নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

দি ওল্ড ম্যান এন্ড দি সী - আর্নেস্ট হেমিংওয়ে - ১

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩১

অনুবাদঃ হামিদ আহসান



একটি ছোট জেলে নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরে বুড়ো সান্তিয়াগো। এটাই তার পেশা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত চুরাশি দিন একটানা চেষ্টা করেও বুড়ো কোনো মাছ পায় নি। এর মধ্যে প্রথম চল্লিশ দিন পর্যন্ত তার সহকারী বালকটি তার সাথেই ছিল। এর পর বালকটির বাবা-মা বল, 'বুড়ো আস্ত একটা অভিশপ্ত! 'কুফা' একটা!'এর সাথে গিয়ে কাজ নেই।' তারা বালকটিকে অন্য একটি নৌকায় দিয়ে দি। যে নৌকাটি প্রথম সপ্তাহেই তিন তিনটি ভালো মাছ ধরে ফেলে।



তবে প্রতিদিন বুড়োকে এভাবে খালি নৌকা নিয়ে ফিরতে দেখে সেই বালকটির মন খারাপ হয়। বুড়ো নৌকা নিয়ে এলেই বালকটি নানা কাজে বুড়ো সান্তিয়াগোকে সাহায্য করে। দড়ির কুন্ডলিটা কিংবা মাস্তুলে গোটানো পালটা নৌকা থেকে নামিয়ে দেয়। পালটি আবার নানা জায়গায় ময়দার বস্তা দিয়ে তালি মারা। উড়ালে মনে হয় যেন 'চির পরাজয়ের ঝান্ডা।'



রোগা পাতলা শরীর বুড়োর। গলার পিছন দিকটায় গভীর কয়েকটি বলি রেখা। উত্তর সাগরের প্রখর সূর্য তাপের কারণে সৃষ্ট স্কীন ক্যান্সারের বাদামি ক্ষত তার মুখের দুই দিক দিয়ে নিচে নেমে গেছে। হাত দু'টি তার গভীর ক্ষত চিহ্নে ভরে আছে। বড় বড় মাছের রশি টানতে টানেত তার এই অবস্থা হয়েছে। তবে নতুন ক্ষত নেই একটিও। তার মাছবিহীন দিনগুলো যত পুরনো হচ্ছে ক্ষতগুলোও ততই পুরনো হচ্ছে।



বুড়ো সান্তিয়াগোর দেহ ঘড়ির সব যন্ত্রই পূরণো হয়ে গেছে শুধু চোখ দু'টি ছাড়া। চোখ দু'টি তার এখনও সাগরের জলের মত স্বচ্ছ, প্রাণবন্ত আর তাতে রয়েছে হার না মান জ্যোতি।



আজ নৌকা ঘাট থেকে ঢাল বেয়ে উঠতে উঠতে বালকটি বলে, 'সান্তিয়াগো, আমি আবার তোমার সাথে যেতে পারবো। আমরা চলার মত কিছু টাকাপয়সা সঞ্চয় করতে পেরেছি।'



আসলে বুড়ো সান্তিয়াগো এই বালকটিকে দীর্ঘ দিন ধরে মাছ ধরা শিখিয়েছে। তাই বুড়োর জন্য বালকটির ভীষণ মায়া জন্মেছে। কিন্তু বুড়ো তাতে সায় দিল না।সে বলল, 'না, তুই এখন একটা ভাগ্যবান নৌকায় আছিস। ভাল হবে তুই সেখানেই থাক।'



চলবে.............

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৫

ডি মুন বলেছেন: চলুক...

শুভকামনা রইলো

২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৭

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ ডি মুন....................

২| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:১৬

আশরাফ আদর বলেছেন: নেক্সট

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:০১

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ আদর.............................

৩| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চলুক সাথে আছি।

উপন্যাসটা এখনো পড়া হয় নি ।

২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:০১

হামিদ আহসান বলেছেন: এবার তবে পড়া হোক। ধন্যবাদ......................

৪| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনুবাদকের নাম কি ?

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৫

হামিদ আহসান বলেছেন: হামিদ .......................

৫| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমার বেশ পছন্দের একটা গল্প ,,,,

অনুবাদ পোস্টের জন্য ধন্যবাদ

৬| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

আজমান আন্দালিব বলেছেন: ভালো লেগেছে। পুরোটা একসাথে দিলে ভালো হত। পরে হয়তো চোখে পড়বে না।

৭| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৩২

বোকামানুষ বলেছেন: দারুন একটা বই কিন্তু সেবা প্রকাশনী থেকে এর অনুবাদ বের হয়েছে অনেক আগেই

৮| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:১৭

এহসান সাবির বলেছেন: চলুক......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.