নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই ধর্ম, সত্যই শান্তি, সত্য আসে যেখানে, আমি আছি সেখানে।

শান্তির বাণী

সর্বদা সত্যের বাণী প্রচার করতে চাই।

শান্তির বাণী › বিস্তারিত পোস্টঃ

সত্যানু সন্ধান

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

একটি নবযুগ আমাদের দুয়ারে এসে উপস্থিত ; মান্য অতিথির মতো সম্বর্ধনা করে না আনলে সে ঘড়ে আসতে নারাজ। অনাহূত গৃহে প্রবেশ করতে সকলেরই লজ্জা হয় নবযুগও লজ্জা অনুভব করছে, তার লজ্জা ভাঙ্গানোর ভার আমাদের উপড় কিন্তু যে অতিথী এল সে শত্রু না মিত্র ? প্রকৃত হিতকামী না প্রতারক তা না জেনে তো তাকে গ্রহন করা যায় না। তাই তার যথা সম্ভব পরিচয় নেওয়া দরকার।



আগন্তক আমাদের পর নয়, মানব সভ্যতার শিশু অতীত ও বর্তমানের সন্তান। সে নিজ থেকেই এসেছে, তার সম্পর্কে আমাদের অবহিত হতে হবে মাত্র, আর এ ক্ষেত্রে অবহিত হওয়াই সংবর্ধনা জ্ঞাপন করা্।তার কন্ঠে যে অস্পষ্ট বাণী, তার অর্থ হে মানুষ ভয় করনা, তোমার মধ্যে যা শ্রেষ্ঠ ও মূল্যবান, অবিনশ্বর ও অশেষ সম্ববনাপূর্ণ তার রক্ষার ভার আমার হাতে, আর সে জন্যেই আমার আগমন।



তার বর্তমান যুগে কি সে সব রক্ষার ক্ষমতা নেই ? শ্রেষ্ঠ ও মূল্যবান কে ভুলে বর্তমানে আমরা কি শুধু অপকৃষ্টের সাধনা করে চলেছি ? ব্যতিক্রম হয়ত আছে, তবে মোটের উপড় কথাটা সায় না দিয়ে উপায় কি ? মানুব জীবনের শ্রেষ্ঠ অভিব্যাক্তি সৃজনশীলতা আজ শোচনীয় রূপে পরাভুত। ধূর্ততা ও ফন্দিবাজীতার স্থানে সমাসীন। এ দুর অবস্থা থেকে মুক্তি দেবার জন্যই নব যুগের আগমন।



সত্যই ধর্ম, সত্যই শান্তি,

সত্য আছে যেখানে,

আল্লাহ রাসুল আছে সেখানে

সত্য আছে যেখানে, শান্তি আছে সেখানে।



প্লাবিত অসত্যের মাঝে সত্যকে ভাসিয়ে তুলতে গেলে উপাধি পেতে হয় পাগল, ভন্ড, প্রতারক, নাস্তিক। সাজা হিসেবে গ্রহন করতে হয় কারাভোগ, আবার গন-পিটুনিতে ভবলিলা সাঙ্গ করতে হয়। সত্য সে যুগে যুগে গোপন থেকে যায়। অসত্যের মাঝে মাথা উচু করে দাড়াতে পারে না। এটা সত্যের যুগ।



এবার আসুন সবাই নির্ভয়ে সত্যকে খুজে বের করে অসত্যের মাঝে দাড় করিয়ে নিরাশ আর হতাশনের হাত থেকে মুক্তি পেয়ে বিশ্ব শান্তি লাভ করি।



আসসালামু আলাইকুম, এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর, যে যেখানে থাকুন না কেন সকলে সত্যের পতাকা নিয়ে বের হওন। আর নিরব থাকলে চলবে না গোপন থাকলে চলবে না।পরিচয় দিয়ে জগৎকে বহুমুখি সমস্যার হাত থেকে রক্ষা করতেই হবে। সবে মিলে একত্রিত হয়ে সকল দোষী লোক গুলোকে চিহ্নিত করে অত্যচারীর অত্যচারের সূক্ষ্ম বিচার করে জগৎকে শান্তির রাজ্য গড়ে তুলি।



কাগজের পাতায় লিখে দিলাম আলপনা

অমর বাণী কইবে কথা যেদিন আমি থাকব না।



সংসারের মাঝে কয়েকটি সুর

রেখে দিয়ে যাব করিয়ে মধুর

দু একটি কাটা কড়ি দেব দুর

তারপর ছুটি নেব।



ইতি - মোঃ লাল মিয়া

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.