নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ স্বাধীন হয়েছে,কিন্তু দেশের মানুষ স্বাধীন হইনি! শুধুমাত্র এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে জীবন্ত লাশের অধিকার! স্বপ্ন দেখি এই শকুনদের হাত থেকে একদিন আমরাও স্বাধীন হব সেদিন হবে আমাদের বিজয়ের পূর্ণতা................

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখ

নিশীর পথিক

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................

নিশীর পথিক › বিস্তারিত পোস্টঃ

___ অতঃপর

১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৩

ধীরে ধীরে স্বপ্নগুলো ভেঙ্গে যাচ্ছে

কেমন যেন মলিন বেশে তাকিয়ে থাকে

আবছা আলোয়।



উদ্যম স্মৃতিগুলো উড়ে বেড়ায়

শুষ্ক ক্লান্তিময় দু চোখে

শব্দহীন নিরবতায়।



মিথ্যে ভালবাসার মেঘ কেটে গেছে

পড়ে আছে মৃদু কম্পন

অশ্রুর বেগে তাও মুছে যায়।



আপন মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে

আমায় একা ফেলে,

নিঃসঙ্গ আমি,আমার অস্তিত্ব হারিয়ে।



বেদনার্ত হৃদয়ে নিরব আমি

হতাশায় ভরা আঁখি

এভাবেই হয়ত চলে যাব একদিন।



অতঃ পর?



একটি মহা শুন্যতা পড়ে রবে

ডায়েরীর শেষ প্রান্তে!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.