নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

ঈদ মানে বিমলানন্দ বৈ নয়

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদের আসল খুশিটা কোথায় জানেন? ঐযে পাশের বাড়ির লোকটা ছেলেমেয়েকে নতুন কাপড় দিতে পারে নি আমি পেরেছি। আমার প্রতিবেশির বাসায় খাবার নেই আমি খাবার ফেলে দিচ্ছি তাকে দেখিয়ে দেখিয়ে। এতেই ঈদের বিমলানন্দ পাওয়া যায়। সবাই যদি সমান শপিং করল তো আমার আনন্দটা কোথায়। মূলত গরিব প্রতিবেশী আর আত্মীয়-স্বজনকে দেখিয়ে দেখিয়ে শপিং করে বিমলানন্দ লাভ করার মধ্যেই ঈদের খুশি নিহিত।



আমার ঘরে মোরগ পোলাও আর প্রতিবেশীর ঘরেও মোরগ পোলাও তাহলে আমার মজাটা কোথায়? বুঝতে হবে ব্যাপারটা! অনেক ভাই বেরাদর-আত্মীয়-স্বজন আর পাড়া পড়শি আছে যাদের ঘরে ঈদের দিন ভাল খাবার নেই, তাদের ছেলেমেয়দের জন্য ভাল কাপড়ের ব্যবস্থা হয়নি তাদের সামনে দিয়ে যখন আমার বাচ্চারা ভাল ভাল খাবার খেয়ে ঢেকুর তুলতে তুলতে দামি কাপড়-চোপড় পড়ে হেঁটে যায় তখন আমার কীযে আনন্দ লাগে! বুঝতে পারি এটাই ঈদের আসল আনন্দ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৭

আরজু মুন জারিন বলেছেন: ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদের আসল খুশিটা কোথায় জানেন? ঐযে পাশের বাড়ির লোকটা ছেলেমেয়েকে নতুন কাপড় দিতে পারে নি আমি পেরেছি। আমার প্রতিবেশির বাসায় খাবার নেই আমি খাবার ফেলে দিচ্ছি তাকে দেখিয়ে দেখিয়ে। এতেই ঈদের বিমলানন্দ পাওয়া যায়। সবাই যদি সমান শপিং করল তো আমার আনন্দটা কোথায়। মূলত গরিব প্রতিবেশী আর আত্মীয়-স্বজনকে দেখিয়ে দেখিয়ে শপিং করে বিমলানন্দ লাভ করার মধ্যেই ঈদের খুশি নিহিত।

হামিদ ভাই আমার ঈদ গিফট কোথায় ? শুধু ভাবীর জন্য বুঝি কিনবেন ?

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৬

হামিদ আহসান বলেছেন: ঈদে দাওয়াত রইল । কানাডার ঈদ নিয়ে ছবিসহ একটা পোস্ট দিবেন।

শুভেচ্ছা জানবেন .........................

২| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮

আরজু মুন জারিন বলেছেন: মূলত গরিব প্রতিবেশী আমাকে দেখিয়ে দেখিয়ে শপিং করে বিমলানন্দ লাভ করার মধ্যেই ঈদের খুশি নিহিত?

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৮

হামিদ আহসান বলেছেন: হা হা হা, ...............

শুভেচ্ছা রইল । ভাল থাকবেন আপু।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২

হামিদ আহসান বলেছেন: ধনী-গরীব সবার জন্যই ঈদের চাঁদ একটাই। এইটা কিছু হইল! ধনীদের জন্য আলাদা একটা চাঁদের দরকার ছিল না? ধনীদের জন্য কেন যে আলদা একটা চাঁদ উঠে না! তাইলে ধনীদের মজাটা বেশি হইত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.