![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমরা যারা মুসলমান বলে দাবি করি আমরা কি জানি যে আমাদের উপর কতবড় একটা দায়িত্ব রয়েছে?
আল কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন " ওহে মুসলিম যুবকেরা তোমরা সেই সকল লোকদের বিরুদ্ধে কেন কিতালের হুকুম বাস্তবায়ন কর না যাদের নির্যাতনে নির্যাতিত মুসলিম আবাল বৃদ্ধ বনিতা চিৎকার করে করে বলছেন হই আমাদের রব আমাদের এই যালিমের গ্রাম থেকে বের করে নাও যার অধিবাসীরা যালিম তুমি আমাদের সাহায্যের জন্য তোমার পক্ষ থেকে অলি এবং সাহায্য কারী পাঠাও।"
আজ মুসলমানরা ফিলিস্তিনে, কাশ্মীরে, ভারতে নির্যাতিত হয়ে চিৎকার করে করে সাহায্য চাচ্ছেন মুসলিম যুবকদের কানে কি ঢোকে না?
আপনারা কি ভুলে গিয়েছেন যে একজন মুসলিমের রক্তের কত দাম?
"আপনারা কি জানেন না যে হুদাইবিয়ার সন্ধির দিনে যখন মক্কার লোকজন ঘোষণা করে দিলো যে উসমান (রাঃ) কে হত্যা করা হয়েছে। এই ঘোষণার সাথে সাথে আল্লার রাসুল (সঃ) গাছের নিচে বসে ১৪০০সাহাবির হাতে বায়াত গ্রহণ করলেন যে উসমানের রক্তের বদলা না নিয়ে কেউ ফিরে যাব না। হয় আজ মক্কা বিজয় হবে নাহলে মুহাম্মাদ (সঃ) সহ সবাই শাহাদাৎ বরন করবে।"
"আপনারা কি ভুলে গেছেন যে খলিফা হাজ্জাজ বিন ইউসুফের সময়ে রোমের (ইটালি) রাজপ্রাসাদে একজন মুসলমানের মুখে একজন বিধর্মী একটা থাপ্পড় দিয়েছিল। ঐ মুসলমান ঐ খানে বসে চিৎকার করে বলে উঠলেন হে মুসলমানদের খলিফা হাজ্জাজ বিন ইউসুফ আপনি কি করে সিংহাসনে বসে আছেন যখন একজন বিধর্মী মুসলমানের গালে থাপ্পড় দেয়। আপনি কেয়ামতে আল্লার কাছে জবাব দেবার জন্য তৈরি থাকেন। সৌভাগ্যক্রমে একজন মুসলমান গোয়েন্দা ঐ কথা শুনে হাজ্জাজ বিন ইউসুফের কাছে ঘটনা বর্ণনা করলে খলিফা সাথে সাথে স্ব সৈন্যে রোম আক্রমণ করলেন ৪দিনের যুদ্ধের পর ঐ মুসলিম আর বিধর্মীকে নিয়ে আসলেন নিজের দরবারে। এসে বললেন হে মুসলমান আমি হাজ্জাজ বিন ইউসুফ বলছি তুমি তোমার প্রতিশোধ গ্রহণ কর। মুসলিম ঐ লোকটিকে থাপ্পড় মারার পর হাজ্জাজ বিন ইউসুফ বললেন তোমাকে আমি মারতে পারি কিন্তু আমি মারব না তোমাকে আমি রোম রাজ প্রাসাদে পাঠায়ে দেব যাতে কাফিররা তোমাকে দেখে জানতে পারে যে মুসলমানের গায়ে হাত দিলে তার কোন ছাড় হয় না।"
এবার বলেন মুসলিম যুবকেরা আজ মুসলমান নির্যাতিত জনতার আর্তনাদ শুনে বসে থাকলে আপনি আমি কেয়ামতে কি জবাব দেব?
©somewhere in net ltd.