুই জায়জ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.