![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তার মরিস বুকাইলির নাম ইসলামী জগতে একটি বহুল পরিচিত নাম। অনেক মুসলিম তার লিখিত বই “বাইবেল, কোরআন ও বিজ্ঞান” নামক বইটি অনেক গর্ব সহকারে সংগ্রহে রাখে। তারা মনে করে যে, মরিস বুকাইলি একজন খৃষ্টান সাদা চামড়ার মানুষ হয়েও যে দাবি করেছেন, বাইবেলে ভুল আছে, কিন্তু কোরআনে কোন ভুল নেই এবং কুরআনের কোন বক্তব্যই প্রতিষ্ঠিত বিজ্ঞানের সাথে বিরোধপূর্ণ নয়, এতেই প্রমাণ হয়ে যায়, কোরআন সত্য। তাদের সত্য প্রমাণের মাপকাঠি কতই না নিচু। ইউনিভার্সিটিতে পড়াকালীন আমার হলের লাইব্রেরিতে বইটি ছিল। আমি বইটি পড়েছি তবে বাইবেল সম্পর্কে আলোচনার অংশ গুলো বাদ দিয়ে। কারণ বাইবেলে যে ভুল আছে তা নিয়ে ডাক্তার মরিস বুকাইলির সাথে আমার কোনো দ্বিমত নেই। আমার অবশ্য বইটি পড়তে খুব কষ্ট হয়েছে। কারণ আমার কাছে বইটি খুবই নিম্নমানের মনে হয়েছে। এটি একগাদা গোজামিল ও ভুল তথ্যে ভরা। পরবর্তীতে আমি অনেক মুসলিম এর কাছ থেকে আহ্বান শুনেছি, “আপনি কি ডাক্তার মরিস বুকাইলির বই পড়েছেন? তিনি প্রমাণ করেছেন যে, কুরআন সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ও সত্য।” আমার তখন মনে হত, এই আবালেরা বলে কি? এই গোজামিল মার্কা নিম্নমানের বই পড়েই ওরা এর লেখকের দাবির সাথে একমত। আমার সন্দেহ জাগে, যারা আমাকে বইটি পড়তে বলে, তাদের মধ্যে কতজন সত্যিকারভাবে বইটি পড়েছে।
আমি এখন বইটির কুযুক্তির কিছু উদাহরণ দিব। তিনি তার বইতে “ভূ-পৃষ্ঠের নকশা” শিরোনামে লেখায় নিম্নোক্ত কোরআনের আয়াত তুলে ধরেছেন, এটা প্রমাণ করতে যে কুরআন বিস্ময়করভাবে বিজ্ঞানসম্মত :-
“তিনি আকাশ মন্ডলী স্থাপন করিয়াছেন স্তম্ভ ব্যতিত-তোমরা দেখিতেছ; তিনিই পৃথিবীতে
স্থাপন করিয়াছেন পর্বতমালা, যাহাতে উহা তোমাদের লইয়া ঢলিয়া না পড়ে।” সূরা লৃকমান ৩১:১০-১১
“এবং আমি পৃথিবীতে সৃষ্টি করিয়াছি সুদৃড় পর্বত যাহাতে পৃথিবী উহাদিগকে লইয়া এদিক ওদিক ঢলিয়া না যায়।” সূরা আম্বিয়া ২১:৩১
“এবং তিনি পৃথিবীতে সুদৃড় পর্বত স্থাপন করিয়াছেন, যাহাতে পৃথিবী তোমাদের লইয়া আন্দোলিত না হয়।” সূরা নাহল ১৬:১৫
“আমি কি করি নাই ভূমিকে শয্যা ও পর্বতসমূহকে কীলক বা খুঁটি।” সূরা আল-নাবা ৭৮:৬-৭
কিন্তু তার উদ্ধৃত করা এই আয়াতগুলো মোটেই বিজ্ঞানসম্মত নয়। পৃথিবীর বেশিরভাগ জায়গায় যেখানে পর্বত আছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। আর পৃথিবীর বেশিরভাগ জায়গায় যেখানে কোন পর্বত নেই, সেখানে সবচেয়ে কম ভূমিকম্প হয়। বেশিরভাগ ভূমিকম্পের ঘটনা ঘটে বিশেষ করে টেকটোনিক প্লেটগুলোর সংযুক্ত অংশ সমূহে। সমুদ্রের তলদেশেও পর্বত আছে। এটা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণিত যে, সেই পর্বতগুলো সুনামী তৈরীর জন্য দায়ী।
