![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসীম মহাকালের মাঝে খুব অল্প সময়ের জন্য এসেছি,চারপাশের জগতটাকে দেখছি,ছোট মাথায় মাঝে মাঝে কিছু ভাবি এবং লিখি
মাঝে মধ্যেই দেখি রাস্তাঘাটে নিরীহ কুকুর বা পশুপাখিদের উপর নানা রকমের অত্যাচার।মানুষ অসহায় কোন কিছু পেলে তার উপরে দল বেঁধে অত্যাচার করে একধরনের মানসিক আনন্দ পায়,এটি আমার না বিখ্যাত মনস্তত্ববিদ সিগমন্ড ফ্রয়েডের কথা।আজকাল পশুপাখির উপর নির্যাতনে মানবসমাজ মনে হয় কিছুটা একঘেয়ে বোধ করছে,তাই বোধহয় আস্ত একজন মানুষকেই পিটিয়ে মেরে কিছুটা ভিন্নতা আনার প্রচেষ্টা।সিলেটে শিশুটিকে পিটিয়ে মারার কারনে সবার মধ্যে অনেক হাহাকার দেখা যাচ্ছে;অথচ কিছুদিন পর অন্য কোন টপিক পেলে স্ব-হৃদয়বান দেশবাসী ভুলে যাবে এই কাহিনী আরো দশটা বিচারের আশায় বসে থাকা কাহিনীর মত।কিন্ত ফিরে আসবেনা এই রাজন যার আরো অনেক দিন বেচে থাকার কথা ছিল এই দুনিয়াতে।
অসমতার সমাজে অনেকেই অনেক বিত্তশালী হয়ে উঠছে আর যাকাত দিতে গিয়ে মানুষ মেরে ফেলছে,আর অনেকেই একই রাষ্ট্রব্যবস্থার অংশ হয়েও যেতে পারছেনা স্কুলে,যাচ্ছে বাজারে সবজি বিক্রি করতে আর আমাদের সমাজ এদেরকে জোর করে ঠেলে দিচ্ছি চোর হওয়ার পথে যে বয়সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা এবং এ নিশ্চিন্ত শৈশবের নিশ্চয়তা দেবার কথা সমাজেরই।আর একবার এইসব অসহায় শিশুদের চোর বানাতে পারলে এদেরকে পিটিয়ে মেরে সমাজকে কলুষমুক্ত করা আমাদের মত ভদ্রলোকদের কাজ ও কর্তব্য।একজন শিশুর অপরাধের দায়ভার কখনো ঐ শিশুটির নয়,এ দায়ভার সমাজের,রাষ্ট্রের যে ব্যর্থ শিশুটিকে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দিতে।
এসব কথা বলে আর কি হবে,এরকম একেকটা ঘটনা ঘটবে আর আমরা ফেসবুকে,ব্লগে,চায়ের আড্ডায় কিছুদিন তা নিয়ে ব্যস্ত থাকব,অতঃপর ভুলে যাব যেমন ভুলে গিয়েছি অনেক গৃহকর্মী নির্যাতনের কাহিনী,ব্লগার হত্যার ঘটনা,গত পহেলা বৈশাখের ঘটনা আর অতি সম্প্রতি ময়মনসিংহে ঘটে যাওয়া উন্নয়নের জোয়ারে ভাসতে থাকা বাংলাদেশের মানুষের বিত্তশালী হওয়ার নতুন উদাহরণ দান-খয়রাত করতে গিয়ে ২৭ জনকে হত্যা করার ঘটনা।আমরা ভুলতে বড্ড ভালবাসি।
©somewhere in net ltd.