নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনহাজুল আবেদিন

ان الدين عندالله السلام

মিনহাজুল আবেদিন › বিস্তারিত পোস্টঃ

আমরাই সিংহ

২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:৪৭

বাংলার জমিনে আজো পর্যন্ত একজন আলেমের জনপ্রিয়তা আকাশচুম্বী। তার জনপ্রিয়তার ধারে কাছে আর কারো জনপ্রিয়তা কোনদিন বাংলাদেশে যাবে কি না আমার সন্দেহ আছে, যেদিন বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক(রহঃ) কে আওয়ামি সরকার গ্রেফতার করেছিলো সেদিন বাংলাদেশে ২য় কেন লোক সাইখুল হাদিসের পক্ষে কথা বলতে সাহস করেন নাই কিন্তু এই আলেম কাউকে ভয় না করে সিংহের মত হুংকার দিয়ে উঠে বলেছিলেন "আল্লামা আজিজুল হক পুলিশ খুন করছে শয়তানে ও বিশ্বাস করবে না" যিনি এই রণ হুংকার ছেড়েছিলেন তিনি আর কেউ নন """আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদী""" আজ সাইদি সাহেবের একটা মাহফিলে সুনতেছিলাম তিনি বলছেন """বেড়ালের মত ৫০০বছর না বেচে সিংহের মত ১ঘণ্টা বাচতে চাই""" হ্যাঁ আজ এই মাহফিলের তরজমা করব নাস্তিকদের জন্য। শুনে রাখ নাস্তিকেরা মুমিনরা সবসময় সিংহ ছিলেন সিংহ ই আছেন। মনে করে দেখ যেদিন মুসলিম জাহানের খলিফা উমর (রা) জেরুজালেমে গেলেন সেখানের সব কুত্তা বেড়াল রা ভয়ে কাঁপতে কাঁপতে পেসাব করার অবস্থা হয়ে যায়। মনে কর যখন তারেক বিন জিয়াদ স্পেনে যান তখন সেখানের কুত্তা বেড়াল রডরিক ভয়ে আধমরা হয়ে যায়। মনে কর যখন শহীদ ইমাম হাসানুল বান্না(রহঃ) মিসরে হুংকার দেন তখন জামাল নাসের তার রাজপ্রাসাদ সহ কাঁপতে থাকে। মনে কর যখন """""""" শায়খ উসামা শহীদ (রহঃ)""""""" রণ হুংকার ছেড়েছেন তৎকালীন কুত্তা জর্জ ডাবলু বুস ৩২০০০ফুট উপরে যেয়ে ঠক ঠক করে কেঁপেছে। আজকের দিনে যারা কোরআনের অয়াজ করেন তাদের কথায় এলাকার নাস্তিক চা দোকানদার ও ভয় পায় না অথচ মাত্র কয়েকদিন আগে যখন বাংলাদেশের রত্ন-মানিক """""""""""""সাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমুদ্দিন রহমানী (হাফিজাহুল্লাহ)""""""""""""""""""" মাহফিলে কথা বলেন শুধু এদেশের গোপালগঞ্জ আর বগুড়া নয় বেইজিং, আরকান থেকে শুরু করে দিল্লী, মস্কো, ওয়াশিংটন, পেন্টাগন, হিউজটন হয়ে নিউ ওয়ার্ক পর্যন্ত থর থর করে কেঁপেছে। সুতরাং সিংহের সামনে কুত্তাগিরি করবে না। তাহলে তোমাদের ধূলিকণা ও এই জমিনে খুজে পাবেনা তোমাদের আব্বারা..................।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.