নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

সর্বত মঙ্গল রাধে!

১৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪১

একটি গান কতবার শোনা যায়? কত শতবার বা কত হাজারবার শুনলেও তৃপ্তি মিটে না? গত কয়েক মাস ধরে অনবরত শুনছি 'সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই' গানটি৷ এটাকেই হয়তো প্রেমে পড়া বলে৷ ভারতীয় পুরাণে রাধা কৃষ্ণের প্রেম অমর৷ স্কুল জীবনে জয়দেবের সচিত্র গীতগোবিন্দ পড়ে বিমোহিত হয়েছিলাম৷ বহুবার পড়েছি আর দেখেছি৷ রাধার প্রেমে না পড়ার সুযোগ ছিল না৷
কয়েক বছরে সুমি মির্জার গানটি শুনতাম৷ ভালই লাগতো৷ 'সর্বত মঙ্গল রাধা'র মতোই কিছুটা৷ কলঙ্গিনি রাধা গানটি আবার অন্য রকম৷ এখানে কৃষ্ণকে হারামজাদা হিসেবে দেখানো হয়েছে আর রাধাকে লম্পট কৃষ্ণের হাত থেকে রক্ষার আকুলতাই প্রকাশ পেয়েছে৷ সরলপুরের তুরিণের গাওয়া গানটি অনেকবার শুনলেও খুব বেশি আকৃষ্ট করেনি৷ কিন্তু মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরীর গানটি হৃদয়ে ঝড় তুলে দেয়৷ বুড়োধাম হুমায়ূন আহমেদকে বিয়ে করায় একটি বিরক্তি ছিল তাঁর প্রতি৷ এই এক গান তাকে নিষ্পাপ রাধায় পরিণত করেছে৷ আমার কাছে মনে হয়েছে গানটি এতো জনপ্রিয় হয়েছে তাঁর কারণেই৷ এখনো তাঁর কিন্নর কণ্ঠ বিমোহিত করেছে৷ আরো ভাল ও নিখুঁত হতে পারতো তবে শাওন প্রায় শত ভাগই দিয়েছে উজার করে৷ চঞ্চল চৌধুরীর জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো উৎরে যেতে পারতো৷
এমন একটি গান কানের কাছে বাজলে অসুস্থতাও ভাল লাগে৷ দুঃসময়ও মনে হয় মধুময়৷ এক গান অনবরত শোনার বাজে অভ্যাস আমার আছে৷ রবীন্দ্রনাথে গ্রাম ছাড়া ঐ রাঙামাটি শুনেছি৷ অঞ্জন দত্তের 'বেলা বোস' ও 'রঞ্জনা আমি আর আসব না' গান দুটি ছিল একটি ক্যাসেটের এপীঠে ওপীঠে৷ সারারাত উল্টিয়ে শুনেছি৷ তৃপ্তি মিটতো না৷ সুমনের তোমাকে চাই গানটিও অসংখ্যবার শুনেছি৷ আর মৌসুমী ভৌমিকের 'আমি শুনেছি সেদিন তুমি' এমনই আকর্ষণ করতো৷ কিন্তু 'সর্বত মঙ্গল রাধে'সবাইকেই ছাপিয়ে গেল৷

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজে গান গাইতে পারেন?

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২০

মুজিব রহমান বলেছেন: গানতো কম বেশি সবাই গাইতে পারে। আমার কণ্ঠ সুরেলা নয়। তবে একসাথে গলা মেলাই। আবার একা একাও গাই। সেটাকে গাওয়া বলতে পারেন, নাও পারেন।

২| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: চমৎকার গেয়েছে দুজন , আরও গাইবে সামনের দিনগুলোতে ।

এখন শুনছি জুবা পে দরদ ভরি দাস্তা পে -------

আমাদের উপমহাদেশীয় অনেক গান আছে সারা দিন ঘুরে ফিরে শোনা যায় , ক্লান্তি আসেনা ।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২১

মুজিব রহমান বলেছেন: হঁ্যা ঠিকই বলেছেন। গানে আমাদের একটি সমৃদ্ধি আছে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৮

রাবেয়া রাহীম বলেছেন: আমিও অনেকবার শুনে থাকি

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২২

মুজিব রহমান বলেছেন: বাস্তবিক বহুবার শোনার মতোই গান।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


ভালো, মনে হয়, আপনি গান বুঝেন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার তো শুনার কথা গন সংগীত,যেখানে জনগনের অধিকার আদায়ের কথা বলা আছে।এমন কি আছে এই গানে আমি বুঝলাম না।না জনগনের কথা না জনগনের অধিকার আধায়ের কথা।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০০

মুজিব রহমান বলেছেন: গান সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নিজেকে তৈরি করার জন্য, বিকাশ ঘটানোর জন্য গান শোনা খুবই গুরুত্বপূর্ণ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৫

রানার ব্লগ বলেছেন: শাওনের কন্ঠে এই গান আমার ভালো লাগে নাই।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০০

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।

ভিন্নমত থাকুক।

৭| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: গানটা খুব সুন্দর।
আমি নিজেই কমপক্ষে দুই হাজার বার শুনেছি।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৩

মুজিব রহমান বলেছেন: বাহ!
আমিও অনেকবার শুনেছি।

৮| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: শাওন আর চঞ্চল খুবই চমৎকার গেয়েছেন।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৬

মুজিব রহমান বলেছেন: কিম্বিনেশন ভাল ছিল।
শাওনের গলাতো খুবই ভাল। চঞ্চলের গলায় কাজ কম।

৯| ২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫২

কবিতা ক্থ্য বলেছেন: আমার কাছে সুমীর গাওয়া টা বেশী ভালো লেগেছে (যদিও মনে হচ্ছিলো- গানের সাথে তার বডি ল্যন্গুেজ বেশি প্রাধান্য পাচ্ছে)
শাওন তো গাইলো অনেল পরে।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৭

মুজিব রহমান বলেছেন: সুমীকে রাধার সাথে কেন যেন মানায়নি মনে হয়েছে। তবে তাঁর গায়কি খারাপ নয়। গানটি খুব ভাল লেগেছে।

১০| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৮

ইসিয়াক বলেছেন: আমিও গানটি অনেকবার শুনেছি। এখনও মাঝে মাঝে শুনি। শাওন ও চঞ্চলের গায়কীও বেশ ভালো।
# হুমায়ুন আহমেদকে বুড়োধাম না বললেও পারতেন।
যাহোক শুভকামনা।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৯

মুজিব রহমান বলেছেন: সে প্রথম বিয়েটিও করেছিল এক কিশোরীকে, দ্বিতীয়টি আরেক কিশোরীকে। দ্বিতীয় বিয়ের সময় সে বুড়োতো ছিলই। শিশু শিল্পী হিসেবে দেখেই নাকি শাওনকে মনে ধরেছিল। আর অবুঝ মেয়েটিকে ফাঁসিয়ে দিয়েছে কথার ফুলঝুড়িতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.