নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

When the solution is simple, God is answering.

we need to read and understand the gift given to us, the QUR\'AN and spread the message of ISLAM , The love for your fellow human, the respect for WOMEN, making world a Better Place.

মেলবোর্ন

১. The Qur'an is the Most Influential, Most Powerful, Most Memorized, and Most Followed Book on the planet Earth।Find out why @ LinguisticMiracle.com ২: I believe A little science leads one away from God, a great deal of science leads one back to Him ৩: I will make the most of everything in life, because life is no rehersal... So if i love someone, i will tell them, if im upset with someone, i will forgive them and if anyone chooses to love me in return, i will be most certainly grateful, and show them everyday for as long as i am capable to do so, how much it means to me

মেলবোর্ন › বিস্তারিত পোস্টঃ

বাবা মা হত্যা , আমাদের সমাজ, আমাদের ধর্ম কোথায় যাচ্ছি আমরা ?

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১২

সমাজ আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সে দিকেই যাচ্ছি, আমাদের মাঝ থেকে ধর্মীয় মুল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, জীবনের মুল্য, পিতা মাতার সাথে ভালো ব্যবহার ও মানুষের নিজের মাঝে যে অপার সম্ভাবনা আছে সেগুলো ভুলে যাচ্ছি।



মানুষ হতে হলে যে মুক্ত চিন্তার সাথে মুক্ত বাতাস খেতে হয়, ভালোবাসা দিতে হয় টাকা দিয়ে নয় সময় দিয়ে, পাশে বসিয়ে আদর দিয়ে, বোঝাতে হয় কত ভালোবাসি সন্তান কে, কেন তাকে তার কিছু কাজে বাধা দেই, সেটা আমরা ভুলে গেছি। এখনকার ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারেনা, কত জন আছে নদীর পড়ে হেটেছে খালি পায়ে, বা বিকেলে মাঠে ছোটাছুটি করেছে, কতজন আছে যে জীবনটাকে পড়া লিখাই নয় বরং সংস্কৃতি, ধর্মীয় অনুশাসন বা তার জীবনের আশে পাশের মানুষের আদর পেয়ে বড় হচ্ছেন। বাবা মা আছেন পাটি আর নিজের কাজে ব্যস্ত, তো কি আর করা ডোরেমন থেকে শুরু ইয়াবাতে/মদ গাজাতে গুরু আর স্টার প্লাসে মানবিকতার কবর রচিত হয়, মানুষ আর হয়ে উঠা সম্ভব হয় না।



এই পোস্ট সেই মেয়েকে উৎসর্গ করে যার ছিল আছে অপার সম্ভাবনা, সুন্দর ভবিশ্যত, ছিল বাবা মা ও ছোট ভাই তবুও আমাদের সমজের যাতা কলে সে আজ অপরাধীর কাঠ গড়ায় । সেই মেয়েটির ডাইরী থেকে জানতে পারি এরকম লিখা: "একজনের দুঃখ সাধারণত আরেকজন কখনোই মন থেকে বুঝতে পারে না, তুমি নিশ্চয় অবাক হচ্ছো, জীবনের শেষ কথাগুলো আমার আত্মীয়-স্বজন, বাবা-মাকে না জানিয়ে কোনো অপরিচিত কাউকে কেন জানাচ্ছি! তারা কোনোদিনও আমাকে বুঝতে পারেনি"



অথবা জীবনযুদ্ধে হেরে গেলাম,



এবং "আমি জানি না মৃত্যুর পর কী হবে! দেখা যাক কী হয়! আসলে হয়তো মৃত্যুর পরের জীবন বলতে কিছুই নেই!, আমি এমনকি খারাপ কাজ করেছিলাম যে, কোনো কিছুই সত্যি হতে দেখলাম না।"



বা এটা "মাঝখান দিয়ে জীবনে আরো যে যুদ্ধ করে যাব সেই উপায়টাও শেষ হয়ে গেল। ঈশ্বর বুঝি আসলেই পাষাণ।"



এবার আপনারাই মনোযোগ দিয়ে ওর লিখা ওর কথা আবার পড়ুন কি দেখতে পাচ্ছেন : হতাশা, নিজের প্রতি অবিস্বাস, ধর্মের প্রতি অবিশ্বাস, সর্বোপরি পিতামাতা প্রতি অবিস্বাস ও তাদের কাছ থেকে না পাওয়া আদর বা তাদের অবহেলা



