নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনহাজুল আবেদিন

ان الدين عندالله السلام

মিনহাজুল আবেদিন › বিস্তারিত পোস্টঃ

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইয়িমিয়াহ (রহঃ) ও সাইয়েদ কুতুব শহীদ (রহঃ)।

২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৭

দুইজন ঐতিহাসিক মুজাহিদের কথা বলব আজ। প্রথম জন হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইয়িমিয়াহ (রহঃ)। ২য় জন সাইয়েদ কুতুব শহীদ (রহঃ)।
..............................।।
ইমাম তাইয়িমিয়াহ তাঁর জীবনের অধিকাংশ সময় জিহাদে রত ছিলেন। শেষ জীবনে তিনি ফিকাহের সঠিক মাসালা দেবার কারনে ভ্রান্ত মুরতাদ সরকার তাকে কারা রুদ্ধ করে। তিনি কারাগারে বসে কিছু কেতাব লেখেন কিন্তু তার মৃত্যুর আগেই সরকার সেই কিতাব গুলো নষ্ট করে ফেলে।
পরবর্তীতে দেখা যায় যে এই ইমাম তাইয়িমিয়াহর কেতাব এত পরিমাণ জনপ্রিয় আর ছাপা হয় যে দুনিয়ার সকল বড় বড় লাইব্রেরী থেকে নিয়ে আম জনতার হাতে তাঁর কেতাব আল্লাহ্‌ পৌঁছে দিয়েছেন।
সাইয়েদ কুতুব শহীদ যখন কারাগারে শাহাদাৎ বরন করেন তাঁর জীবদ্দশায় তাঁর করা তাফসির ফি জিলালিল কুরআন মাত্র একবার ছাপা হয় কিন্তু তাঁর ফাঁসির দিনেই ঐ তাফসির সাতবার ছাপা হয়। শুধু তাই নয় ইউরোপের যে সকল প্রেস আছে তা্রা তাদের প্রেসে কাজ কম হলে ই আজো পর্যন্ত ফি জিলালিল কোরআন ছাপে আর তাদের পরবর্তী কয়েক বছরের বেচাকেনা খুব লাভ হতে থাকে.........।।
আল্লাহ্‌ তাঁর পথের সৈনিক দের কক্ষনোই ছোট করেন না। তাদের তুলে রাখেন মর্যাদার আকাশের সর্বচ্চ শিখরে......

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনার কপাল ভাল। এই দুইজনই যে জামায়াতী - মডুরা তা জানেনা। জানলে আপনার পোস্ট তো থাকতই না - আপনার অবস্থাও কাহিল হয়ে যেত।

২| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৪

মিনহাজুল আবেদিন বলেছেন: ভাই আগে একবার ব্যান মেরে রাখছে মাস খানেক.........। যাই হোক সত্য বলে যাব। আপনার ইনফরমেশনে সামান্য ভুল আছে ২জন না শহীদ সাইয়েদ কুতুব জামাতি

৩| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:

"ইমাম তাইয়িমিয়াহ তাঁর জীবনের অধিকাংশ সময় জিহাদে রত ছিলেন। "

-বুঝা যাচ্ছে, আরবেরা কেন সন্ত্রাসী।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৪

মিনহাজুল আবেদিন বলেছেন: আচ্ছা ভাই জিহাদ মানেই কি আপনি মনে করেন সন্ত্রাস? আপনি কি জানেন জিহাদ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.