![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি
স্টিফেন হকিং দ্যা গ্র্যান্ড ডিজাইন বইটিতে প্রচলিত ক্ল্যাসিকাল বৈজ্ঞানিক ধারণার বিপরীতে কিছু বৈপ্লবিক অতিপারমানবিক ও মহাজাগতিক ধারণাকে নিশ্চিত ও সাবলীলভাবে বর্ণনা করেছেন;যেমন-কোয়ান্টাম মেকানিক্সের মত পদার্থবিজ্ঞানের অন্যতম জটিল(এবং আপাত দৃষ্টিতে অবাস্তব ) শাখার সাহায্যে দেখিয়েছেন যে কিভাবে আমরা যে বাস্তবতায় বসবাস করি এর বাইরেও অন্য বাস্তবতা এমনকি অন্য মহাবিশ্ব থাকতে পারে এবং তা আমাদের দৃশ্যমান 3D জগত এর বদলে বহুমাত্রিক হতে পারে!!! ...সময় যে ধ্রুব কিছু না,আরো দশটা জিনিসের মত পরিবর্তনশীল এবং বিগ ব্যাং এর আগে সময়ের নিজের কোন অতীত নেই,তা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন!!!!!(যদিও আইনস্টাইন এ ব্যাপারে এক শতাব্দী আগে ধারনা দিয়েছিলেন)।
তবুও কিছু ব্যাপারে অস্পষ্টতা থেকেই যায়,যে শূন্য থেকে এই বিশাল মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং এর মাধ্যমে সেই শূন্য কি আসলে একেবারে শূন্য নাকি কোয়ান্টাম ভ্যাকুয়াম(বস্তুর অনুপুস্থিতি),...বস্তুর ধনাত্বক শক্তি আর মহাকর্ষীয় নেগেটিভ শক্তির কাটাকাটিতে মহাবিশ্বের মোট শক্তির পরিমান শূন্য থাকে,এটা মহাবিশ্বের শূন্য থেকে সৃষ্টিকে ইঙ্গিত করলেও এ ব্যাপারটায় একটু ধোঁয়াশা থাকল।
©somewhere in net ltd.