নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালি পুরুষেরা কামনা করে পরীমণিকে। পুরুষেরা জানে কামনা করলেই পরীমনিকে পাওয়া যায় না। কিন্তু কেউ তো পাচ্ছে এই চিন্তা পুরুষকে বিচলিত করে। পুরুষ নারীর সৌন্দর্যের যেমন পাগল তেমন নারীর সৌন্দর্য্য পুরুষের জন্যে পীড়াদায়কও। পুরুষের পক্ষে অনেকগুলো নারী পাওয়া সম্ভব নয়, যদিও পাওয়ার জন্যে যথাসাধ্য চেষ্টা করে। বেশির ভাগ পুরুষের এক জীবন কাটে একজন নারীতে; তার উপর কত জনের স্ত্রীই বা দেখতে সুন্দর। পুরুষ সুন্দর নারী পছন্দ করে কিন্তু তারা চায় সুন্দর নারীরা তাদের সামনে না আসুক। সুন্দর নারী তাদের মনের ভেতর হাহাকারের জন্ম দেয়। তারা সেই নারীর সৌন্দর্যের অভিজ্ঞতা পাচ্ছে না। এই শব্দহীন হাহাকারের সাথে অন্য কেউ সেই নারীকে পাবে সেই হিংসা পুরুষকে দেয় নরক যন্ত্রণা। আবার সেই সুন্দরী নারীকে যে পুরুষ পায়, সেও সুখী হয় না। কারণ সে অন্য সুন্দরী নারীদের দেখে কিন্তু তাদেরকেও তো আর পাচ্ছে না, তাদের পাবে অন্য কেউ। সৌন্দর্য্য আর কামনার নারীকে পাওয়ার এই সীমাবদ্ধতা পুরুষ অতিক্রম করতে পারে না। পুরুষ তাই প্রার্থনা ও প্রচেষ্টা করে নারীর বন্দিদশার। সেই না পাওয়ার ক্ষোভ থেকে আসে দমন করার ইচ্ছা। হত্যার মাধ্যমে পুরুষের উপর চরম প্রতিশোধ নেয়া হয়, কিন্তু সুন্দরী বা চলনসই নারীর প্রতি প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে বঞ্চিত পুরুষের প্রথম চিন্তা আসে তাকে ধর্ষণ করার। ধর্ষনে কামনার চেয়ে দমন করার ইচ্ছা বেশি থাকে। পুরুষ নারীকে নানাভাবে দমন করে তার নানা দুঃখ ভুলে থেকেছে চিরকাল। নারীকে দমন করে পুরুষ নিজের ঠুনকো আহমিকাকে ধারালো করে, ভুলে থাকে হাজার হাজার কামনার নারীকে না পাওয়ার যন্ত্রণা, আর অন্য কেউ সেই নারীদের পাচ্ছে চিন্তার দুঃখ।
২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০
মিকাইল ইমরোজ বলেছেন: বকবক পছন্দ না হলে এড়িয়ে যাবেন। আমার চিন্তা সঠিক না বেঠিক তার সার্টিফিকেট আপনার থেকে নিবো না।
২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
আলামিন১০৪ বলেছেন: টাকা হলে বাঘের দূধ মেলে, প*মনিরটা তো নস্যি
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬
রিদওয়ান খান বলেছেন: আলামিন১০৪ বলেছেন: টাকা হলে বাঘের দূধ মেলে, প*মনিরটা তো নস্যি। আপনি লিজেন্ড ভাই
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২
ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বে, আমরা পুরুষেরাই সব খারাপ!
৫| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১
বিজন রয় বলেছেন: হা হা হা .... সব পুরুষ কি এক?
সব পুরুসের মনে ধর্ষন চিন্তা আসে!!!
৬| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
এম ডি মুসা বলেছেন: ভাই আপনি আর বিষয় খুঁজে পান না, তাহলে শীতের সকালে মানুষ কিভাবে লড়াই করে দেখেন পেটা নিয়ে পোস্ট করেন
২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭
মিকাইল ইমরোজ বলেছেন: পাই না । কি করবো বলেন। শীতের সকালে কে কি করে তাতে আমার আগ্রহ নাই।
৭| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: পোস্ট পড়ে আমি বিচলিত। নারী মাত্রই সুন্দর আমার কাছে। কিন্তু সেই সৌন্দর্য শুধুই চোখের ক্ষুধা মেটায়। আরও অনেক ক্ষুধা আছে কিন্তু। সেই ক্ষুধা থেকে পালিয়ে বেড়াই আমি।
৮| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
নাহল তরকারি বলেছেন: পরীমনি কি এমন সুন্দরী! আমার বাড়ির সামনে কতই মেয়ে হেটে যায়, তাদের মতই লাগে পরীমনি কে।
২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮
মিকাইল ইমরোজ বলেছেন: লাগতে পরে।
৯| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: বকবক পছন্দ না হলে এড়িয়ে যাবেন। আমার চিন্তা সঠিক না বেঠিক তার সার্টিফিকেট আপনার থেকে নিবো না।
-আপনার মাথায় সঠিক কোন ভাবনা আসে বলে মনে হয় না।
২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪
মিকাইল ইমরোজ বলেছেন: আপনার যা ভালো মনে হয়।
১০| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পুরুষে ভালো খারাপ আছে, নারীতেও তাই। সব পুরুষ তো আর নারীর বন্দীদশা কিংবা ধর্ষণের কামনা বাসনা রাখে না।
আবার সব পুরুষ পরীমনিকে চায় এমনও না। এক নারীতে কাটিয়ে দেয়া অনেক পুরুষই নিজের স্ত্রীকে পৃথিবীর সুন্দরীতমা ভেবে কাটিয়ে দেয়।
১১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষ সুন্দর ভালোবাসে। পরিমনি সুন্দর। তাই সবাই ওকে ইমাজিন করে।
কিন্তু জঘন্য নোংরা কারা জানেন? জঘন্য নোংরা হলো তারা যারা ওরে ইমাজিন করে রাতের বেলা (.….) আর দিনে ঘুম থেকে জেগেই ওরে নোংরা গালি দেয়।
ব্লগার মিরোরডডল ও অন্যান্য নারী ব্লগারদের সম্মানে(.....) ইউজ করছি। আপনি বুঝে নিয়েন।
২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩
মিকাইল ইমরোজ বলেছেন: একমত
১২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: গার্বেজ। জাস্ট গার্বেজ পোষ্ট।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২
সোনাগাজী বলেছেন:
কিসব বকবক, মাথায় সঠিক কোন ভাবনাচিন্তা আসে না?