নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

মিজানুর রহমান মিরান

দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।

মিজানুর রহমান মিরান › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণকলি আমি তাদের বলি..

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭

আচ্ছা গায়ের রঙ কালো হয়ে জন্ম নেয়াটা কি মেয়েটার দোষ? একটা কালো মেয়েকে আমাদের তথাকথিত সমাজে কতটা বিরূপ পরিস্থিতির ভিতর জীবন অতিবাহিত করতে হয় সেটা কালো মেয়ে মাত্রই জানে। শরীরের চামড়া কালো হওয়া যেনো আজন্ম পাপ। তার জীবনটাই যেনো এক অভিশাপ। জন্ম থেকেই অবহেলা, অনাদর, আপনজনের করুনার চাহনি, বাবার উদ্বিগ্ন দৃষ্টি, মায়ের অব্যক্ত কষ্ট... এসবের ভিতর দূর্বিষহ জীবন পার করতে হয় একটা কালো মেয়েকে। কালো বলে মেয়েটার তেমন বন্ধুও জোটে না, জোটলে নেহায়ৎই কম। কালো মেয়েদের সাথে কেই বা বন্ধুত্ব করতে চাই বলেন, সবাই যে বাহ্যিক সৌন্দর্যের পূজারী। আর প্রেম... সে তো বিশাল ব্যাপার! আজকাল কেউ গুনের প্রেমে পড়ে না, সবাই রূপ খুঁজে। কালো মেয়েটারও ইচ্ছে হয় ভালোবাসা পেতে, তারও মন চাই কেউ তাকে ভালোবাসুক। তার জন্য কলেজ ছুঠির টাইমে কেউ একজন অপেক্ষা করুক, তার রঙ কে নয় তার গুনগুলোকে ভালোবাসুক। তাকে মন থেকে বলুক, "তোমায় ভালোবাসি"। মেয়েটিও চাই কেউ একজনকে খুব করে ভালোবাসতে। কিন্তু... মেয়েটার খুব অভিমান হয় সৃষ্টিকর্তার উপর। একটা পছন্দসই পোশাক পড়তে গেলেও সবাই বলে উঠে, এই ঐটাতে তোমাকে মানাবে না, তোমার রঙ কালো! কোথাও কোনো অনুষ্টানে বান্ধবীরা যখন একসাথে আড্ডা দেয়, তখন সে একটু দূরে দূরেই থাকে। মেয়েটারও খুব ইচ্ছে হয় সবার সাথে আড্ডা দিতে, গ্রুপ পিক তুলতে, কিন্তু নিজের গায়ের কালো রঙ কে দূর্বলতা মনে করে সে সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখে। আচ্ছা কালো হওয়া কি দূর্বলতা?! কালো বলে মেয়েটার পড়াশুনাও বেশিদূর এগোয় না। একে তো কালো, তার উপর বেশি বয়স হলে বিয়েই হবেনা। এই ভেবেই পরিবার তার বিয়ের জন্য তোরজোড় শুরু করে দেয়। একে একে অনেক পাত্র আসে তাকে দেখতে, সবারই একটি কথা.. "সে একটু বেশিই কালো, আর একটু ফর্সা হলে ভালো হত"! শেষ পর্যন্ত হয়তো অনেক ডিম্যান্ড এর বিনিময়ে মেয়েটার একটা রফা হয়। তারপর শশুরবাড়ি... সেখানে কি সে এই অভিশাপ থেকে বের হতে পারে? না, পারে না। ছেলেপক্ষের আত্বীয়-প্রতিবেশী কানাঘুষা করতে থাকে, "এত সুন্দর ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করতে গেলো কেনো!!" ছেলেটার রুচির যা শ্রি.. নিশ্চয়ই অনেক টাকা নিয়েছে! ইত্যাদি ইত্যাদি... আরও কত কিছু। মেয়েটার কানেও পৌছে কথাগুলো, মনটা তখন হু হু করে উঠে, দীর্ঘশ্বাস নিয়ে শুরু হয় নতুন জীবন। এভাবেই একটি কালো মেয়ের জীবনের দীর্ঘশ্বাস গুলো কখনো অশ্রু হয়ে ঝড়ে, কখনো বা বুকটা চাঁপা কান্নায় চিনিচিন করে উঠে। কেউ কালো কিংবা অসুন্দর হলে সেটা তার দোষ নাকি পাপ? কেউ অসুন্দর হলে সে কি সুন্দর মানুষের স্বপ্ন দেখতে পারেনা! খুব আফসোস হয় এই একবিংশ শতাব্দীতেও আমাদের সমাজে এখনো মানুষের চামড়ার রঙ নিয়ে চিন্তা ভাবনা করতে দেখে, হয় ঘৃনাও। মেয়ে... তোমাকেই বলছি, কালো কিংবা ফর্সা কখনই একজন মেয়ের সৌন্দর্যের কারন হতে পারে না। এটা কোনো বিষয়ই নয়। আসল কথা হলো তুমি নিজেকে খুঁজো, তোমার ভিতরের প্রতিভাকে বিকশিত করো। তোমার জ্ঞান, গুনই তোমার সৌন্দর্য, যা তোমার মৃত্যু অবধি থাকবে। আশে পাশে কে কি বললো, সেটা না শুনে সামনে এগিয়ে যাও। সৌন্দর্য হলো লস প্রজেক্ট, সেটা একসময় নিঃশেষ হবে, একটু বয়স হলেই চামড়া কুঁচকে যাবে। তখন সৌন্দর্যটা কি আর থাকে। একটা মেয়ের সৌন্দর্য কত বছর স্থায়ী হয়; কম বেশি চল্লিশ বছর। তাই এটার কোনো মূল্য নেই। মোটকথা তুমি কালো বলে হতাশ হওয়ার কিছু নেই, তোমার প্রতিভাই তোমাকে মানুষের কাছে স্বরনীয় করে রাখবে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০

