নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

মিজানুর রহমান মিরান

দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।

মিজানুর রহমান মিরান › বিস্তারিত পোস্টঃ

অভিমানী ছেলেটির কিছু চাওয়া.....

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

ছেলেটি হাটে, বাসা থেকে বের হয়েই উদ্দেশ্যহীন হাটতে থাকে। অনেকদিনের চেনা শহরটা তার কাছে কেন জানি অচেনায় মনে হয়। জীবনের বেশ কিছু সময় সে বন্ধীত্বের শিকলে বাঁধা ছিলো। ছেলেটি তার আবেগকে আর পশ্রয় দিবেনা বলে সিদ্ধান্ত নেয়। যে আবেগ তার জীবন থেকে পাঁচটি বছর কেড়ে নিয়েছে, সে আবেগকে পশ্রয় দেয়ার কোনো মানেই হয় না। ছেলেটি নিজেকে আবেগশূন্য করে ভাবতে থাকে, কিছু পাওয়া না পাওয়ার যোগ-বিয়োগের অংক কষতে থাকে। একদা তারও ছিলো উচ্ছ্বল জীবন, হাসি-কান্নার সেই ভরপুর আড্ডা, ক্লাস ফাকি দিয়ে প্রেমিকার সাথে গোপন সাক্ষাত, মা-বাবার পশ্রয়ের সেই চোখ রাঙানী, প্রকৃতির সাথে খুনসুটিতে মেতে উঠা সেই পরন্ত বিকেলবেলায় প্রিয় গিটারের তারে আনাড়ী সুর, আর গভীররাতে হঠাৎ জেগে উঠা অভিমানের সেই রাতজাগা গল্প। ছেলেটির আজ কিছুই নেই, কথা রাখেনি কেউ। কেউ একজন বলেছিলো তাকে " তোমার সাথে গহীন অরন্যে ঘর বাঁধবো, সেখানে চাঁদের রূপোলী আলোয় ভিজবো দুজন, মাখামাখী হবো জ্যোৎস্নায়, খুনসুটিতে মেতে উঠবো দুষ্ট জোনাক পোকার সাথে".... না, সেও কথা রাখেনি। ছেলেটির বুক থেকে এক দীর্ঘশ্বাস নেমে আসে। সে খুব করে সমস্ত অতীত ভুলে যেতে চায়, যতই ভুলে যেতে চাই ততই তা নিঃশ্বাসের সাথে হানা দেয়। ছেলেটি আনমনা হয়ে হাটতে থাকে, নতুন করে শহরটাকে চেনা তার বড্ড দরকার। সন্ধ্যার এই ব্যস্ত জনপদে সে বড্ড একা। লোকাল বাসের কন্ট্রাকটারের গদবাঁধা কন্ঠস্বর, রিকশার অবিরত ঠুংঠাং শব্দ, যানবাহনের বিকট সাইরেন গুলোও তার আনমনা ভাব কাটাতে পারেনা। সে হাটতে থাকে ব্যস্ত জনপদের সকল ব্যস্ততাকে পাশ কাটিয়ে, উদ্দেশ্যহীন ভাবে। ছেলেটি নিজেকে ভীষণ একা ভাবতে থাকে। হঠাৎ করে ছেলেটি বাতাসের সুর ধরতে পারে, সেই সুরেরা বলে দেখো আমরা আছি তোমার সাথে, আকাশের অজস্র তারা হেসে কুটিকুটি হয়ে ছেলেটির গায়ে ঝরে পড়ে বলে, তুমি একা নও দেখো আমরা তোমার বন্ধু হয়ে পাশে আছি! সোডিয়াম লাইটের আলোতে ছেলেটির মুখে একটা মুচকি হাসি দেখা যায়, যে হাসির অর্থ কারো বুঝার ক্ষমতা নেই! ছেলেটি একটা ইউটার্ন নেয়, অনেক কাজ বাকি ছেলেটার, অযথা সময় নষ্ট করার সময় নেই আর। ছেলেটি বাতাসের সাথে ঘুরে দাড়ায়, এখনো অনেক কিছু করা লাগবে তার। অদ্ভুত চাঁপা স্বভাবের ছেলেটি আবার খুব করে চাই, কেউ একজন তার হাতটি ধরুক, ধরে বলুক "প্রকৃতি আর আমিও আছি তোমার সাথে, তুমি ভেঙে পরোনা, যা হবার হয়েছে... চলো আবার শুরু করি..."। ছেলেটি অপেক্ষায় থাকে, তার অপেক্ষার প্রহর কি শেষ হবার নয়??