ধনী হোক কি গরিব,পিতা মাতার প্রতি আসদাচরনের অন্যতম কারণ হচ্ছে আমাদের মাঝে প্রকৃত শিক্ষার অভাব। মনুষ্যত্ব, নৈতিকতা ও মূল্যবোধের অভাব। দিন দিন আমরা আত্মকেন্দ্রিক ও অসামাজিক হয়ে উঠছি। আমাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে উঠছে- কিভাবে সমাজে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হব। আমরা এতই ব্যস্ত যে, নিজের জীবনের অসহায় অবস্থা থেকে বর্তমান অবস্থা পর্যন্ত চিন্তা করারও সময় নেই। মা-বাবার নিঃস্বার্থ সংগ্রাম-সাধনা, অক্লান্ত পরিশ্রমকে আজ বড় হয়ে আমরা মূল্যায়ন করি না। সত্য হলো, তারা আমাদের মুখ থেকে শুধু মূল্যায়নই শুনতে চান। পরিবারের ঐক্য তারা কামনা করেন। অথচ আমরা লক্ষ করছি- যে বয়সে তাদের যত্নের প্রয়োজন, পারিবারিক সহায়তা ও আন্তরিকতার প্রয়োজন, সেই বয়সেই জীবন বাঁচাতে কেউ ভিক্ষা করছেন এবং অন্যের বাড়ি থাকছেন। অপর দিকে কেউ টাকা পেলেও অসহায়, নিঃসঙ্গ জীবন যাপন করছেন।



একটা শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় তার পরিবার থেকে। তারপর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। তাই পিতামাতার কর্তব্য, তারা যেন সন্তানদের সময় দেন, ধর্মীয় শিক্ষার আলোকে নৈতিক শিক্ষা তথা মূল্যবোধ গড়ে তোলেন; যাতে পরবর্তীকালে সন্তানদের থেকেই তার সুফল পেতে পারেন।

সন্তান হিসেবে আমাদের কাছে সবচাইতে বড় জিনিস হচ্ছে মা বাবা।




মাওলানা সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, কবুল হতেও পারে, নাও হতে পারে। ৫০-৫০। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে, ১০০% নিশ্চিত।



আপনি হয়ত আমাকে বলবেন আপনি বুঝেন না , আপনি জানেন না আমার অবস্থা, আমার পিতা মাতা ঠিক নন, আমার ব্যপার ভিন্ন/ এক্সসেপশনাল , তবে আমি বলব শুনুন সবাই মনে করে তারটা ভিন্ন বিষয় তারটা এক নয় তার অবস্থা সবার মত নয়, সবাই ভাবে এটা আমার জন্য না এটা অন্যর জন্য, কেউ ভাবে না এটা তাদের প্রতি বর্তায় আল্লাহ সবার জন্যই বলেছেন আপনি আলাদা কেউ নন সকল মানুষের দায়িত্ব তার পিতা মাতার জন্য সমান, সবাই ভাবে এটা অন্যের জন্য যার অবস্থা নরমাল আমারটা ভিন্ন তবে শুনে রাখুন আল্লাহ জানেন তিনি কি বানিয়েছেন আমাদেরকে তিনি ভালভাবেই জানেন, তিনি আমাদের সৃস্টিকর্তা, আমাদেরকে তিনি সবচেয়ে ভাল জানেন (আমাদের সকল গোপন বা বাহ্যিক বিষয় সম্পর্কে তিনি জানেন ) তাই তিনি বার বার সাবধান করে দিয়েছেন।



আমাদের বুজতে হবে At a very early age, when kids are watching cartoons, explain to them the right way to manage conflict, to deal with problems and disagreements. Talk to your 3-year-old about not using their hands when they disagree with someone. Teach them proper language and proper techniques to deal with emotions. It is much easier to teach these techniques at an earlier age।



পিতা মাতা বা সন্তান যারা আছি সবার জন্য আসুন আমরা আজ রাতে সবাই নিজেদের বাসায় সকলে মিলে বসি , এই প্রশ্নটি করি এবং সবার কথা জানি "আমরা যদি সবচেয়ে ভালো পরিবার হতে চাই , কোন কাজটি বা কথা গুলো আমাদের বলা বা করা উচিৎ?"



