নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

কায়রো থেকে কেন হিমালয় দেখা যায় না?

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৫


মাওলানা মিজানুর রহমানের আরেকটি ওয়াজের কথা বলি- তিনি বললেন, ‘কায়রো থেকে কাতার যাওয়ার পথে তিনি বিমান থেকে হিমালয় দেখেছেন। এটা নিয়ে হাসি তামাশা করছেন অনেকে। আমরাতো প্রায় ৪ লক্ষ কি.মি. দূরের চাঁদকে দেখি অথচ মাত্র পৌনে তের হাজার কি.মি দূরে থাকা স্ট্যাচু অব লিবার্টিকে দেখি না। কেন? ভাস্কর্যটি অনেক দূরে ও ছোট বলে? আসলে আলো সরল পথে চলে আর পৃথিবী গোলাকার বলেই আমরা পৃথিবী পৃষ্ঠে থাকা ১৫-১৬ কিলোমিটারের বেশি দূরের বস্তুকে দেখতে পাই না। পৃথিবী নিজেই বাঁধা হয়ে দাঁড়ায়। যত শক্তিশালী দূরবীনই হোক স্ট্যাচু অব লিবার্টি দেখা যাবে না এই কারণেই। বড় স্থাপনা আরেকটু দূরে থেকেও দেখা যায়। যেমন নির্মল আকাশ থাকলে আমরা পঞ্চগড় থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখতে পাই। অবশ্য বাংলাবান্ধা থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র ১১ কি.মি. (সম্ভবত পাদদেশ হিসেবে বাংলাদেশের পত্রিকাগুলো লিখছে ১১ কি.মি., গুগলে দেখা যাচ্ছে ১২২ কি.মি.)। আকাশে অনেক ধুলিকনা বা কুয়াশা থাকলে তা আর দেখা যায় না। আর কায়রো থেকে হিমালয় পর্বতমালার দূরত্ব ৫ হাজার কিলোমিটারের বেশি।পৃথিবীর পরিধি ৪০ হাজার কি.মি. ধরলে এই দূরত্বের মধ্যে ৪৫ ডিগ্রি কোন উৎপন্ন হবে। সে হিসেবে কায়রো থেকে হিমালয়ের চূড়া দেখা যাবে যদি তার উচ্চতা কমপক্ষে ২ হাজার কি.মি. হয় (অনুমান করেছি, অংক করিনি)। বিমান সাধারণত ১০ কিলো মিটার উপর দিয়ে চলে। ওই ওপর থেকে দেখতে হলে হিমালয়ের উচ্চতা আরো ১০ কিলোমিটার কম হলেও চলবে মানে ১৯৮১ কিলোমিটার হতে হবে! হিমালয়ের উচ্চতা আবার ৯ কিলোমিটারেরও কম। তাই ওই উচ্চতা থেকে সম্পূর্ণ হিমালয় দেখতে হলে বিমানকে আরো সোয়া দুইশগুন উপর দিয়ে চলতে হবে।কাতার থেকেও হিমালয়ের দূরত্ব ৩২৫৩ কিলোমিটার। সেখান থেকেও দেখা সম্ভব নয়। তার মানে এসব গল্প একেবারেই বানোয়াট! তাহলে কেন বলা হয় এমন বানোয়াট গল্প?

গত বছর তারেক মনোয়ার সাহেবের ওয়াজ খুবই আলোড়ন তুলেছিল। তিনি দাবি করেছিলেন- তিনি আর বিমানে নয়, রকেটেই যাতায়াত করেন। তিনি ইংলিশ প্রিমিয়ার লীগে ফুটবল খেলেছেন। ইত্যাদি দাবিগুলোও হাস্যকর হয়ে উঠেছিল। রকেটতো আর ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করে না। রকেট যায় মহাশূন্যে। চাঁদে তো আর ওয়াজ করতে যাওয়া যায় না। ইংলিশ প্রিমিয়ার লীগেও তিনি খেলেন নি। তাহলে কেন এমন দাবি করেন? নিজেকে বিরাট কিছু জাহির করার জন্যই এমনটা করেন। মাওলানা কাজী ইব্রাহিম সাহেবও এমন সব আজগুবি কথা বলেন যা শুনে সচেতন মানুষ হাসাহাসি করে। তারা নিজেকে এমনসব মানুষের সামনে জাহির করেন যারা এসব বিষয়ে তেমন কিছু জানে না। এসব বিশাল বিশাল দাবি শুনে সরল মানুষেরা ভেবে বসেন- হায়! বক্তা না জানি কতো ওজনদার! সমস্যা হচ্ছে ইউটিউবের পাল্লায় পড়ে। এখান থেকেই বিষয়গুলো সচেতন মানুষের কাছে এসে পড়ে এবং তারা বিস্মিত হয়ে প্রশ্ন তুলেন। অন্য ধর্মের মানুষের কাছে মুসলিমদের ছোট হতে হয়, হাসির পাত্র হতে হয়।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা সব পারে। তারা ঘরে বসে থেকেও অনেক কিছু দেখতে পারে।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১০

মুজিব রহমান বলেছেন: তািই বলে এমন জ্বলজ্যান্ত মিথ্যাচার করবে প্রকাশ্যে?

