![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................
নির্ঘুম এই রাতে
ভীষন মনে পড়ে তোমাকে!
তুমি কেমন আছো?
অনেক জানতে ইচ্ছে করে।
আমি একা,বড় একা
কেননা,তুমি নেই পাশে।
আমার অশ্রু ভেজা কষ্টগুলো কেউ দেখবেনা হয়ত
রাতের আধারের মত সবকিছু লুকিয়ে থাকবে
নিঃশব্দভাবে!
ঠিক যেন কবিতা মোড়ানোর শব্দের মত!
ভীষন কষ্টে আছি
©somewhere in net ltd.