নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম লেখা

সহজ কথন

ভাল মানুষ

সহজ কথন › বিস্তারিত পোস্টঃ

অভিলাস

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৪

নিভৃতচারী আমি এক, নিভৃতেই করি বসবাস।
তবু কেন জানিনা,
হিমালয়ের অগ্রে আরহণের আমার আছে তীব্র অভিলাস।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

এমএম মিন্টু বলেছেন: অসাধারন লেখার গতি আপনার ভাই। শুভকামনা রইলো ভালো থাকবেন ।

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩০

সহজ কথন বলেছেন: অসাধারন সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগলো।

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: অভিলাষ * হবে না ?

শুভেচ্ছা :)

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৭

সহজ কথন বলেছেন: আপনি ঠিক বলেছেন, অভিলাষ* হবে। তবে আমি বাংলা বানানটাকে স্বকীয়তা বজায় রেখে সহজতর করার পক্ষে। আমার মতে, ই কার, ঈ কার, স, শ, ষ ইত্যাদির মধ্যে কোন ফারাকের প্রয়োজন নাই। ধন্যবাদ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০০

আরজু পনি বলেছেন:

বাহ্
ভালো ইচ্ছে ।
শুভকামনা রইল ।।

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩

সহজ কথন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: আপনি যা বলতে চেয়েছেন বুঝেছি । কিন্তু দেখুন , ঈদ না লিখে ইদ লিখলেই চলে বরঞ্চ শ্রেয় । এর পিছনে যুক্তি আছে । তৎসম শব্দ পরিহার করাই ভালো ।

কিন্তু সব কিছুতেই সেটা করলে কি ঠিক হবে ? অভিলাষ=লিপ্সা / বাসনা , না লিখে যদি অভিলাশ লিখি অর্থটা কি দাঁড়াবে ?
অভি = সম্মুখ / সমীপে ( জ্ঞাপক উপসর্গ )
লাশ = মৃতদেহ অথবা অন্যদিকে লাস এটার কোন শাব্দিক অর্থ নেই ।

তাহলে অভিলাস/অভিলাশ এর কি কোন অর্থ হল ?

নতুন শব্দ সৃষ্টি করা এক বিষয় আর বর্তমান শব্দকে বিকৃত করা সম্পূর্ণই ভিন্ন বিষয় ।

ভালো থাকা হোক অনেক :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৫

সহজ কথন বলেছেন: হ্যা, আপনার কথায় যুক্তি আছে। তবে আমি আমার পোক্ষেও যুক্তি দিতে পারব। পক্ষে-বিপক্ষে যুক্তি দেওয়া যায় সবকিছুরই। কিন্তু কথা বাড়িয়ে লাভ নেই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.