২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫

নতুন বলেছেন: এই মূর্খ মোল্যারা মর্ডান ভাব নিতে গিয়ে এমন দুই একটা মিথ্যা বলে মানুষের কাছে ভাব নেয়।

ইউটিউবে সবাই দেখে এদের সম্পর্কে সত্যিতা বুঝতে পারবে।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১১

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ। সাধারণত ব্লগারগণ সচেতন। তাদের অধিকাংশই বিষয়টি বুঝেন। সাধারণ মানুষের জন্য জানানো দরকার। আমরা অনবরত লিখতে পারলে ওদের মুখোশ খুলে যেতো।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৯

ইলি বলেছেন: আমি কোন ওয়াজই সুনিনা, কোন বক্তার না। আল্লাহ সবাইকে এদের হাত থেকে রক্ষা করুন, আমিন।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১২

মুজিব রহমান বলেছেন: পাবলিক বাসে যাতায়াত করার কারণে শুনতেই হয়। এছাড়া ওরা কি বলে তা জানার জন্যও জনপ্রিয় সবার ওয়াজই কমবেশি শুনেছি।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১০

এইচ তালুকদার বলেছেন: আরেকটা ব্যাপার খেয়াল করবেন, এরা উদ্ভট তথ্য দেয়ার পাশাপাশি মুল কুরআন এবং হাদিস এর এর আলোচনা খুব অল্প,(তবে আজহারি সাহেব এর ব্যাতিক্রম,এবং এজন্য তার প্রশংসা করতে হয়)

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৪

মুজিব রহমান বলেছেন: ওনি স্টাইলিশ এই আরকি! বাস্তবিক তাদের ভুল ও বিজ্ঞানবিরোধী তথ্য দেয়া ছাড়া পথও নেই।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২

অপু তানভীর বলেছেন: মুরিদগন তো এই সব শুনতে রাজি নয় । হুজুর কইছে মানে হইতেছে তিনি সত্যই দেখেছে । এই সব আহম্মক মুরিদের সংখ্যা কিন্তু কম নয় !

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৫

মুজিব রহমান বলেছেন: তারা ভুল শুনতে শুনতে ভুলকেই সত্য ধরে নেয়। বিজ্ঞানমনস্কতা বুঝে না। এর দায় আমাদেরও আছে। আমাদের বুদ্ধিজীবীরা ভয়ে সত্যটা প্রকাশ করেন না।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



পিরামিডগুলো বেশী উঁচু

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৬

মুজিব রহমান বলেছেন: কার চেয়ে?

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টে সহমত জানাই।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৬

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চাঁদ থেকে চীনের প্রাচীর দেখা যায়,হিমালয়একটা বিশেষ দুরত্ব থেকে দেখা যাওয়ার কথা,সেটা কত মাইল?
পৃথীবি গোলের কারনে বেশি দুরের জিনিস দেখা যায় না,কিন্তু উপরে উঠলে আরো অনেক দুরের জিনিস দেখা যাবে। প্লেন থেকে দেখা যেতেও পারে,আবার নাও পারে।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৭

মুজিব রহমান বলেছেন: পরিষ্কার আকাশ থাকলে সর্বোচ্চ ৩৪০ কি.মি. মাত্র।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২০

অনল চৌধুরী বলেছেন: আমি যখণ ২০০২ সালে চা্যড়িাবান্দা দিয়ে দেশে ফেরার পথে বাংলাদেশ থেকে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখি, তখন সেখানকার অনেক মানুষ সেটা চিনতই না।
তবে এখন সবাই জানে।

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৯

মুজিব রহমান বলেছেন: আমি প্রথম দেখি শিলিগুড়ি থেকে ট্রেনে দার্জিলিং যাওয়ার পথে ১৯৯৮ সালে।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৭

আমি সাজিদ বলেছেন: আজহারি অনেক ভুল কথা বলেন। কিন্তু এগুলো সে চমৎকার কিছু ইংরেজি শব্দ দিয়ে ঢেকে ফেলে। মানুষ তো দেখে কি স্মার্ট ওয়াজি, সব জানেন! আসলে মানুষ ইনফরমেশনগুলো জাজ করতে যায় না। এইত।

