![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
বিশ্বে দৈনিক শনাক্ত ২ লক্ষ পার হল!
করোনাভাইরাস আসার পরে প্রতিটা সপ্তাহই যাচ্ছে আগের সপ্তাহের চেয়ে খারাপ। কাল একদিনেইশনাক্ত হয়েছে ২ লক্ষ ৯ হাজার! এপর্যন্ত শীর্ষ আক্রন্ত ৪টি দেশ ও পাকিস্তান-বাংলাদেশকে দেখনুন-
যুক্তরাষ্ট্র- শনাক্ত ২৮.৩৭ লক্ষ, মৃত্যু ১.৩১ লক্ষ, পরীক্ষা ৩ কোটি ৫৫ লক্ষ
ব্রাজিল- শনাক্ত ১৫.০১ লক্ষ, মৃত্যু ৬২ হাজার, পরীক্ষা ৩২ লক্ষ
রাশিয়া- শনাক্ত ৬.৬১ লক্ষ, মৃত্যু ১০ হাজার, পরীক্ষা ২ কোটি ২ লক্ষ
ভারত- শনাক্ত ৬.২৭ লক্ষ, মৃত্যু ১৮ হাজার, পরীক্ষা ৯১ লক্ষ
(১২)পাকিস্তান -শনাক্ত ২.১৮ লক্ষ, মৃত্যু ৪.৪ হাজার, পরীক্ষা ১৩.২৮ লক্ষ
(১৮)বাংলাদেশ - শনাক্ত ১.৫৩ লক্ষ, মৃত্যু ২ হাজার, পরীক্ষা ৮.০৬ লক্ষ
পৃথিবীরতে মোট শনাক্ত- ১ কোটি ১০ লক্ষ, মৃত্যু ৫.২৩ লক্ষ
চীন পরীক্ষা করিয়েছে ৯ কোটির বেশি, অর্থাৎ বাংলাদেশের ১১২ গুণ, যুক্তরাষ্ট্র পরীক্ষা করিয়েছে আমাদের ৪৪ গুণ, রাশিয়া করিয়েছে আমাদের ২৫ গুণ, ভারত করিয়েছে আমাদের ১১ গুণ পরীক্ষা। উন্নত দেশগুলো ব্যাপকহারেই পরীক্ষা করাচ্ছে। যেমন যুক্তরাজ্য করিয়েছে প্রায় ১ কোটি। যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে টেস্টের ৮% আর আমাদের ১৯%! ব্রাজিলে শনাক্ত হয়েছে টেস্টের ৪৭%! যদি আমাদের পরীক্ষা বর্তমানের চেয়ে ১০ গুণ করা যেতো আর এই হারে শনাক্ত মোট শনাক্ত হতো ব্রাজিলের চেয়ে বেশি! শনাক্ত যুক্তরাষ্ট্রের হারে হলে- মোট শনাক্ত হতো ভারতের চেয়ে বেশি! বাংলাদেশ শনাক্ত হওয়ার ক্ষেত্রে ১৮ তম হলেও পরীক্ষার ক্ষেত্রে ৩২ তম অথচ জনসংখ্যার দিকে আমাদের অবস্থান ৮ম!
