![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................
মৃত্যুর দুয়ারে দাড়িয়ে মানুষের অনুভূতি কেমন?
আমি তা জানিনা।
তবে মৃত্যুর দুয়ারে যাওয়ার পথের অনুভূতিগুলো আমি অনুভব করতেছি।
জানিনা এর গন্তব্যস্থল কোথায়।
সেকি সবার মাঝে ফিরে আসা!নাকি অনন্তকালে পাড়ি দেয়া!
তবে সবাই আমার জন্যে দোয়া কর।যদি ফিরে না আসি তবে ক্ষমিও...
©somewhere in net ltd.