|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বাংলা রূপান্তর © হামিদ
'যতক্ষণ মাছটা এভাবে চলতে থাকবে ততক্ষণ আমার কিছুই করার নেই। মাছটিরও কিছু করার নেই আমাকে নিয়ে' - ভাবছে বুড়ো। কাঁধ থেকে সোজা পানিতে নেমে যাওয়া দড়িটাকে তার কাছে মনে হচ্ছিল সমুদ্রের বুকে জ্বলজ্বলে একটি আলোক রেখা। 
নৌকার পাশে দাঁড়িয়ে পেশাব করে নিল বুড়ো। তারপর আকাশের তারা দেখে বুঝতে চেষ্টা করল কোন দিকে যাচ্ছে নৌকাটা। এখন ওরা বেশ মন্থর গতিতে এগোচ্ছে। হাভানা বন্দরের আলোক রেখা এখন অনেকটা ম্রিয়মাণ। বুড়ো বুঝতে পারছে স্রোত ওদেরকে পূর্ব দিকে নিয়ে যাচ্ছে। 
'হাভানা বন্দরের আলোক রশ্মিটুকু যখন আর দেখা যাবে না তখন মনে করতে হবে আমরা আরও অনেক পূবে সরে এসেছি। আর মাছটা যদি এই গতিতেই এগোতে থাকে তাহলে আরও কয়েক ঘন্টা হাভানার লালচে আলো দেখা যেতে পারে' - ভাবছে বুড়ো। 
এর মধ্যে বুড়োর মাথায় আবার বেসবল ঢুকল। 'আজ বেসবলের গ্রান্ড লিগে কে জিতল কেজানে! সঙ্গে একটা রেডিও থাকলে বেশ হতো। মাছ ধরাটা তখন অনেক জমজমাট হতো' - এসব ভাবতে ভাবতে বুড়ো আবার মাছের চিন্তায় ফিরে এলো।
'এখন একটাই চিন্তা কর। যে কাজ করছ সে কাজের চিন্তা কর। বোকার মত কিছু করা চলবে না। ছোঁড়াটা এখন থাকলে ভাল হতো। আমাকে সাহায্যও করত আবার সমুদ্রের এসব দৃশ্যও দেখতে পেত' - উচ্চ স্বরেই কথাগুলো বলল বুড়ো। 
'এই বুড়ো বয়সে কেউ এমন একা থাকে নাকি? কিন্তু এছাড়া তো তোমার উপায়ও নেই। আর নষ্ট হবার আগেই টুনা মাছটাকে সাবাড় করতে হবে। যে করেই হোক শরীরের শক্তি তো ধরে রাখতে হবে। সেজন্য ভোরে তোমাকে কিছু না কিছু খেতেই হবে' - বুড়ো যেন নিজেকেই নিজে শাসন করছে। 
এই রাতে দু'টো শুশুক নৌকার কাছটায় চলে এলো। ওদের হুটোপুটি আর নাকে মুখে পানি ছিটানোর শব্দ শুনতে পাচ্ছে বুড়ো। পানি ছিটানোর শব্দ শুনেই সে নারী আর পুরুষ শুশুকের পার্থক্য বুঝতে পারে। নারী শুশুকের শব্দ চাপা নিঃশ্বাসের শব্দের মতো লাগে। 
'এরা আছে মৌজে। জীবনকে আনন্দ আহ্লাদে ভরে রাখে। নিজেদের মধ্যে বেশ ভালবাসাবাসী আছে। উরুক্কু মাছগুলোর মতো এরাও আমাদের বন্ধু' - ভাবে বুড়ো।  
চলবে ..........
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৪
১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৪
হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ....................
২|  ১৫ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:১০
১৫ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:১০
সরদার হারুন বলেছেন: হেমিংওয়ের এ বইটা না পড়ছে এমন লোক খুব কমই আছে। কেন আপনার 
আবার পোস্ট দেয়া ?
  ১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৬
১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৬
হামিদ আহসান  বলেছেন: হুমম, তাইতো! এই পোস্ট দেয়া বিরাট ভুল হইতাছে । 
ধন্যবাদ আপনাকে ..................
৩|  ১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৩
১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৩
জাফরুল মবীন বলেছেন: হামিদ ভাই গল্পটা পড়া ছিল তাই অনুবাদটাও বুঝতে সহজ হলো।ভালই অনুবাদ করেছেন।ছোট্ট একটা আবদার ছিল-‘বুড়ো’ শব্দটা প্রতিবারেই ব্যবহার না করে এর অন্য প্রতিশব্দ বা ক্ষেত্রবিশেষে সর্বনাম ব্যবহার করা যায় কিনা ভেবে দেখবেন কী প্লিজ?
  ১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৭
১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৭
হামিদ আহসান বলেছেন: সুপরামর্শের জন্য অনেক ধন্যবাদ জাফর ভাই। ভাল থাকবেন ...........
৪|  ১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৩
১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৩
কারুিণক বলেছেন: খুব ভাল হয়েছে তাই ভাল লাগছে। চালিয়ে যান।
  ১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৮
১৫ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৮
হামিদ আহসান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ...................
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:০৭
১৫ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:০৭
হাসান বৈদ্য বলেছেন: অনুবাদ খুব ভাল হয়েছে তাই ভাল লাগছে। চালিয়ে যান।