এরপর ডাক্তার বুকাইলি লিখেছেন,
“আধুনিক ভূতাত্ত্বিকদের মতে, পৃথিবী পৃষ্টের ভাজের ওপরে ভিত্তি করে পর্বতসমূহ দন্ডয়মান।
এসব খাজভাজের আয়তন মোটামুটিভাবে দশ মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে । এসব ভাজ-
খাজের প্রাকৃতিক অবস্থান থেকেই ভূত্বক দৃড়তা ও স্থিরতা লাভ করেছে।”
তার ভূত্বকের এই দৃড়তা ও স্থিরতা লাভের দাবিও সঠিক নয়।
ডাক্তার বুকাইলির বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ভূতত্ত্বের অধ্যাপক ড. ডেভিড এ ইয়ং বলেছেন,
“একদিকে এটি সত্য যে, অনেক পর্বতমালা ভাজকরা শিলান্তর দিয়ে গঠিত (আর এই ভাজটি
বিশাল আকারের হতে পারে) এই কথা সত্যি নয় যে, এই ভজগুলো ভূপৃষ্ঠকে স্থির রাখে । এই
ভাজগুলোর অস্তিত্ব পৃথিবীর অস্থিরতার একটি কারণ।”
কাজেই পর্বতসমূহ পৃথিবীকে কম্পনের হাত থেকে রক্ষা করে না। তাদের গঠন অতীতে ও আজও পৃথিবীর কাঁপার একটি কারণ।
কুরআনের অনেকগুলো আয়াতে আকাশের সাতটি স্তর এর কথা বলা হয়েছে। এ নিয়ে আলোচনায় ডাক্তার বুকাইলি নিম্নোক্ত আয়াত গুলোর উল্লেখ করেছেন :-
“তোমরা কি লক্ষ্য কর নাই, আল্লাহ্ কীভাবে সৃষ্টি করিয়াছেন সপ্ত স্তরে বিন্যস্ত আকাশ মন্ডলী?
এবং সেথায় চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলোরপে ও সূর্যকে স্থাপন করিয়াছেন প্রদীপরূপে।” সূরা নূহ ৭১:১৫-১৬
“তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ।” সূরা মূলক ৬৭:৩
“আমি তো তোমাদিগের উর্ধে সৃষ্টি করিয়াছি সপ্ত স্তর এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই।
“জিজ্ঞাসা করো? কে সপ্তাকাশ ও আরশের অধিপতি” ” সুরা মোমেনুন ২৩:১৭, ৮৬
“অতঃপর তিনি আকাশমন্ডলকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করিলেন এবং প্রত্যেক আকাশে
উহার বিধান ব্যক্ত করিলেন।” সূরা হামিম আল-সেজদা ৪১:১২
“সপ্ত আকাশ, পৃথিবী এবং উহাদিগের মধ্যে অর্তবর্তী সমস্ত কিছু তাহারই পবিভ্রতা ও মহিমা
ঘোষণা করে।” সূরা বনি-ইসরাইল ১৭:৪৪-১
“তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন, তৎপর তিনি আকাশের দিকে
মনোসংযোগ করেন এবং উহাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন; তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত।” সূরা আল-বাকারা ২:২৯
ডাক্তার বুকাইলি দেখানোর চেষ্টা করেছেন যে, কুরআনের এই আয়াত গুলোর সাথে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মিল আছে। তিনি ৪০ কিলোমিটার পুরু বায়ুমন্ডলকে প্রথম আকাশ ধরে নিয়েছেন। এরপর একে এক লক্ষ দিয়ে গুণ করে তাকে দ্বিতীয় আকাশ, তাকে আবার এক লক্ষ দিয়ে গুণ করে তাকে তৃতীয় আকাশ এবং এভাবে সাতটি আকাশের বর্ণনা করেছেন। অথচ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাশূন্যে সব জায়গা গুণগতভাবে একই রকম আর নিরবচ্ছিন্নভাবে সাজানো। ডাক্তার বুকাইলি তার নিজের খামখেয়ালি মতো আকাশকে সাতটি স্তরে বিভক্ত করেছেন, যা মোটেই বিজ্ঞানসম্মত নয়।
