নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনহাজুল আবেদিন

ان الدين عندالله السلام

মিনহাজুল আবেদিন › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক নয় কোরআন ওয়ালাদের স্বাগতম

২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০৮

কিছু জিনিস মাঝে মাঝে খুব কষ্ট দেয়। কাল খুলনা শহরে যখন গেলাম তখন দেখলাম খুলনা যেন বধূ সাজে সেজেছে। সারা খুলনায় মাসরাফি, সাকিব, হাবিবুল বাসার, আকিব জাবেদ, ইঞ্জামামের ছবিতে ভরপুর। কি এক পরিবেশ। মনে হচ্ছে যেন পুরো দুনিয়া কে স্বাগত জানাতে প্রস্তুত খুলনা। অথচ মাত্র গত মাসে খুলনায় এসেছিলেন এমন একজন মানুষ যিনি প্রথম বাংলাদেশ সহ উপমহাদেশে প্রথম """সাবায়া কেরাতিন""" এর উপরে মিসরের জামেয়া আজহার থেকে স্রবচ্চ ডিগ্রি পেয়েছেন। তিনি আর কেউ নন আমাদের শ্রদ্ধেয় """শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী"""। আমরা খুলনা হিফজুল কুরআনের পক্ষ হতে উনাকে সম্মাননা দেবার জন্য খুলনায় এনেছিলাম। তিনি যখন খুলনার মাটিতে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন তখন আমি মঞ্চে বসে শুনতেছিলাম আমার মনে হচ্ছিল যে আল কোরআন যেন এখনি নাজিল হচ্ছে আর আজহারী ভাই সেইটা তালাওয়াত করতেছেন। সেদিন আমরা খুলনা বাসী আজহারী ভাই কে সে ভাবে স্বাগত জানাতে পারিনি আজ যেমন করে কতগুলো নাস্তিক আর বে-নামাজি কে স্বাগত জানাচ্ছি। আমাদের দুর্ভাগ্য। আমরা যেদিন কোরআন ওয়ালা দের কে নাস্তিক ওয়ালা দের থেকে বেশি মূল্য দিতে শিখব সেদিন ই আসবে এই জমিনে সুখ শান্তি ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:১৯

এ আর ১৫ বলেছেন: What stupid writing! !!!

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৪

হোৎকা বলেছেন: গরম ভাতে বিলাই বেজার

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৬

হোৎকা বলেছেন: উচিত কতায় বৌ বেজার

৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১১

কলাবাগান১ বলেছেন: সব কিছুতেই ধর্মকে টেনে আনা হল তালেবানি চিন্তাধারনার harbinger

৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৪

রেজা সিদ্দিক বলেছেন: নির্বোধ মানুষরাই ধর্ম- খেলা- এগুলোর সাথে তুলনা করে। আসলে কোনো েকিছুরর সাথেই কোনো কিছু তুলনা করা যায় না- এটা আপনি বুঝতে পারছেন না।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪১

বটের ফল বলেছেন: ভাই, আপনি কি সত্তিই আস্তিক? একজন প্রকৃত বিশ্বাসি কখনোই অন্য কাউকে ঢালাও ভাবে নাস্তিক অথবা বেনামাজী আখ্যা দিতে পারেননা। আপনি নিজে কতটা ধার্মিক, তা আপনার লেখাতেই স্পষ্ট হয়ে ওঠে।

শুধু কুরআন শুনলেই হয়না ভাই, কি বলছে তা উপলব্ধি করতে হয় । কুরআন আস্তিক নাস্তিক শেখায়না, শেখায় অন্যকে সম্মান জানাতে। বোঝাই যাচ্ছে আপনি সবাইকে সম্মান জানাতে শেখেননি। তার মানে আপনি কুরআন শুধুই পড়েন, বোঝেননা। ততটুকুই বোঝেন, যতটুকু আপনার উর্বর মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

কুরআন কে বুঝুন দয়া করে। দয়া করে ধর্মের মত পবিত্র কিছুর মদ্ধ্যে বিতর্ক টেনে আনবেননা। এটাকে আর কলুষিত করেননা দয়া করে।

ভালো থাকুন।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৭

এস বাসার বলেছেন: কস কি মমিন!

৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪

তানভীরএফওয়ান বলেছেন: বাংলাদেশ আর পাকি খেলোয়ার রা নাস্তিক !!!!