১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

মুজিব রহমান বলেছেন: সেটাই তার লক্ষ্য। ইংরেজি শব্দ ব্যবহার করে তার অসচেতন অনুরাগীদের চমৎকৃত করে দেন। তিনি প্রচলিত বক্তাদের বাইরে নন এছাড়া।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: মজার কিছু ওয়াজ শুনেছি।
সেই ওয়াজের ভুল ধরিয়ে দেয়অর জন্য আরো শত শত লোকের প্রচেষ্টা দেখে আরো মজা পেয়েছি। পরে হুজুরদের ব্যাখ্যা আরো নির্মল আনন্দের উৎস হয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

মুজিব রহমান বলেছেন: এগুলো নিয়ে প্রশ্ন তুলতে না পারলে ওরা সরলপ্রাণ মানুষদের আরো পেয়ে বসবে। লুটেপুটে খাবে। তাদের ব্যাখ্যাগুলো বক্তব্যের মতোই একাধারে হাস্যকর ও ভয়ঙ্কর মিথ্যাচার।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৬

শাহ আজিজ বলেছেন: ঠাকুরগাওয়ে সিল্ক মিলে কাজ করার সময় ১৯৯৮ ডিসেম্বরে , ভোরে ছাদে গিয়ে তাকিয়ে থাকতাম হিমালয়ের নিকট অংশ দেখতে । ব্যাপক কুয়াশা আমাকে দেখতেই দেয়নি , কপাল খারাপ ।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০১

মুজিব রহমান বলেছেন: কুয়াশার কারণে আমি টাইগার হিলে গিয়ে সুর্যোদয় দেখতে পাইনি। সাজেকে আবার আকাশ নির্মল পেয়েছিলাম। ঠাকুরগাঁওয়ের ভয়ঙ্কর কুয়াশার খপ্পরে আমিও অনেকবার পড়েছি। দিনের পর দিন সূর্য দেখা যেতো না।

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওয়াজ ফোয়াজ পকেট ভারী করার ধান্দা ছাড়া অন্য কিছু নয়।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৪

মুজিব রহমান বলেছেন: এজন্যই মানুষের পকেট বাঁচানো এবং ভুল তথ্য থেকে রক্ষার জন্য এসব নিয়ে প্রচুর কথা বলা দরকার।

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তািই বলে এমন জ্বলজ্যান্ত মিথ্যাচার করবে প্রকাশ্যে?

আপনি নিজেই ভালো জানেন দুনিয়াটা ঠিকে আছে মিথ্যার উপরে।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৫

মুজিব রহমান বলেছেন: তা মনে করি না। দুনিয়াটা মিথ্যার উপরে টিকে থাকতে পারে না।

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৮

নেওয়াজ আলি বলেছেন: হাছা মিছা বলে পেট পালন। আপনি এইসব মোল্লার কথা লিখে ষভয় নষ্ট করছেন

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫

অনল চৌধুরী বলেছেন: আমি বাংলাদেশ থেকে দেখার কথা বলেছি।
দার্জিলিং প্রথম গিয়েছিলাম ১৯৯৭ সালে।

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

পুলক ঢালী বলেছেন: রকেট বলতে ফান করে ঢাকা খুলনা রকেট স্টিমার সার্ভিস বুঝাননি তো তিনি !
এদেশের ৯৯% (ধারনা করছি) মানুষ আরবী জানেন না আরবীতে ধর্ম চর্চা না করে যদি বাঙ্গলায় করা হতো তাহলে মনে হয় এমন বল্গা ছাড়া বক্তব্য শুনতে হতো না।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৭

মুজিব রহমান বলেছেন: তিনি ক্লিয়ার করেই মহাশূন্যগামী রকেট যানের কথাই বলেছিলেন।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৪

ডাব্বা বলেছেন: তারেক মনোয়ার সাহেব হয়তো ভবিষ্যত থেকে আসা মানুষ।

মিজানুর রহমান সাহেবের ফ্লাইট রুট না জেনে এ ব্যাপারে মন্তব্য করা যাচ্ছে না।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৯

মুজিব রহমান বলেছেন: ভাল বলেছেন। ওনি এমন দাবি করে রক্ষা পেতে পারতেন।
আযহারী সাহেব বিমানে উঠেছেন অনেক। তবে তাদের মিথ্যা/অসত্য ও বানিয়ে বলার অভ্যাসটা অনেক তাই এখানেও বানিয়ে বলতে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.