![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।
এদেশে যারা রাজনীতি করে তারা নিজেদের কি মনে করে! এলাকার পাতি নেতা হতে শুরু করে শহরের তালিকাভুক্ত নেতা এবং তাদের কিছু কর্মীরা শহরটাকে যেন কিনে নিছে! যেখানেই যায় কেউ না কেউ নিজেকে সরকার দলীয় নেতা বলে জাহির করে! সাধারণ খেটে-খাওয়া কর্মজীবী মানুষগুলো আজ এদের হাতে জিম্মি, অতীষ্ট। আশেপাশের সাধারণ মানুষ গুলোকে থোড়াইকেয়ার করে তারা। দেশের পুলিশ প্রশাসনও আজ এদের কথায় উঠবস করে। কিছু পুচকে পোলাপাইন তোমার আশেপাশে রাখো, সিনিয়র কিছু লিডার এর সাথে তেল মেরে সম্পর্ক করো, এলাকায় আধিপত্য বিস্তার করো, তাহলেই তুমি নেতা! যা ইচ্ছে করতে পারো তুমি! রাজনীতির এক অন্য অর্থ তৈরি করছে আজ এসব নেতারা। যেখানে যাবে সেখানেই অন্যায় ক্ষমতার দাপট না দেখালেই যেনো নয়... ঐ যে সরকার দলীয় নেতা বলে কথা! দেশে যে সরকারই আসুক না কেন, প্রত্যেক সরকারেই এসব নেতা থাকে। ক্ষতিকারক জীবানুর মতো তারা এ সমাজ, দেশেকে কলুষিত করে যাচ্ছে । ঠেন্ডার, চাঁদাবাজি, লুটপাঠ, মারামারি-হানাহানি, এলাকায় প্রভাব বিস্তার, এসব এখন রাজনীতির সিম্বল হিসেবে কাজ করে! আসলেই... এসবই কি রাজনীতি?! তারা কি জানে রাজনীতি কাকে বলে? মনে তো হয় না। গতকাল সন্ধ্যায় একটা কাজে আমি যখন জি, ই, সি গেছিলাম, তো ফিরার জন্য যখন রিকশার জন্য অপেক্ষা করছি তখন এক বন্ধুর সাথে দেখা, সে আবার চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা, নাম প্রকাশ করছি না। আর এসব লেখাও তার দেখার সম্ভাবনা নেই, কারন এসব ব্লগ আবার এসব নগর ভিত্তিক নেতারা দেখে না, পড়ার তো প্রশ্নই আসেনা। তো অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি; - বন্ধু বললো, দোস্ত কি অবস্থা কেমন আছিস? ইত্যাদি ফর্মালিটি। - ভালো দোস্ত, মোটামুটি আছি আমি। তোর কি অবস্থা রাজনীতি কেমন চলতেছে? দেশের ব্যবসা বানিজ্যের অবস্থা তো তেমন ভালো না। - আর বলিস না, ধান্ধা পান্ধার অবস্থা তেমন ভালো না, টেন্ডার তেন্ডার এর অবস্থাও তেমন ভালো না, প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে। শালার রাজনীতি আমারে তেমন কিছুই দিলো না! ... চিন্তা করেন, ব্যাটা রাজনীতি করে কিসের জন্য! রাজনীতি তাকে কিছুই দিলো না! যাই হোক দোস্ত আমাকে আমার অনিচ্ছ্বাসত্তেও নিয়ে গেল এক ফাস্টফুডের দোকানে, নাস্তা করাবে বলে। নাস্তা করছি আর টুকটাক আলাপচারিতা সাড়ছি। মূল ব্যাপারটা হলো তখন যখন আমি আগ বাড়িয়ে নাস্তার বিল দিতে গেলাম। দোস্ত বললো বিল কেন দিতেছস! আমি ভাবলাম সে বিল দিতে চাইতেছে তাই আমাকে বারণ করতেছে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বিল না দিয়েই সে আমাকে নিয়ে দোকান থেকে বের হয়ে গেল! দোকানদারও দেখি কিছু বললো না! বললাম দোস্ত বিল দেয়া হলো না তো? সে বলে, তুই দেখি আমার মান-সন্মান এ আঘাত করবি! আরে ব্যাটা এরা আমার কাছ থেকে বিল নিবে কোনদিন, আরে ব্যাটা আমার একটা প্রেস্টিজ আছে না! আমি কি তুই জানোস না!! আমি আর কিছু বললাম না, কারন ওরা এখন সম্পূর্ণ বিবেকশূন্য। কোনো নীতি কথায় এদের কাজ হবে না। যাই হোক, বাসায় ফিরার জন্য রিকশা ঠিক করতেছি, সাথে দোস্তও আছে আমি রিকশায় উঠলে সে বিদায় নিবে। এক রিকশাওয়ালাকে জিগ্যেস করলাম ভাই অমুক জায়গায় যাবেন? রিকশা ড্রাইবার বললো যাব চল্লিশ টাকা লাগবে। আমি কিছু বলার আগেই দোস্ত রিকশা ড্রাইবারকে হঠাৎ ঠাশ করে এক থাপ্পর দিয়ে বসলো, বললো ঐ ব্যাটা এখান থেকে এখানে চল্লিশ টাকা ভাড়া?! আমি তো হতভম্ব... বললাম, দোস্ত সে ভাড়া বেশি চাইতেই পারে, আমি তো দরাদরি করিনি এখনো, তুই হঠাৎ বেচারাকে এত জোরে মারতে গেলি কেন? তুই ক্ষমা চা ওনার কাছে, বয়স্ক একটা মানুষকে এভাবে মারতে গেলি কেন? দোস্ত বললো, পাগলের মত কথা বলিস না তো, এসব রিকশাওয়ালা গুলোকে কখনোই পশ্রয় দিবি না, মাথায় উঠে বসে। হুঁহ.. আমি কারে কি বলি! আসলেই এরা কি কখনো মানুষ হবে না? কোনো কোনো বিবেকবোধই এদের ভিতর কাজ করেনা। দেশটাকে আজ তারা দূর্গন্ধময় ডাস্টবিনে রূপান্তরিত করছে। এদের বাঁধা দেয়ার মত ক্ষমতাও আজ নেই সাধারণ মানুষগুলোর। সাধারণ মানুষের ক্ষমতা নেই এদের বিরুদ্ধে টু শব্দটি করার। সরকার এদের, প্রশাসনও এদের কথায় উঠবস করে, দেশটাকে এরা এদের একচ্ছত্র রাজত্ব বানিয়ে রাখছে! এরা যা চাইবে তাই হবে। সাধারণের প্রতিবাদ করার ক্ষমতা নেই এখানে। কারন এরা যে সরকার দলীয় নেতা! দেশে যে সরকারই আসুক না কেন, প্রত্যেক সরকারেই এসব নেতা বিদ্যমান। পরিবর্তন শুধু, ছাগুলীগ, হাম্বালীগ ইত্যাদি থেকে ছাগুদল, হাম্বাদল ইত্যাদি...। আমরা কি এর বৃত্তের ভিতর থেকে বের হতে পারবো না??!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১১