কল্লোল আবেদীন বলেছেন:


মোটকথা তুমি কালো বলে হতাশ হওয়ার কিছু নেই, তোমার প্রতিভাই তোমাকে
মানুষের কাছে স্বরনীয় করে রাখবে।

সুন্দর পোস্ট।

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

মিজানুর রহমান মিরান বলেছেন: মন্তব্য এবং পাঠে ধন্যবাদ।

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

আহমেদ রাতুল বলেছেন: মেয়ে... তোমাকেই বলছি, কালো কিংবা ফর্সা কখনই একজন মেয়ের সৌন্দর্যের কারন হতে পারে না। এটা কোনো বিষয়ই নয়। আসল কথা হলো তুমি নিজেকে খুঁজো, তোমার ভিতরের প্রতিভাকে বিকশিত করো। তোমার জ্ঞান, গুনই তোমার সৌন্দর্য, যা তোমার মৃত্যু অবধি থাকবে।

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

মিজানুর রহমান মিরান বলেছেন: মন্তব্য এবং
পাঠে ধন্যবাদ।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

সোজোন বাদিয়া বলেছেন: মানুষের কাছ থেকে মূল্য প্রত্যাশা করতে হবে, অমানুষের কাছ থেকে নয়। আমাদের সমাজে, বিশেষ করে যেন শিক্ষিত সমাজে অমানুষের প্রকোপই বেশি। সেকারণেই বোধ করি মানুষের মনুষ্যত্বের চেয়ে তার বাহ্যিক আবয়ব বাজারে বেশি দামে বিক্রি হয়। ভাল লিখেছেন মিরান। ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

মিজানুর রহমান মিরান বলেছেন: খুব সুন্দর বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ সোজোন বাদিয়া।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

দীপংকর চন্দ বলেছেন: কথামালায় শ্রদ্ধা।

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১০

এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'

পর্নোসাইট বন্ধ কর‍ার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'



এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুক‍ার মোতাহার মিথুন।

আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

মিজানুর রহমান মিরান বলেছেন: আমি ভালো ছেলে!!

৬| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৬

কালনী নদী বলেছেন: এই কালো মেয়ের প্রেমে পড়ে অনেক কষ্ঠ পেয়েছি ভাই, বাকিটা কবি ভাই সোজোন বাদিয়ার সাথে একমত!
অসাধারন লিখা+++++++++ , সংগ্রহে রাখিলাম ভাইয়ু!

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার প্রেমের গল্পটা শুনাবেন কোনো একদিন। অপেক্ষায় থাকবো।

অনেক ধন্যবাদ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩২

মানবী বলেছেন: আমাদের সমাজে কোন পুরুষের চেয়ে মনে হয় অনেক কালো মেয়েদের পরিবারেই বেশি কথা শুনতে হয়।

সৌভাগ্যক্রমে আমাদের সমাজের পুরুষদের মন এতোটা ছোট নয়। পরিচিত কালো মেয়েদের পরিবারে যেমন সমস্যা হতে দেখিনি তেমনি দেখিনি তাঁদের বিয়ে নিয়ে সমস্যা হতে। অনেক বছর আগে এক বেশ সুপুরুষ পরিচিত জনের স্ত্রীর সাথে পরিচিত হয়ে সকলে বেশ অবাক হয়েছিলো কারন অত্যন্ত সুপুরুষ আর প্রতিষ্ঠিত সেই ভদ্রলোকের স্ত্রী শুধু কৃষ্ণকলি ছিলেননা তিনি অনেকটা ভারী গড়ন আর উঁচু বড় দাঁত ছিলো যার প্রায় সব কয়টিকেই প্রাচীনপন্থীরা খুঁত বলে বিবেচনা করে। অথচ সেই ভদ্রলোক প্রচন্ড ভালোবেসে এবং দীর্ঘ প্রেমের পর তাঁকে বিয়ে করেছিলেন।

পুরো উপমহাদেশের প্রায় সকল পুরুষ যে দিপিকা পাদুকোনের এমন ভক্ত, তিনি কিন্তু কৃষ্ণাঙ্গিনী!

মেয়েকে মা বাবা কিভাবে বড় করছেন তা সবচেয়ে বড় ব্যাপার। কালো বলে নিজ পরিবারে বন্চনা সইতে হলে তাঁর সকল আত্মবিশ্বাস ভেঙ্গে যাবার সম্ভাবনা বেশি সেই সাথে হীনমণ্যতাবোধের জন্ম নেয়াটা স্বাভাবিক। আবার মা বাবা যদি গাত্রবর্ণের পুর বিষয়টা উপেক্ষা করে মেয়েটিকে পড়াশুনা ও একজন সৎ ভালো মানুষ হওয়াটা প্রধান করে শিক্ষা দেন, সেই মেয়েটির জীবন হাজার ফর্সা মেয়ের চেয়ে উন্নততর হবে। তাঁর মাঝে যখন আত্ম বিশ্বাস গড়ে উঠবে তখন কোন পুরুষ তাঁকে রঙ নিয়ে অবহেলা করার প্রশ্ন আসবেনা কারন মেয়েটি সেসব ছোটমনের পুরুষদের উপেক্ষা করতে শিখবে।

সুন্দর সচেতনতামুলক পোস্টের জন্য ধন্যবাদ মিজানুর রহমান মিরান।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

কল্লোল পথিক বলেছেন:

ধন্যবাদ ভাই।
সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন।

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক শুভকামনা। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে ভাই।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২২

নীলপরি বলেছেন: এতো ভালো বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ । লেখা ভালো লেগেছে ।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮

মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.