নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

ভবের এই খেলা ঘরে ...............২০

২৩ শে জুন, ২০১৪ রাত ৮:২৬

২৩/০৬/২০১৪



পত্রিকা জানাচ্ছে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের তিন হাজার কোটি টাকা জমা আছে । এই ব্যাংকগুলোয় আমাদের অর্থ রাখার পরিমাণ গত এক বছরে ৬২ শতাংশ বেড়েছে। বড়ই সুখের খবর! খবরটা পড়ার পর মনে অনেক সুখ পাইলাম এই ভেবে যে আমরা ভালই এগিয়েছি। তবে একটাই আফসোস আমি নিজে উন্নয়নের এই খাতে কোনোই অবদান রাখতে পারিনি। আর একটা পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। আর তা হল গত এক বছরে এর পরিমানে প্রবৃদ্ধি হয়েছে ৬২ শতাংশ। বড়ই সুখের খবর। উই আর অন দ্যা রাইট ট্র্যাক। এখন কেবল এগিয়ে যাবার পালা। নিন্দুকেরা অবশ্য নানা কথা বলে। তারা এটা সহ্য করতে পারে না। নিজেরা পারে নাতো তাই এতো নিন্দা করে! পারলে রাজনীতি করে দেখুক কতটুকু কামাইতে পারে।



ফকির মজনু শাহ্ এর নাম শুনেছিলাম সেই বাল্যকালেই কোনো বইয়ের পাতায়। তিনি ফকির বিদ্রোহের নেতা ছিলেন। তারা মুষ্ঠি চাল ভিক্ষা করে সেই বিদ্রোহের খরচ চালাতেন। এখনকার একজন ফকিরের নাম শুনলাম। তবে কী কারণে তিনি ফকির তা জানি না। তবে ফকীর হলেও কীর্তিতে পিছিয়ে নেই তিনিও। কারণ সুইস ব্যাংকে টাকা রাখতে হলে কামাইতো করতে হবে। দেশের ইজ্জতের ব্যাপার! তাছাড়া তিনি তো এমনি এমনি কারো কাছ থেকে টাকা নেন না। কাউকে চাকরী দেওয়ার মত বড় একটা উপকার করে তার কাছ থেকে খুশি হয়ে কিছু টাকা উপহার নেয়া কোনোই দোষের না।





কিন্তু এক বেরসিক সেটা বুঝে না। নানা জায়গায় ফকির সাহেবের সমালোচনা করে গণতন্ত্রের চরম ক্ষতি করে বেরাচ্ছে। তাই ফকির সাহেবের লোকেরা তাকে ধরে প্রকাশ্যে শার্ট-প্যান্ট খুলে দিগম্বর করে ফেলে। বেচারা একটা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। তুই শিক্ষক মানুষ তোর কী দরকার ছিল তোর প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের অনিয়ম নিয়ে কথা বলার! এটা যাদের দেখার তারা দেখবে। দেশে রাজা-ওজির আছে আর আছে সভাসদ এবং তাদের আত্মীয়-স্বজন। তারা এগুলো দেখবে। যাদের খাবার কথা তারা খাবে। খাইয়া দাইয়া যা থাকে সুইস ব্যাংকে জমা করে দেশের নুনাম বৃদ্ধি করবে। না এসব শিক্ষকদের জন্য দেশে আর গণতন্ত্র রক্ষা করা যাবে না।



পাদটীকাঃ



সমাজটাকে সুস্থ চিন্তায় ভরে দিতে আমরা কী কিছুই করতে পারি না? সবাইকে ভাবতে হবে আর যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে। আসুন নিজেরা শুদ্ধ হই আর শুদ্ধ চিন্তার বিস্তারে কাজ করি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ রাত ৮:২৭

নাসরিন সুলতানা বলেছেন: আপনি বললেই কেউ শুদ্ধ হতে পারবে না, এটা ছোটবেলা থেকে চর্চা করতে হয়। আমার নাম পরিবর্তনের সমস্যাটা গেল না। ঐ লিংকে গিয়ে কী করতে হবে ? আমি তো বক্সের মধ্যে লিখেছি। ওখানে লেখা আছে, বিস্তারিত জানান বাংলা/ইংলিশ

২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

হামিদ আহসান বলেছেন: ঐ লিঙ্কে গিয়ে আপনার সমস্যা লিখে

------সাবমিট করুন। ক্যপচা অক্ষরগুলো লিখতে হবে সাবমিটের পূর্বে। খালি লিখে ছেড়ে দিলে হবে না। সাবমিট এ ক্লিক করে আসতে হবে।

আমার নাম তো পরির্বতন করে দিল ৮/১০ ঘন্টার মধ্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.