নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

দি ওল্ড ম্যান এন্ড দি সী - আর্নেস্ট হেমিংওয়ে - ১৫

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

বাংলা রূপান্তর © হামিদ



মাছটি ছিল প্রায় দশ পাউন্ড ওজনের একটি এ্যালবাকর । বুড়ো মাছটি পেয়ে খুশিতে প্রায় নাচতে লাগল। চিৎকার করে বলতে লাগল - ' দারুণ একটি এ্যালবাকর ! চমৎকার টোপ হবে এটি দিয়ে ! '



আজকাল কী হয়েছে বুড়োর যে, একা থাকলে নিজে নিজেই চিৎকার করে কথা বলে। তবে কবে থেকে এ অভ্যাসটি হয়েছে তা মনে নেই তার । আগে এভাবে একা থাকলে মাঝে মাঝে গান গেয়ে উঠতো। রাতের বেলা মাছ কিংবা কাছিম শিকারে সময় একা একা বৈঠা ধরে গান গেয়ে উঠত মাঝে মাঝে সেকথা এখনও মনে আছে। তবে ম্যানোলিন তার নৌকা ছেড়ে যাবার পর থেকেই তার এমন একা একা চিৎকার করার অভ্যাস হয়েছে এটা সে মানে ।



ছেলেটি যতদিন সাথে ছিল ততোদিন তারা সমুদ্রে নিজেদের মধ্যে প্রয়োজন ছাড়া তেমন কথা বলত না । কেবল জরুরী দরকার হলেই কথা বলত । খারাপ আবহাওয়া কিংবা ঝরের সময় কিংবা সমুদ্রে রাত নেমে এলে তারা নিজেদের মধ্যে কথা বলত। কারণ সমুদ্রে অপ্রয়োজনীয় কথা না বলাটাকে একটা পুণ্যময় গুণ মনে করা হতো আর বুড়ো এটা সব সময় মেন চলতো । কিন্তু আজ কাল সে বড়ই একা । তার কথায় বিরক্ত হওয়ার মতোও কেউ নেই । এজন্যই কিনা কে জানে বুড়ো নিজের মনের একান্ত ভাবনাগুলো উচ্চ কন্ঠে প্রকাশ করে ।



'কেউ যদি শুনে যে আমি নিজে নিজে এমন চিৎকার করে কথা বলছি তবে নির্ঘাৎ আমাকে বদ্ধ পাগল ভাববে । কিন্তু আমি খুব ভাল করেই জানি যে আমি পাগল নই । কারো কথায় আমার কিছু এসে যায় না। আরে ধনীদের নৌকায় তো রেডিও থাকে । তারা তো আরাম করে বেসবলের খবর শুনতে পারে। আমি একা একা কার সাথে কথা বলবো ? তাইতো এভাবে চিল্লাই' - উচ্চ স্বরে কথাগলো বলল বুড়ো।



'এখন বেসবলের চিন্তার সময় নেই । আমাকে মাছ নিয়ে ভাবতে হবে যার জন্য আমার জন্ম হয়েছ । ঐ ঝাঁকের মধ্যেনিশ্চয়ই বড় বড় মাছ আছে । আমি তো শুধু একটা দলছুট এ্যালবাকর পেয়েছি । ঝাঁকটি খুব দ্রুত দূরে সরে যাচ্ছে । সব কিছু কেমন দ্রুত উত্তর-পূর্ব দিকে ছুটে যাচ্ছে । এটা কি দিনের এসময়ের স্বাভাবিক ঘটনা নাকি আবহাওয়ার কোনো বিষয় যা আমি জানি না' - আপন মনে ভাবতে লাগলো বুড়ো ।



এরই মধ্যে এতোটা গভীরে এসে পরেছে বুড়ো যে এখন আর উপকূলের সবুজ রেখা দেখা যাচ্ছে না। শুধু নীল পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে । চূড়াগুলোধবধবে শাদা । মনে হয় শুভ্র তুষারের টুপি পরে দাঁড়িয়ে আছে পাহারগুলো। পাহাড়ের পিছনে মেঘগুলো মনে হচ্ছে তুষারের উঁচু পাহাড়। এদকে সমুদ্রের জলের গভীরে ঘন অন্ধকার । সূর্যের আলোতো অদ্ভূত এক রঙ তৈরী হয়েছে । খাড়া সূর্যের আলোতো অসংখ্য সামুদ্রিক শৈবাল দেখা যাচ্ছে । দৃষ্টি তার নীল সমুদ্রের এক মাইল গভীরে নেমে যাওয়া বড়শির রশির দিকে ।



চলবে ...........

