নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম লেখা

সহজ কথন

ভাল মানুষ

সহজ কথন › বিস্তারিত পোস্টঃ

হায় নির্বাচক!

০৭ ই মে, ২০১৫ রাত ২:০৭

গাজী টিভির প্রাক-খেলা অনুষ্ঠানে আশরাফুল বললেন যে পিচে কিছু ঘাস রাখা হয়েছে; যদিও এতে পেস বোলাররা খুব বেশী সহায়তা পাবে না, কিন্তু খুলনার চেয়ে কিছুটা ভাল হবে এবং এতে স্পিন বোলারদের জন্য সহায়তা কম থাকবে। কিন্তু হায়! দলে দেখা গেল সাকিব, তাইজুল সহ সবাই কমবেশী স্পিনার (কোনোরকমে হাতটা ঘুরাইতে পারে)। এমনকি ইমরুল, তামিম আজ বল করলে একটা বিশ্বরেকর্ডও হয়ে যেত! কিউরেটর পিচ বানাল ঘাসসমেত আর নির্বাচকেরা দল নির্বাচনে রাখলেন দুজন পেসার- যাদের একজন নতুন শহিদ, এবং আর একজন? গতিতারকা রুবেলের প্রতিস্থাপন শাহাদাত হোসেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!! যার সর্বোচ্চ গতি কিনা গড়পড়তা ১২৮-১৩০। এবং ইনজুরি নামক ফেনোমেনন এর আগমনে তিনি যখন এক ওভার বল করেই অক্কা তখন দলে পেস বোলার মাত্র একজন! উইকেটের সহায়তায় যখন শহিদ দারুণ বল করছিলেন তখন তাকে কিনা আরেক প্রান্ত থেকে সহায়তা করছেন পার্ট-টাইমার সৌম্য! দিনের শেষে যে তিনটা উইকেট পড়ল তার দুটিই কিনা শহিদের। এবং নো বলে আজহারেরটাও তারই বোলিংয়ে।

তাহলে আমার প্রশ্ন- কিউরেটররা পিচ বানানোর সময় নির্বাচকরা কি মঙ্গল অভিযানে ব্যস্ত ছিলেন? আবুল হাসানকে দলে নেওয়া হয়েছে কি আঙ্গুল চোষার জন্যে? তাস্কিন ১০-১৫টা ওডিআই আর প্রচুর ফার্স্টক্লাস ম্যাচ খেলার পরেও কি টেস্ট দলে আসবেন আরো এক যুগ পরে?!!!!!!

সবশেষে একটা রেটরিক প্রশ্ন করি বিখ্যাত সেই জাতির বিবেকের কাছে- আসলে গোবরটা কার মাথায়- আশরাফুলের নাকি টেস্ট দল নির্বাচকদের?

উত্তর জানা থাক বা না থাক একটা বিষয় জানি- সেই ১৯৯৬ সাল থেকে ক্রিকেট খেলা দেখি। একমাত্র বাংলাদেশকেই দেখেছি মাত্র দুজন পেস বোলার নিয়ে নিয়মিতভাবে খেলতে! এবং সেখানেও গোবর-চর্চা। মহাবিজ্ঞ নির্বাচকেরা আর কিছু পারুক আর না পারুক- একটা স্পিরিটেড দলের স্পিরিটকে কিভাবে নষ্ট করে দিতে হয় সেটা খুব ভাল পারেন।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সকাল ৯:০৩

টি এম মাজাহর বলেছেন: গতি তারকা (!) শাহাদাতের এক ওভার বল বলছেন কেন? ওটা তো ছিলো দুই বল মাত্র।

০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৪৯

সহজ কথন বলেছেন: ও হ্যা, তাই তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.