![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
আমি সিরাজুল আলম খান একটি রাজনৈতিক জীবনালেখ্য পড়লে মনে হবে- একাত্তরে তিনিই সব করেছেন। জাতীয় পতাকা, জাতীয় সংগীত, জয়বাংলাসহ বিভিন্ন শ্লোগান তার নিউক্লিয়াসই করেছে। ঢাকাসহ দেশজুড়ে সংঘটিত সমস্ত আন্দোলন, পরিকল্পনা, হরতাল বাস্তবায়ন, ১১ দফাসহ ছাত্রদের যাবতীয় কর্মপরিকল্পনা সবই হয়েছে নিউক্লিয়াস ও বিএলএফ এর নিপুণ পরিকল্পনায় এবং এর নেপথ্যে ছিলেন সিরাজুল আলম খান। খটকা লাগে যখন তিনিই বলেন, ‘১৯৬৯ সালের আগে জানতেন না নিউক্লিয়াস ও বিএলএফ এর কথা’। তাদের যাবতীয় কর্মকাণ্ডে মাত্র দুজন বুদ্ধিজীবীকে পেয়েছেন যারা মার্চের আগেই স্বাধীনতার কথা ভাবতে পেরেছিলেন- একজন আমাদের বিক্রমপুরের কামরুদ্দীন আহমদ, আরেকজন প্রগতিশীল বুদ্ধিজীবী ড. আহমদ শরীফ। বুদ্ধিজীবীরা এখনকার মতোই তখনও জন-মানুষের কোন কাজে আসেনি কয়েকজন ছাড়া। একালেও দেখি- অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও আনু মোহাম্মদকে।
বইটি পড়তে গিয়ে বিস্মিত হলাম, যখন দেখলাম ৬ দফা প্রনয়ণের বিষয়টি তিনি জানতেনই না। শেখ মণি তাকে নিয়ে গেল আলফা ইন্সুরেন্স কোম্পানির অফিসে। তাকে বইরে বসিয়ে মণি ভেতরে গেলেন। ৫ মিনিটের মধ্যে মণি এসে টাইপ করা একটি কাগজ তার হাতে দিয়ে মনি আবারো ৫ মিনিটের জন্য ভিতরে গেলেন। এর মধ্যে তিনি দুবার কাগজটি পড়লেন। সামনে থাকা চা খাওয়া হল না। আবেগে মনির ফেরত আসার অপেক্ষা না করেই তিনি বেরিয়ে গেলেন। ইকবাল হলে এসে নিউক্লিয়াসের বাকি দুই সদস্য রাজ্জাক ও আরেফকে দেখালেন। তারা বহুবার পড়লেন ৬-দফার প্রস্তাব। তাদের কাছে এটি ছিল স্বাধীনতার প্রস্তাব। তাদের ম্যাগনা কার্টা বা অধিকারের দলিল। বঙ্গবন্ধু স্বাধীনতার প্রশ্নে যে অনেক দূর এগিয়ে ছিল সেটা তার লেখায় আসেনি। বঙ্গবন্ধুর কৌশলও তিনি প্রকাশ করেননি। ছয় দফাকেই আমরা বলি স্বাধীনতার মূল ভিত্তি। খটকাতো লাগেই- এটা প্রনয়ণের বিষয়ে সিরাজুল আলম খান জানতেনই না। তাই বলতেই পারি তার স্বাধীনতার স্বপ্ন আরো অনেকেই দেখেছেন এবং সে পথেও তারা ছিলেন।
বইতে তিনি দাবি করেছেন- আওয়ামী লীগকে ব্রিটেনের লেবার পার্টির মতো করে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। মনে হবে বঙ্গবন্ধু যেন তার অনুরোধেই আওয়ামী লীগকে ব্রিটেনের লেবার পার্টির মতো করে গড়ে তুলেছেন। তিনি বঙ্গবন্ধুকে বলেন, ব্রিটেনের লেবার পার্টির মতো শ্রমিক-কৃষকদের প্রাধান্য দিয়ে দলকে গড়ে তুলতে হবে। এজন্য শ্রমিক এবং কৃষকদের মধ্যে দলকে নিয়ে যেতে হবে। আমাদের দেশটাকে ব্রিটেনের মতো কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা উচিত। বঙ্গবন্ধু গভীর বিশ্বাস নিয়ে তাকে বললেন, ‘তুই-ই পারবি’। তার অহমিকাই প্রকাশ পেয়েছে এখানে। মনে হবে শেষ পর্যন্ত যে বাকশাল গঠিত হল তা সিরাজুল আলম খানের সেই পরামর্শেই। বিজয়ের পর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তিনি দেশ পরিচালনার জন্য ১৫ দফা প্রস্তাবের ১ম দফাতেই বলেছেন- বিপ্লবী জাতীয় সরকার গঠনের জন্য। মজার ব্যাপার হল, সিরাজুল আলম খান বাকশালেরও বিরোধীতা করে বলেছেন- বিপ্লবী জাতীয় সরকার আর বাকশাল এক নয়। তার অহমিকা প্রকাশের আরেকটি নজির দিচ্ছি। তিনি লিখেছেন- চতুর্থবার দেখা হওয়ার সময় যাদু মিয়া ও তোয়াহা সাহেবের সামনে মওলানা ভাসানী বলেন, ‘তোমরা যদি একজনও সিরাজের মতো হতে পারতা তাহলে আমি অনেক কিছু করতে পারতাম। মুজিবের শক্তিই তো হলো সিরাজ।’ এটুকু পড়লে মনে হবে- শেখ মুজিব যা করেছেন সবই সিরাজুল ইসলাম খানের শক্তির জন্য। তিনি যদি এতোটাই বলশালী হতেন তবে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু তাকে অবশ্যই গুরুত্ব দিতেন। সিরাজুল আলম খান বিভিন্ন স্থানে বলেছেন, অমুকের আমার সাংগঠনিক দক্ষতা এবং চিন্তা-ভাবনার গভীরতার ওপর আস্থা ছিল। এ বিষয়টাও আমার কাছে খুব হালকা লেগেছে। কর্ম দিয়েই বুঝিয়ে দিতে হয় দক্ষতা ও চিন্তা-ভাবনার গভীরতাকে। স্বাধীনতার মতো একটি বড় জায়গায় কারো গুরুত্বপূর্ণ ভূমিকাকে খাটো করা যায় না।
১১ দফা নিয়ে তিনি লিখেছেন- ১১-দফা আন্দোলনের পরিরকল্পনা এবং এর সাংগঠনিক বিস্তারে বলতে গেলে নিউক্লিয়াস এর দায়িত্বপ্রাপ্ত সংগঠকরাই নেপথ্যে মূল ভূমিকা পালন করেছিলেন। ১১-দফা কর্মসূচি প্রণয়ন এবং আন্দোলন পরিচালনার জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে নিউক্লিয়াস নেতাদের তথা তার ভূমিকাই প্রধান ছিল। জয়বাংলা শ্লোগানটি বাস্তবায়নেও তার মূল ভূমিকা ছিল। স্বাধীনতার ইশতেহার প্রণয়নের কাজটি সম্পাদন করার দায়িত্বও তাকে দেয়া হয়। দীর্ঘ আলোচনা শেষে তিনিই বলেন, আমার সোনার বাংলাই হবে আমাদের জাতীয় সংগীত। ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুর রউফকে নিয়ে তিনিই স্বাধীনতার ইশতেহারের খসড়া প্রস'ত করেন যা রাতের মধ্যেই প্রেস থেকে ছাপানো হয়।
বইয়ের শুরুতে তিনি স্বাধীন বাংলাদেশ গঠনের চিন্তা কেন তার মধ্যে আসলো তার একটি ঘটনার কথা বলেছেন। তিনি চাচার কাছে দিল্লি বেড়াতে গিয়ে দেখেন ওখানে সবকিছুই বড়বড়, অথচ ঢাকায় তেমন কিছুই নাই। দিল্লির তুলনায় খুবই মামুলি। শুনে তার চাচা বললেন, ‘ঢাকায় নাই কিন' করাচিতে আছে। রাজধানী না হলে বড় কিছু হয় না। আমরা তো প্রদেশ। সে কারণে আমাদের বড় কিছু নাই’। তার মধ্যে ভাবনা এলো- কোন দেশ যদি স্বাধীন না হয় তবে সে দেশে বড় কিছুই হয় না- এমন একটি ভাবনা তাকে সর্বক্ষণ তাড়িয়ে বেড়াতে থাকে। এরপরে যখন নিউক্লিয়াস গঠিত হয় তখন মনে হবে- ঢাকাকে রাজধানী করে একটি স্বাধীন দেশ গঠনের সেই চিন্তারই বহিপ্রকাশ হল নিউক্লিয়াস। নিউক্লিয়াস এতো কিছু করতো আর আমরা তা জানতে পারলাম বইটি প্রকাশের পরে। এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতোদিন গুপ্ত অবস'ায় রাখার কারণও বোধগম্য হয় না। বইটিতে তার কাজের সীমাবদ্ধতা যেমন প্রকাশিত হয়েছে, তেমনি তার সাংগঠনিক দক্ষতা অতিরঞ্জিত হয়েই প্রকাশিত হয়েছে।
এমন খাপছাড়া নয় তাঁর কাছ থেকে সুলিখিত একটি সত্যনিষ্ঠ সুবিশাল রাজনৈতিক জীবনালেখ্যই প্রতাশা করছি।
০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৯
মুজিব রহমান বলেছেন: তিনি বিপুল কৃতিত্ব দাবি করেছেন যার সাথে অনেকেই একমত হবেন না। আমিও মনে করি তার মূল্যায়ন করবেন অন্যরা। তার বইটি সম্প্রতি পড়লাম তাই কিছু প্রতিক্রিয়া জানালাম দুই কিস্তিতে। বইটি নিয়ে আলোচনা হটাৎ থেমে যায়।
২| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
উনি বুদ্ধিমান মিথ্যুক।
০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৩৫
মুজিব রহমান বলেছেন: কতটা বুদ্ধিমান জানিনা, তবে বুঝি বেশি বুদ্ধিমান হলে এতো ফাঁক রেখে কথা বলতো না।
৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৯
চাঁদগাজী বলেছেন:
যেই কয়েকজন লোক শেখ সাহেবের মাথা গুলিয়ে দিতো, তাদের মাঝে মনির পরই ইহা ছিলেন।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২০ ভোর ৬:২০