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৯

ডি মুন বলেছেন: 'কেউ যদি শুনে যে আমি নিজে নিজে এমন চিৎকার করে কথা বলছি তবে নির্ঘাৎ আমাকে বদ্ধ পাগল ভাববে । কিন্তু আমি খুব ভাল করেই জানি যে আমি পাগল নই । কারো কথায় আমার কিছু এসে যায় না। আরে ধনীদের নৌকায় তো রেডিও থাকে । তারা তো আরাম করে বেসবলের খবর শুনতে পারে। আমি একা একা কার সাথে কথা বলবো ? তাইতো এভাবে চিল্লাই' - উচ্চ স্বরে কথাগলো বলল বুড়ো।


অনুবাদ ভালো হচ্ছে। এগিয়ে চলুক লেখা ।

শুভেচ্ছা সবসময়।

০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩

হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভাল থাকা হয় যেন নিরন্তর ..............

২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

আরজু মুন জারিন বলেছেন: চমত্কার হামিদ ভাই আপনার এই লিখা টি। প্রতিবার ই সিলেকশনে এ যাচ্ছে দেখছি। অনেক মুগ্ধতা এই সুখ পাঠ্যে।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ আপু.......................

৩| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৭

আরজু মুন জারিন বলেছেন: মাছটি ছিল প্রায় দশ পাউন্ড ওজনের একটি এ্যালবাকর । বুড়ো মাছটি পেয়ে খুশিতে প্রায় নাচতে লাগল। চিৎকার করে বলতে লাগল - ' দারুণ একটি এ্যালবাকর ! চমৎকার টোপ হবে এটি দিয়ে ! ' X(( X(( X((

আরেকটি সামুদ্রিক মাছ আছে এলবাট্রস। ..এলবাকর মাছের নাম অবশ্য এখন ও শুনিনি। অনেক সুন্দর বর্ণনা। প্রতিবার ভাবি আরেকবার পড়ব। আসলে সময় বের করতে পারিনা।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

হামিদ আহসান বলেছেন: উইকিপিডিয়াতে লিখেছে .

The albacore is a species of tuna in the family Scombridae. This species is also called albacore fish, albacore tuna, albicore, albie, pigfish, tombo ahi, binnaga, Pacific albacore, German bonito (but see bonito), longfin, longfin tuna, longfin tunny, or even just tuna. It is the only tuna species which may be marketed as "white meat tuna" in the United States. It is found in the open waters of all tropical and temperateoceans, and the Mediterranean Sea.
Albacore is a prized food, and the albacore fishery is economically significant. Methods of fishing include pole and line, long-line fishing, trolling, and some purse seining. It is also sought after by sport fishers.

৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮

আরজু মুন জারিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চমত্কার অনুবাদ টির জন্য। শুভেচ্ছা জানবেন।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৮

হামিদ আহসান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। ভাল থাকা হয় যেন ................

৫| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

লেখোয়াড় বলেছেন:
ভাল লাগছে।

চলবে.......... চলুক।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

হামিদ আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ........................

৬| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: @আরজু মুন জাকির, যতটুকু জানি এলবাট্রস একটি পাখির নাম। (ALBATROSS)

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৫

হামিদ আহসান বলেছেন: হুমম, এলবাট্রস এক প্রকার পাখি। সমুদ্রচারীগণ একে সৌভাগ্যের প্রতীক মনে করে।

ধন্যবাদ তামিম ভাই....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.