লেখক এরকমভাবে উল্কাপিণ্ড ও অন্যান্য বিষয়েও কুরআনের অবৈজ্ঞানিক তথ্যকে বিজ্ঞানসম্মত বলে দাবী করার চেষ্টা করেছেন। এর জন্য কেউ যখন কুরআনের সত্যতার প্রমাণ স্বরূপ আমাকে ডাক্তার মরিস বুকাইলির বই পড়তে বলে, তখন আমার খুব হাসি পায়।
২| ১২ ই জুন, ২০২১ সকাল ১০:৩৯
সাসুম বলেছেন: জ্ঞান বিজ্ঞান আর ধর্ম হল ২টা আলাদা আলাদা জিনিষ।
ধর্ম মেনে চলে বিশ্বাস আর জ্ঞান বিজ্ঞান মেনে চলে লজিক্ক বা যুক্তি।
ধর্ম বিশ্বাসে আপনি ১+১ = ৩ পেতে পারেন, কিন্তু জ্ঞান বিজ্ঞান ভিত্তিক চিন্তায় আপনি সব সময় ই ২ পেয়ে থাকবেন।
বিজ্ঞান আর ধর্ম কে মিলানো একটা মহা বেকুবের কাজ।
বিজ্ঞান আপনাকে বলবে আলোর গতির চেয়ে দ্রুত যাওয়া সম্ভব না, কিন্তু ধর্ম আপনাকে বলবে আলোর গতির চেয়ে অনেক বেশি দ্রুত যাওয়া পসিবল বোরাকে করে।
ধর্ম আপনাকে বলবে হাতের ইশারায় চাদকে ২ ভাগ করা যায়, বিজ্ঞান বলবে পসিবল না।
সো, এখন আপনার ইচ্ছে আপনি কোন দিকে যাবেন। বিশ্বাস এর দিকে নাকি লজিক এর দিকে।
মোদ্দাকথা, এই দুইটা দুই মেরুর জিনিষ কে এক কাতারে আনার চিন্তা করাটাই একটা বোকামি।
যে যেটাতে মুক্তি খুঁজে পায় সে সেটাতে যাবে। হয় বিশ্বাস নয়ত লজিক।
৩| ১২ ই জুন, ২০২১ দুপুর ১:০৬
এস এম মামুন অর রশীদ বলেছেন: অনেক মুসলিম মরিস বুকাইলির বই পড়তে বলার সময় কি আপনাকে আবাল বলেছিলেন, বা তাঁদের জিজ্ঞেস করেছিলেন, তাঁরা আপনাকে আবাল ভাবেন কিনা? ধরা যাক, মরিস বুকাইলির পুরো গ্রন্থটিই বাজে। একটি বাজে গ্রন্থ পড়লেই কি মানুষ আবাল হয়ে যায়? তাহলে আপনার মতো জ্ঞানীদের সমাজে ভূমিকা কী? শুধু আবলামি করে অন্যদের আবাল ভাবা?
৪| ১২ ই জুন, ২০২১ দুপুর ১:২৬
আমি রাছেল খান বলেছেন: আপনার মাথায় গিলু নাই। আপনি সহজ বাংলা ভাষায় বোদাই।
আপনি কি বলবেন হাসপাতালে এতো ডাক্তার থাকে, তাহলে হাসপাতালে এতো রুগী কেন?
৫| ১২ ই জুন, ২০২১ রাত ৯:৪২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: করছেন কি?
আপনার কথা বুঝার মতো সামুতেইবা কজন আছে ভাই? অপেক্ষা করেন, কিসব মন্তব্য আসবে সুবালদের(!) থেকে দেখেন?
৬| ১২ ই জুন, ২০২১ রাত ১০:১০
রানার ব্লগ বলেছেন: সামু এখন অনেকটা চারনখেত্র হয়ে গেছে। আমরা কেবলি চরছি। আপনাকে যথেষ্ট সহনশীল হতে হবে, বিশেষ করে কমেন্ট এর জবাব দানে।
৭| ১৩ ই জুন, ২০২১ দুপুর ১:০১
ফড়িং-অনু বলেছেন: পুরোপুরি সহমত। ধর্ম আফিমের চেয়ে ভয়ংকর।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০২১ সকাল ১০:১০
নয়া পাঠক বলেছেন: হায় আফসোস, আমরা কতই না বড়াই করি জ্ঞানী বলে! আসলে তো আমরা জ্ঞানীদের ছদ্দবেশে এক মহামূর্খ বটে!
আমরা কবে হতে পারব প্রকৃত জ্ঞানী!