মিজানুর রহমান মিরান বলেছেন: সহমতের জন্য অসংখ্য ধন্যবাদ 'কল্লোল পথিক ভাই।'
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
প্রামানিক বলেছেন: সহমত
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৮
মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, সহমতের
জন্য।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৪
চাঁদগাজী বলেছেন:
চোর ডাকাতদের আড্ডা হয়ে গেছে দলগুলো
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৩
মিজানুর রহমান মিরান বলেছেন: এমনও অনেক নেতা দেখেছি যারা স্কুল কলেজের আসেপাশেও যাই নি। শুধু আপনার উল্লেখিত পেশা গুলোতেই লিপ্ত ছিলো। অথচ এরাই দেশের ভবিষ্যতের ধারক বাহক। বুঝেন অবস্থা!
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
নুরএমডিচৌধূরী বলেছেন: এদেশে যারা রাজনীতি করে তারা নিজেদের কি মনে করে! এলাকার পাতি নেতা হতে শুরু করে শহরের তালিকাভুক্ত নেতা এবং তাদের কিছু কর্মীরা শহরটাকে যেন কিনে নিছে! যেখানেই যায় কেউ না কেউ নিজেকে সরকার দলীয় নেতা বলে জাহির করে! সাধারণ খেটে-খাওয়া কর্মজীবী মানুষগুলো আজ এদের হাতে জিম্মি, অতীষ্ট।
যা বাস্তবতা
এমনটি অনেক দিন থেকেই চলে আসছে
দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে
লিখায়+++++++++++++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
মিজানুর রহমান মিরান বলেছেন: দিন দিন আসলেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
ধন্যবাদ নুর ভাই।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
গেম চেঞ্জার বলেছেন: বাংলাদেশ যে কারণে পিছিয়ে যাচ্ছে তার মধ্যে একটা গুরুত্বপুর্ণ টপিকে হাত দিয়েছেন। রাজনীতি'কে পেটনীতি বানিয়ে এরা চেইন অব ডেভেলপমেন্টকে মারাত্মক ক্ষতিগ্রস্থ করে ফেলেছে। এদের হাত থেকে উত্তরণের উপায় বের করা খুবই জরুরী...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
মিজানুর রহমান মিরান বলেছেন: আসলেই.. এদের কাজ থেকে উত্তরনের উপায় খোঁজা খুব জরুরী। এগুলোর জ্বালায় জনজীবন অতীষ্ট হয়ে আছে।
ধন্যবাদ, গেম চেঞ্জার ভাই।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৭
আমি মিন্টু বলেছেন: সহমত । এরকম আরো ভালো লেখা চাই
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
মিজানুর রহমান মিরান বলেছেন: সহমত এর জন্য ধন্যবাদ 'মিন্টু' ভাই। অনুপ্রাণিত হলাম।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হায়রে দেশ আর দেশের নষ্ট রাজনীতি..!খারাপ লাগলো খুব।
তবে আপনার লেখা ভালো হয়েছে। ভালো থাকবেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
মিজানুর রহমান মিরান বলেছেন: রাজনীতি আর এখন রাজনীতি নেই, সেটা এখন পেটনীতিতে সীমাবদ্ধ।
মন্তব্যে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
নীলপরি বলেছেন: এর বৃত্তের ভিতর থেকে বের হওয়া তো শুরু করে দিয়েছেন । আজ লিখে প্রতিবাদ করলেন ।আশাকরব ভবিষ্যতে সামনাসামনি প্রতিবাদ করবেন ।
শুভকামনা ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬
মিজানুর রহমান মিরান বলেছেন: সামনা সামনি প্রতিবাদ করার সময় অনেক আগেই হয়ে গেছে।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত।
যে ছেলেটির সমাজে কোথাও অবস্থান নেই রাজনীতিতে এসে নিজেকে স্বঘোষিত নেতা হিসেবে আত্ম প্রকাশ করে।
যেমন বাঁশের চেয়ে কঞ্চি বড়।
এরা সমাজের কীট।
ধন্যবাদ মিরান ভাই আমার মনের কথা গুলো বলেছেন।