![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................
জীবনযুদ্ধে হেরে গিয়ে মুক্তিযোদ্ধার আত্নহত্যা!!
সুত্র- বাংলা নিউজ২৪.কম ৭/৭/২০১৩
চট্টগ্রামের বাকলিয়ার চরচাক্তাই এলাকায় ভাড়া বাসার নিজ কক্ষে অরুণ বিকাশ দাশ (৬০) নামের এক মুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে একটি চিরকূটে তিনি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। কিন্তু জীবন যুদ্ধে আমি হেরে গেলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
আচ্ছা বুকে হাত দিয়ে বলুনতো,উনার মৃত্যুর জন্যে কি আসলেই কেউ দায়ী নয়?
হ্যা,দায়ী আমি,আপনি,আমাদের সমাজ,৭১ পরবর্তি প্রত্যেকটা সরকার আর আমাদের নোংরা রাজনীতি।
আমরা রাজাকারের বিচার করব কিন্তু তার আগে যে দায়িত্ব,যারা দেশের জন্যে রক্ত দিয়েছেন,জীবনবাজী রেখে যুদ্ধ করেছেন তাদের জন্যে আমরা,আমাদের সরকার কি করেছি?
যেই দেশে রাজনীতিবিদেরা হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করে বিদেশ ভ্রমন করে,সেই দেশে কেন একজন মুক্তিযোদ্ধা জীবন যুদ্ধে হেরে যাবে?
নোংরা রাজনৈতিক কারনে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে বড় বড় চাকরী করে,আর একজন প্রকৃত মুক্তিযুদ্ধা কেন অনাহারে মরবে?
যারা দেশকে জয়ী করতে পারে,তারা কেন জীবন যুদ্ধে হেরে যাবে?কে দিবে এর জবাব?
দেশের জন্যে যুদ্ধ করে আজ তিনি কি পেয়েছেন?পেয়েছেন কি জীবনযুদ্ধে টিকে থাকার ছোট্র একটি অবলম্বন?
একজন যুদ্ধার নিরব প্রস্থানে রয়েছে এই জাতির জন্যে শুধুই ঘৃনা আর না বলতে পারা ধিক্কার!
এই দেশের রাজনীতি মুক্তিযোদ্ধার মুল্যায়ন করতে শিখেনি,শিখেছে শুধু ইশ্যু বানিয়ে ক্ষমতায় আরোহনের কৌশল।
ছিঃ আমাদের রাজনীতি আর দূর্নীতিবাজ নেতারা,তোমরা শুধুই ঘৃনা পাওয়ার যোগ্য।
হে জীবনযুদ্ধে হেরে যাওয়া এই দেশের কৃতি সন্তান,আমাদের ক্ষমা কর।
আমরা নিজেদের দলকে টিকিয়ে রাখার ইশ্যু বানানোর চেতনা শিখেছি কিন্তু প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা আজও অর্জন করতে পারিনি
©somewhere in net ltd.