৯| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১

মিনহাজুল আবেদিন বলেছেন: অনেকে ই অনেক কথা বললেন পড়লাম আপনাদের কথা। আসলে সত্য কথা বলতে কি জানেন? উপরে একজন দেখলাম লিখেছেন গরম ভাতে বিলাই বেজার। আসলেই সত্য বলেছেন যখনি ইসলামের মূল্যবোধের কথা আসে তখনি আপনার মত পাবলিক ঘেউ ঘেউ করে উঠেন। ইসলামের নাম সুনলেই আপানদের শরীরে এলারজি জন্ম হয়। আপনারা মনে করেন ইসলাম হল মসজিদে নামাজ পড়া আর রোজার মাসে এফতার মাহফিলে যেয়ে খাওয়া। আরে মিয়া আপনি কি জানেন ইসলাম হল কমপ্লিট কোড অফ লাইফ। আর এক ভদ্র লোক বললেন যে আমি কোরআন বুঝি কি না। না আমি কোরআন না বুঝেই তাফসির করি আর কোরআন বোঝে হল শাহরিয়ার কবির, হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল আর পেরাক অবামা......... যত্তসব আজগুবি। আপনারা সর্বদাই ইসলামের বাস দেবার জন্য রেডি থাকেন। মনে রাখবেন আপানদের মত পাবলিক যত ইসলামের বিরুদ্ধে কথা বলবে ততই ইসলামের বিজয় ঘনিয়ে আসবে। আরেকজন বললেন তালেবানের কথা আরে মিয়া আপনি কি জানেন তালেবান কি জন্য আজ তালেবান হয়েছে? তারা নিজেদের পড়ালেখা বাদ দিয়ে অস্ত্র হাতে নিয়ে মদানে নামতে বাধ্য হয়েছে? আপনি মনে রাখবেন আপানদের মত লোকদের জন্য ই আজ ইসলাম বিপদে। আপনারা মুসলিম নামের কলঙ্ক। মুনাফেক আর কাফেরদের গাদ্দার। মনে রাখবেন একজন মুসলমানের গায়ে ও যদি হাত তোলা হয় তবে প্রকৃত মুসলিম কোনদিন বসে থাকতে পারে না।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৮

এ আর ১৫ বলেছেন: আমার মনে হচ্ছিল যে আল কোরআন যেন এখনি নাজিল হচ্ছে আর আজহারী ভাই সেইটা তালাওয়াত করতেছেন --- কতখানি কান্ডজ্ঙানের অভাব হোলে এই ধরনের কথা বলতে পারে ?? তার মানে তিনি ঐ কোরান তেলয়াত কারিকে নবি মনে করেছেন কারন তার কাছে এই মাত্র হযরত জিব্রাইল (আ) ওহি দিয়ে গেছেন এবং তিনি পাঠ করছেন ( নাউযুবিল্লাহ) ।আপনি কি ঠিক আছেন ?? কোরন তেলয়াত কারি থেকে কেন খেলয়ার বেশি পপুলার এমন উদ্বট ভাবনা কি করে আসে। জাকির নায়েক বেশি পপুলার না মেরাডোনা বেশি পপুলার - এই ধরনের তুলনা কোন সুস্থ মানুষিকতার লক্ষণ নয় !!! এখানে তো কেউ ইসলাম বিরুধী কথা বলে নি তাহোলে গায়ে পরে ইসলাম বিরুধী আবিষ্কার সেই সাথে খেলোয়ারদের নাস্তিক বে নামাজি বলা -- এই সব কি কোরানে লিখা আছে। এই সমস্ত লোক ধংস না হোলে ইসলাম রক্ষা পাবে না।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১

বটের ফল বলেছেন: আপনার কথায় জানতে পারলাম যে আপনি তাফসীর করেন। তা ভাই আমাকে একটু দেখিয়ে দিন তো যে কুরআনের কোথায় আছে কখন কোন অবস্থায় কেন একজনকে কাফের, মুনাফেক, গাদ্দার বলা যায় !!!!!! কোন সূরার কত নাম্বার আয়াতে আপনাকে এই অধিকার দেওয়া হয়েছে কাউকে সম্পূর্ণ না জেনে কাফের , মুনাফেক আখ্যা দেওয়ার জন্য।

তাফসীর কারন ভাই সম্ভবত মনে করেন যে কুরআন উনাদের নিজেদের সম্পত্তি, উনারা ছাড়া আর কেউ তা বুঝতে পারেননা। উনি বললেন, আমরাও জানি কুরআন কমপ্লিট কোড অফ লাইফ। কিন্তু উনার কথায় বুঝলামনা উনি নিজেই এই কোড উনার লাইফে ফলো করেন কিনা !!!!!!! যতদুর বোঝা গেল, তা হলো উনি নিজে তা ফলো করেননা। যদি করতেন, তাইলে তার মুখের ভাষা আর ব্যবহার অন্য রকম হত।

উনি বললেন যে উনি কুরআন শুনছিলেন যেন মনে হচ্ছিল এই মাত্র তা নাজিল হচ্ছে !!!!!! মাথায় কতটুকু প্রকৃত জ্ঞানের সীমাবদ্ধতা থাকলে এই টাইপের কথা উনি বলতে পারেন !!!!!!!! উনার এই কথা যদি নবী এবং রাসুলের অবমাননা হয়, তাইলে আর কিসেই বা তা হতে পারে, বোধগম্য হচ্ছেনা !!!!! শুধু এইটুকু বুঝতে পারছি যে উনাদের মত এইসব অল্প বিদ্যা সম্পন্ন মানুষদের কারনেই আজ আমাদের ধর্মের এত অবমাননা, এত কটু কথা শুনতে হচ্ছে।

আগে ইসলামকে ভালো মত জানুন। ভালো মত কুরআন পড়ুন। নিজে বুঝুন। তারপর তাফসীর করুন। আর ভালো থাকুন।

আর কাউকে আস্তিক , নাস্তিক আখ্যা দেওয়ার অধিকার তো আপনার আপনাদের নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। সেইদিক থেকে আপনি যা খুশি বলতে পারেন। আপনার কথায় আমার কিছু আসে যায়না। আমি কি তা আমার সৃষ্টিকর্তাই ভালো জানেন।


ভালো থাকবেন আপনি। এই প্রার্থনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.