নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনহাজুল আবেদিন

ان الدين عندالله السلام

মিনহাজুল আবেদিন › বিস্তারিত পোস্টঃ

নামাজে প্রশান্তি

০১ লা মে, ২০১৫ রাত ১০:২১

গতকাল পরীক্ষা দিয়ে বের হয়ে ভার্সিটির মসজিদে আসরের নামাজ পড়লাম। নামাজ শেষে আমার এক বন্ধু বলতেছে মাঝে মাঝে নামাজ পড়ে খুব প্রশান্তি আসে খুব ভাল লাগে। আজ লাগতেছে। আমি তখন নামাজের পরের নিয়মিত তাসবিহ পড়তেছিলাম তাই তাঁর কথার উত্তর দিতে পারি নি। আসলে সত্য বলতে কি প্রকৃত ভাবে ""খুশু খুজু"" সহ যদি সঠিক ভাবে নামাজ পড়া হয় তাহলে সব সময় ই প্রশান্তি আসে। আমি সব সময় ই নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করি। আসলে নামাজ হল মাবুদের কদম মোবারকে মস্তক নত করে সম্ভব হলে চোখের পানি ছেড়ে নিজের অন্যায় থেকে ক্ষমা চাওয়া। নিজের ভুলের জন্য প্রতিপালকের কদম মোবারকে মাথা নামিয়ে এই স্বীকৃতি দেওয়া যে আপনি ই সর্বময় ক্ষমতার অধিকারী। আপনি আমাকে ক্ষমা করুন। আমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিন। আল্লাহ্‌ আমাদের সবাই কে নামাজের মাধ্যমে প্রশান্তি দান করে জীবনের গুনাহ গুলো ক্ষমা করে সিরাতাল মুস্তাকিমের উপর চলার তাওফিক দান করুন। আমীন। আমীন। সুম্মা আমীন।

[বিঃ দ্রঃ - কেউ আবার মনে করবেন না যে আমি আপনাদের জোর করে সিজদায় যেয়ে কাদতে বলেছি। আপনার ঈমান ই ধীরে ধীরে আপানার চোখের পানি বের করে দেবে। ইচ্ছা করে নামাজের মাঝে কাদবেন না। ইহা মাকরূহ ]

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ রাত ১০:২৮

অদ্ভুত_আমি বলেছেন: আল্লাহ্‌ আমাদের সবাই কে নামাজের মাধ্যমে প্রশান্তি দান করে জীবনের গুনাহ গুলো ক্ষমা করে সিরাতাল মুস্তাকিমের উপর চলার তাওফিক দান করুন। আমীন। আমীন। সুম্মা আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.