![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় গ্রিডে বিদ্যুত বিপর্যয়। সন্ধ্যার পরে কোথাও তাই বৈদ্যুতক বাতি জ্বলছে না। আমাদের বাড়ির উঠোনে জ্বলছে লণ্ঠন। লণ্ঠনের বিকল্প শত বছরের পুরনো থমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি, বা আধুনিক সিএফএল, কিংবা অত্যাধুনিক এলিডি, সবই হার স্বীকার করে আশ্রয় নিয়েছে ওই লণ্ঠনের প্রজ্বলিত আলোর কাছেই। লন্ঠন- কত শত সহস্র বছরের স্মৃতির এক আলোকবর্তিকা! হয়ত হাজার বছর আগে কোন এক মহাকবির মহাকাব্য, কোন এক মহাসাধকের মহামন্ত্র, কোন মহাবৈজ্ঞানিকের মহাউদ্ভাবন রচিত হয়েছিল এই লণ্ঠনের আলোতেই; হয়ত কোন এক দিগ্বিজয়ী শাসকের রাজ্যজয়ের মহাপরিকল্পনা, মহাপ্রতাপশালী রাজার রাজশাসনের সবকিছুই জানে এই লন্ঠন! হয়ত জানে অত্যাচারী রাজার সামনে অসহায় কৃষকের গোঙানি, কিংবা মৃত্যদন্ডপ্রাপ্ত আসামির প্রাণভিক্ষার করুণ আর্তি। হয়ত জানে ইতিহাসবিখ্যাত কোন এক গ্রন্থের অজানা লেখকের নাম, কিংবা পুঁথি বা মর্সিয়া শ্রবণে ক্রন্দনরত শ্রোতাদের হৃদয়ের শোকগাথা। জানে হয়ত নবান্নের দেশে রাত্রিবেলাতে ক্লান্ত কৃষকের পানে কৃষকবধুর অমলিন হাসির আদ্যোপান্ত। কি জানে না এই লন্ঠন! কত যুগের, কত কালের গুগান্তরের রাজসাক্ষী মিটমিটিয়ে জ্বলছে, মিটমিটিয়ে জ্বলছে মহাকালের মহাবটবৃক্ষ, মহাকালের মহাসাক্ষী - লন্ঠন। আধুনিক বাতির সাধ্য কী, লন্ঠনকে নেভাতে পারে!
জ্বলছে - হাজার বছরের পুরনো লন্ঠন
Facebook - Click This Link
©somewhere in net ltd.