নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী ভবঘুরে

মহাকালের প্রেতাত্মা

অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি

মহাকালের প্রেতাত্মা › বিস্তারিত পোস্টঃ

নারীদের সামাজিক অবস্থান ও কিছু সাম্প্রতিক ঘটনাবলী

২৬ শে মে, ২০১৫ দুপুর ২:০৬

আমাদের সমাজে নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করাটা নতুন কিছু না,আবহমান কাল থেকেই নারীদেরকে সেবিকা হিসেবে দেখে আসা হচ্ছে এবং মনে হয় না খুব সহজে বা অদূর ভবিষ্যতে সে ধারণার কোন পরিবর্তন ঘটবে। "নারীদের জন্ম তো সেবা দেওয়ার জন্য"-এমন ধারণা আমাদের সমাজের শিকড়ে প্রোথিত,বাংলাদেশকে আরো বহু যুগ পারি দিতে হবে এমন ধারণা পরিবর্তনে(যদিও আমি নৈরাশ্যবাদী নই),উন্নত বিশ্বের সাথে আমাদের অন্যতম মৌলিক(মানসিকও বলা যায়)পার্থক্য এখানেই। গত পহেলা বৈশাখের ঘটনায় পুরুষ সমাজের পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী,এমন ঘটনায় কমছে পারস্পারিক আস্থা আর সামাজিক যোগাযোগের মাধ্যমে বাড়ছে কাঁদা ছোঁড়াছুড়ি,বিশেষ করে বিগত কয়েকদিনে পুরুষবিদ্বেষী কিছু উঠতি নারীবাদী দেখা যাচ্ছে(তাদেরকে দোষ দেই না,তাদের অবস্থান থেকে তাদের চিন্তা ভাবনা হয়তো বা ঠিক,আবার হয়তো বা অতিরঞ্জন)। “আমরা তো নারীদের চেয়ে শ্রেষ্ঠ”-বহুযুগের প্রতিষ্ঠিত এমন ধারনা থেকে পুরুষ যেমন সহজে সরে আসবে না বা আসতে চাইবে না(কে চায় নিজের শ্রেষ্ঠত্য ছেড়ে দিতে?),তেমনি নারীরাও তাদের অবচেতন মনে মানসিকভাবে নিজেদের একরকমের দাসী মনে করে;অবস্থা এমন দাঁড়িয়েছে পুরুষ চাইলেও আধুনিক যুগে এসেও হয়তো অনেক নারীরা নিজেরাই প্রস্তুত না তাদের সম অধিকারের জন্য(বরং আদিম যুগের কৃষিভিত্তিক সমাজব্যবস্থায় নারীদের সামাজিক অবস্থান আরো বেশি প্রভাবশালী ছিল,কতিপয় নারীবাদীদের বলতে চাই এখন তো দেখি অনেক বড় বড় আইকন অভিনেত্রীদের পুরুষদের মনোরঞ্জনের জন্য আইটেম সং এ নাচতে)।
আমি কিছু লোক কে গত কয়েকদিনে এরকম বলতে শুনেছি,-“দেখ মামা,রাস্তাঘাটে ঢং করার উচিৎ শিক্ষা দিয়া দিছে”!! অথবা,“ভাই,পর্দা কইরা বাইর না হইয়া হুদাই খালি ঝামেলা পাকাইবো”!!! TIME TO LEAVE EARTH!!!আমি সাধারণত খুব বেশি পরিচিত/কাছের না হলে সামনাসামনি কাউকে কিছু বলতে পারি না(এইটা আমার একটা জন্মগত ক্রুটি);তো এই ধরণের মানসিকতার লোকদের উদ্দেশ্যে বলতে ইচ্ছা করতেছে যে,অনেকসময় তো পুরুষ এমনকি প্রাণীও ধর্ষণের শিকার হয়,তাইলে তো ভাই আপনাদের থিওরি অনুযায়ী এদেরকেও পর্দা করানো দরকার?
যাইহোক,এইসব সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত,কারো মতের সাথে নাও মিলতে পারে,আশা করি সেক্ষেত্রে সহনীয় দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আবারও ক্ষমা চাচ্ছি ক্রুটিপূর্ণ সমাজব্যাবস্থার ফসল কিছু পশুরুপী পুরুষের কৃতকর্মের জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.