দেখুন এই একটি প্রশ্নের মাধ্যমে আমরা একে অপরের কাছ থেকে জানতে পারি তাদের কি সমস্যা আছে, আমাদের নিজের কি সমস্যা আছে এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় যার ফলে পরিবার হবে সুখের শান্তির এবং কারো মনে সেই মেয়েটির মত কোন দুঃখ বা ক্ষোভ থাকলে আগেই আপনি বা আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে জীবন বাচিয়ে সুন্দর পরিবার ব্যবস্থায় ফিরে যেতে পারি।



পরিশেষে আল্লহর শিখানো দোয়া : হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান কর, যাতে আমি তোমার নেয়ামতের শোকর করি, যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতা-মাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ কর, আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম। ৪৬) সূরা আল আহক্বাফ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত নং ১৫



পিতামাতা/বাবা মা কে নিয়ে আমার পুর্বের এই বিস্তারিত পোস্ট টি আপনাদের ভালো লাগতে পারে পড়তে চাইলে পাবেন এখানে:



কোরআনের ভাষাগত সৌন্দর্য:পর্ব ৩ সূরা বনী ইসরাঈল আয়াত ২৩-২৪ ইসলামে পিতা মাতার অধিকার Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮

তোমোদাচি বলেছেন: নৈতিক মূল্যবোধ তৈরিতে ধর্মীয় শিক্ষা অনস্বীকার্য !

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

মেলবোর্ন বলেছেন: আর সেটা হলেই সমাজের এরকম অপরাধ কমতো ও সুন্দর জীবন গুলো হারিয়ে যেত না।

২| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৪

ময়নামতি বলেছেন: অসাধারন একটি লেখা পড়লাম, ভাল লাগল , নিজের জীবনে যদি প্রতিফলিত হয় তবে ধন্য হব।

জনাব, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়................

আপনি যদি আপনার সন্তানকে তিনটি আর এর শিক্ষাদেন , রিডিং, রাইটিং, এরিথমেটিক্স, সেই সাথে যদি চার নম্বরের আর রিলিজন শিক্ষা না দেন তাহলে পাঁচ নব্মরের আর পাবেন তা হল (রাস্কেল)।

কতগুলো সার্টিফিকেট থাকলে শিক্ষিত হওয়া যায় না, মূল্যবোধহীন শিক্ষা কু শিক্ষা হয়ে নিজের জন্যই গর্ত তৈরী করবে।

ধন্যবাদ। ++++++++++++++

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬

মেলবোর্ন বলেছেন: ময়নামতি ভালো বলেছেন: আপনি যদি আপনার সন্তানকে তিনটি আর এর শিক্ষাদেন , রিডিং, রাইটিং, এরিথমেটিক্স, সেই সাথে যদি চার নম্বরের আর রিলিজন শিক্ষা না দেন তাহলে পাঁচ নব্মরের আর পাবেন তা হল (রাস্কেল)।

ধন্যবাদ

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১

বলেই ফেলি বলেছেন: আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না তাই আমাদের শিক্ষা পরিপূর্ণতা পায় না।

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫

মেলবোর্ন বলেছেন: বলেই যখন ফেলেছেন সত্যই বলেছেন। মন্তব্যে সহমত

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

মাইন রানা বলেছেন: আমাদের সমাজে আগে একটি মুসলিম সন্তান জন্ম নিলে তাকে জন্মের দিন তাঁর কানে পবিত্র কালিমা ও আজান শুনানো হতো। একটু বড় হলে তাকে মক্তবে পাঠানো হত যেখানে সে কোরআন, হাদিস, নামাজ, রোজা, হালাল-হারাম, ভাল-খারাপ, পর্দা-অশ্লীলতা, ছোটদের স্নেহ, গুরুজনের সন্মান, মা বাবার মর্যাদা, গরীবের প্রতি দয়া মায়া ইত্যাদি নানা নৈতিক বিষয়ে কিছুটা জ্ঞান লাভ করত। এর পর তাকে স্কুলে পাঠানো হলেও তাঁর ভিতরে কিছুটা হলেও নৈতিক জ্ঞান থাকত।

এখন আলট্রা প্রগতিশীল পরিবারে একটি শিশু জন্ম হলেই তাঁর কানে দেয়া হয় বিদেশি সংস্কৃতির হিন্দি ইংরেজি গান। ছোট থেকেই নিজ ঘরে বাবা মার সাথে দেখতে থাকে বিদেশি সিরিয়াল, সিনেমা, কার্টুন ও নাচ গান। কচি বয়স থেকেই শিখতে থাকে বন্ধুরা মিলে আড্ডা, মদ সেবন, উম্মত্ত আনন্দ, হই-হুল্লা, পরকিয়া-অশ্লীলতা, পিতা মাতা ও গুরুজনের সাথে বেয়াদবি ও তর্ক। আর এই সকল অনৈতিক কাজগুলির চর্চাও চলতে থাকে ইংলিশ মিডিয়াম ও আধুনিক স্কুলে, প্রাইভেট ভার্সিটিতে। জীবন হয়ে পড়ে যেনতেনভাবে শুধু টাকা কামানো আর যেনতেনভাবে আনন্দ উল্লাস এর ক্ষেত্র!!!!