শাহ আজিজ বলেছেন: এক ধরনের বাগাড়ম্বরতায় ভরা তার কথা গুলি । যাহোক স্বাধীনতার পর সেই নিউক্লিয়াসই সেই অচর্চিত পথ ও ধারাই খুব তাড়াতাড়ি সেনা শাসনের পথে দেশকে নিয়ে এলো । আমি ২০হাজার মেধাবী কলেজ ছাত্রকে হত্যার দায় দায়িত্ব খান সাহেবকে নিতে বলি , এরমধ্যে আমার বন্ধুও আছে । এগুলো দেশকে সুনিপুনভাবে মেধাশুন্য করার পলিসি । ৯০ হাজার মুক্তিযোদ্ধার শ্রমকে তিনি ও স্বার্থবাদী ক্ষমতালোভী গ্রুপ তুচ্ছ জ্ঞান করেছেন । কত স্বপ্ন তার কত স্বপ্ন তাহেরের ! কেন স্বাধীন রাষ্ট্র গঠনে ধান পান জলের দেশকে অহেতুক সংগ্রামের পথে ঠেলে দিলেন ।
০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৩৯
মুজিব রহমান বলেছেন: তাহের যখন বলে-
জিয়া উইল বি এট মাই নীজ!
আই ক্যান হ্যান্ডল দ্যাট টূ!
তার সবই ছিল ভুলে ভরা ও শিশুসুলভ। যেন পরাজয়ের জন্যই লড়ে যাওয়া।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৭:০৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইতিহাসে সিরাজুল আলম খানের মতো অনেক হিপোক্রেট নেতার আবির্ভাব ঘটেছে, কিন্তু এদের কারণে ঝরে পড়েছে অনেক তরুণ প্রাণ। তার লেফটেনেন্টরা আদর্শ থেকে এমনই পাল্টি খেয়েছে যা তার ও তার অনুসারীদের জন্য চরম লজ্জাজনক।
সিরাজুল আলম খানের ভাগ্য ভালো বলতে হবে, কারণ বর্তমানে তার চাইতে অনেক বেশি হিপোক্রেটরা লাইম লাইটে আসায় তার ভুল-ভ্রান্তি অনেকটা বিস্মৃতির অতলে। বর্তমানে সমাজতান্ত্রিক নেতাদের স্থান দখল করেছে কিছু ধর্মীয় উগ্রবাদী নেতৃত্ব। এরাও তরুণ প্রজন্মকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে এবং সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে হিংসা, দ্বেষ ও অশান্তি।
০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪১
মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ। ধর্মীয় উগ্রবাদীরাই আগামী দিনগুলোতে আমাদের ভূগিয়ে ছাড়বে যদি না ঠিক মতো তাদের দমিয়ে রাখা যায়। মৌলবাদকে রুখতে আমাদের বিজ্ঞানমনস্কতা চর্চার সুযোগ ও সুষ্ঠু গণতন্ত্র প্রয়োজন।
৬| ০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: সিরাজুল আলম সম্পর্কে একটা ধারনা পেলাম আপনার দুটো পোষ্ট থেকে।
০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৪
মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
আরেকটি পোস্ট দেয়ার ইচ্ছা ছিল।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫১
স্থিতধী বলেছেন: মুজিববাদ বলে যে সব তত্ত্বীয় বই/ ধারণা প্রকাশ করা হচ্ছিলো তখন, তাঁর পেছনেও কি মূল মানুষ এই সিরাজুল আলম ?
৮| ০৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ ।
সিরাজুল আলম খানকে নিয়ে একটু গভীর পর্যালোচনা করলে
তার বিষয়ে অনেক স্ববিরোধি কথাই বের হয়ে আসতে পারে বলে মনে হয় ।
আমারাও সেই সময়কার মানুষ, আন্দোলন , রাজনৈতিক তত্ব, দফা, রফা
নিউক্লিয়াস, আকাশ, মহাকাশ, দেশ, বিদেশ অনেক বিষয়েই আমাদের
বেশ কিছু ধারনা ও অভিজ্ঞতা রয়েছে ।
শুভেচ্ছা রইল
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৯
মুজিব রহমান বলেছেন: তিনিও নিজেকে খোলসা করতে ইচ্ছুক নয় বলেই তার জীবনী গ্রন্থটিতে মনে হয়েছে।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার সম্পর্কে উনি যা বলবেন তার চাইতে বেশী গুরুত্বপূর্ণ অন্য মানুষ তার সম্পর্কে কি বলে। একজনের বর্ণনা থেকে ইতিহাস জানতে গেলে ভুল হওয়ার শম্ভবনা আছে। তবে বঙ্গবন্ধু ওনাকে খুব ভালবাসতেন এটা ঠিক। বইটা পড়েছিলাম বছর খানেক আগে।