পরীক্ষা আমাদের ১৮ কোটি জনসংখ্যার হিসেবে তুলনা করি-
রাশিয়ার সাথে তুলনা করলে আমাদের পরীক্ষা হওয়ার কথা- ২.৪৯ কোটি, সিংগাপুরের সাথে তুলনা করলে হওয়ার কথা-২.৩৪ কোটি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করলে হওয়ার কথা ১.৯৩ কোটি, চীনের সাথে তুলনা করলে হওয়ার কথা ১.১৩ কোটি। বাস্তবিক বাংলাদেশে পরীক্ষা হয়েছে ৮.০৬ লক্ষ! আরো অনেক দেশেই পরীক্ষা কম হয় বলে রোগী শনাক্তও হচ্ছে কম। করোনায় মারা গেলেও তা হিসেবে আসছে না।
০৩ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৪
মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
মানুষও দেখি মরছে করোনা উপসর্গ নিয়ে, পরিবারের লোকেরা বলছে- ডেঙ্গুতে মরেছে, নিওমোনিয়ায় মরেছে। এরপরেও করোনা উপসর্গে মৃত্যুর অধিকাংশই মিডিয়াতেও আসে না।
২| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৪
হাবিব ইমরান বলেছেন:
সরকারি রিপোর্টে করোনায় মৃত্যু কম হবে এটা ঠিক। কিন্তু অন্যান্য রোগে মৃত্যু বেড়ে যাবে। যেমন, জ্বর-সর্দি নিয়ে মৃত্যু হবে ৫ লাখ মানুষের, ডায়রিয়া নিয়ে মৃত্যু হবে ১ লাখ মানুষের, শ্বাসপ্রশ্বাসের জটিলতা নিয়ে মৃত্যু হবে ২ লাখ মানুষের। এভাবে বিভিন্ন রোগে প্রচুর মৃত্যু হবে।
কিন্তু করোনার লক্ষণ যে এসব রোগ, তা সরাসরি উপেক্ষা করা যাবে। করোনা মোকাবিলায় সরকারের সফলতা পরবর্তী নির্বাচনে জয়লাভের পথ সুগম করবে। করোনা ধরা না খেলে মানুষের আপত্তি করার সুযোগ থাকবে না।
০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:২৯
মুজিব রহমান বলেছেন: নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলেইনা জয়-পরাজয়ের প্রশ্ন উঠবে।
৩| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১২:০১
মুজিব রহমান বলেছেন: নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলেইনা জয়-পরাজয়ের প্রশ্ন উঠবে।
৪| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৩০
নেওয়াজ আলি বলেছেন: আমরা করোনার চেয়ে শক্তিশালী । দেশে হাল চাষ হয় ছাগল দিয়ে তাই এমন বেহাল জমিনের।
০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:২৯
মুজিব রহমান বলেছেন: এগুলো অন্ধ বিশ্বাসের মতো কথাবার্তা বলেন আমাদের নেতৃবৃন্দ।
৫| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৩২
আমি সাজিদ বলেছেন: সংবাদপত্রের শিরোনামও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। করোনার পরিবর্তে পাপলু লিড নিউজ নিচ্ছে। আমরা করোনার চেয়েও শক্তিশালী।
০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৩
মুজিব রহমান বলেছেন: একই শিরোনাম প্রতিদিন চলে না। এক সময় করোনার খবর হয়তো প্রথম পাতাতেই থাকবে না।
৬| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ বলে আজ আমাদের এই অবস্থা।
০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৪
মুজিব রহমান বলেছেন: সিংগাপুর, মালেশিয়া এই সেদিনও দরিদ্র দেশ ছিল।
৭| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৩
মোছাব্বিরুল হক বলেছেন: এই লুকোচুরির শেষ কোথায়....
০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬
মুজিব রহমান বলেছেন: শেষ নেই ...
৮| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘোলা পানিতে মাছ শিকার চলছে।
০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬
মুজিব রহমান বলেছেন: অবিশ্বাস্য!
৯| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: আমি এই দেশে থাকবো না। এই দেশে দুষ্টলোক দিয়ে ভরে গেছে।
০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ৯:১৯
মুজিব রহমান বলেছেন: দুঃখজনক যে বহু মেধাবীরাই দেশ ছেড়ে চলে গেছেন। তারা দেশে থেকে লড়াই করলে আমরা আরো এগিয়ে যেতে পারতাম। অন্যরাও সাহসী হতো কথা বলতে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২০ সকাল ১১:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছেপ দিয়ে লেপ দেয়া কি একেই বলে!!!!!
শুরু থেকেই এই আত্মঘাতি সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে!
কম টেষ্ট কম রোগী বেশী সো কলড সাফল্যের জয়গান!!
প্রথম কয়েকদিন শুধু পত্রিকায় প্রকাশিত ডেথ টোলের হিসাব রেখেছিলাম
যা সরকারী ঘোষনার চেয়ে অনেক ব্যবধানে ছিল!
আর যে গুলো মিডিয়ায় আসে না। বা মৃত্যু রেজি: করার তথ্য সমন্বয় করলে প্রকৃত মৃত্যুর সংক্যা পাওয়া যেত।
হিরক রাজার দেশে আর বলে কি হবে!