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

তার আর পর নেই… বলেছেন: অভিমানী ছেলের অভিমান পর্ব ভাল লেগেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২

মিজানুর রহমান মিরান বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: ভাল লাগল অভিমানী ছেলের অভিমান। ধন্যবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

মিজানুর রহমান মিরান বলেছেন: পড়ার জন্য অসংখ্য
ধন্যবাদ, প্রামানিক ভাই।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

দিল মোহাম্মদ মামুন বলেছেন: লাভ নাই অযথা সময় নষ্ট করে। জীবনকে প্রতিষ্ঠিত করুন, মেয়ের গার্ডিয়ান শুদ্ধ পাগল হয়ে যাবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

মিজানুর রহমান মিরান বলেছেন: হা হা হা... মেয়েই তো পেলাম না, মেয়ের গার্ডিয়ান কই পাব! যাই হোক.. ধন্যবাদ মামুন ভাই, সুপরামর্শের জন্য।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

মাহবুবুল আজাদ বলেছেন: ছেলেটি অপেক্ষায় থাকে, তার অপেক্ষার প্রহর কি শেষ হবার নয়?? অবশ্যই অপেক্ষা শেষ হবে।
ভাল লাগল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আজাদ ভাই।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

আমি মিন্টু বলেছেন: ভালো লেগেছে আপনার লেখা । :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ, মিন্টু ভাই।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে লেখাটি।
++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ধন্যবাদ নিবেন বিজন দা..

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ ভালো লেখনি আপনার । অনেক শুভেচ্ছা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

মিজানুর রহমান মিরান বলেছেন: মন্তব্য এবং পাঠে অসংখ্য ধন্যবাদ, তনিমা আপু। অনুপ্রেরণা পেলাম।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

কল্লোল পথিক বলেছেন: খুব ভালো লেগেছে ভাই।
অনেক শুভ কামনা জানবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ পথিক ভাই।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



মানুষের জীবনে প্রতিদন কিছু একটা ঘটছে, এটাই জীবন; জীবন থেমে থাকে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

মিজানুর রহমান মিরান বলেছেন: জীবন থেমে থাকে না ঠিক, তবে মাঝে
মধ্যে থমকে যায়।

মন্তব্য এবং পাঠে অসংখ্য ধন্যবাদ
চাঁদগাজী ভাই।

১১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: লেখনী বেশ চমৎকার, ছেলেটি নিজেকে ফিরে পাওয়াতে ভালো লেগেছে........শুভেচ্ছা জানিয়ে গেলাম মিজান ভাই

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই....

১২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

শাহাদাত হোসেন বলেছেন: এই দুনিয়ায় অভিমান করে লাভ নাই ।ভালো লাগলো লেখা ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

মিজানুর রহমান মিরান বলেছেন: ঠিকই, দুনিয়ায়
অভিমান করে লাভ নেই।
ধন্যবাদ ভাই।

১৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

নুরএমডিচৌধূরী বলেছেন: : অভিমানী ছেলের অভিমান পর্ব ভাল লেগেছে।
++++++++++++++

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২

মিজানুর রহমান মিরান বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন, সুপ্রিয় চৌধুরী ভাই।

১৪| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮

খোলা মনের কথা বলেছেন: অভিমানের সুর। ভাল লাগলো। শুভেচ্ছা রইল

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১২

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.