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

মেলবোর্ন বলেছেন: যাহা দেখিবে তাহাই তো শিখিবে তাই নয় কি?

৫| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯

ফার্ুক পারভেজ বলেছেন: যা আমাদেরকে শেখানো হচ্ছে :

বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। বন্ধু তো অবশ্যই লাগবে। তাদের সাথে ইয়াবা সেবন করতে হবে। রাতবিরাতে গলাগলি ঢলাঢলি কর

এগুলা করতে গেলে যদি মা - বাবার বাধা আসে তাহলে মা-বাবাকে ঘ্যাচাং করে দিতে হবে। কারণ বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। মা-বাবা ছাড়া লাইফ পসিবল।

এয়ারটেল জিন্দাবাদ
আল্লামা শফির তেতুলতত্ব মুর্দাবাদ।

বন্ধুত্বের জন্য সবাই মা-বাবাকে ঘ্যাচাং করে বন্ধুতের মর্যাদা রক্ষা করুন।

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭

মেলবোর্ন বলেছেন: অথচ এরা ভুলে যায় এদের জম্নের আগ থেকে বড় হওয়া পর্যন্ত ১৫-২০ বছর সেই বাবা-মা তাদের কে কেমন করে আগলে রেখেছেন। কত ভালোবাসা দিয়েছেন, ১৬ বছর খাইয়ে পড়িয়ে ঈদে, আনন্দে কত কিছু করেছেন সেগুলোকে ভুলে আধুনিকতা আর বন্ধুর পাল্লা বা মাদকতা কে সাথি করে এরা সুখ খোজে এই সুখ যখন একটু দুরে যায় এরা অসহায় , একা হয়ে পড়ে মনে করে সকল সুখ বুঝি গেল অথচ আসল বন্ধু বাবা মা কে একবারও মনে রাখলো না।

৬| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

মোমেরমানুষ৭১ বলেছেন: তোমোদাচি বলেছেন: নৈতিক মূল্যবোধ তৈরিতে ধর্মীয় শিক্ষা অনস্বীকার্য !

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২

মেলবোর্ন বলেছেন: তোমোদাচি ঠিক বলেছেন ধন্যবাদ মোমেরমানুষ

৭| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১

বোকামন বলেছেন:
মনুষ্যত্ব, নৈতিকতা ও মূল্যবোধের অভাব।
খুব ভালো বলেছেন ভাই।


সত্যের আলোয় ফিরে আসতে হবে।.....
আল্লাহ আমাদের সেই তৌফিক দিন।
আস সালামু আলাইকুম।।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

মেলবোর্ন বলেছেন: ওয়ালাইকুম সালাম , আমাদের সমাজ যে পচে গেছে এটা তার সিমটম মাত্র সামনে আরো নমুনা বাকী, সময় থাকতে সচেতন হতে হবে নইলে যেমন কর্ম তেমন ফল।

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তোমোদাচি বলেছেন: নৈতিক মূল্যবোধ তৈরিতে ধর্মীয় শিক্ষা অনস্বীকার্য !

আমরা যত দ্রুত এটা বুঝি ততই মংগল।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২১

মেহেদী হাসান মানিক বলেছেন: আমরা আধুনিক হচ্ছি ?? নাকি মনুষ্যত্বকে বিসর্জন দিচ্ছি সেটাই বুঝা দায় । নৈতিকতার অভাব বা সঠিক শিক্ষার অভাব মর্মে মর্মে উপলব্ধি করছি। বই পুস্তকের শিক্ষাটা আমরা শুধু জীবন ধারণের জন্যই মনেহয় আয়ত্ত করি। আর বর্তমানের আধুনিক শিক্ষার নামে ত ছেলেপেলেদের যান্ত্রিক হতেই শেখানো হচ্ছে তার উপরে যদি যোগ অভিবাবকের দূর্বলতা আর অসৎ সঙ্গ তাহলে যে কি হতে পারে তা ভাবার সময় হয়েছে। ধর্মকে অবহেলা করার যে কোন সুযোগ নেই সেটাই স্পঠ হচ্ছে।

পোস্টে ভাললাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.