![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................
রাস্তায় পড়ে থাকে আমার রক্তাক্ত দেহ
বুলেটে বুলেটে করেছে ঝাঝড়া!
ফিনকি দিয়ে রক্ত বের হয়
রক্ত শোষকেরদল ওরা!!
আদরের ছোট বোনটাও রক্ষা পায়নি
কোমলমতী মায়াবী চেহারায়
আজ দাগ লেগেছে!
ওরা,ওই পাষন্ডেরা
শকুনের পাল ওরা!!
আমার টাকা করছে চুরি
খ্যাতিতে আমার দাগ লেগেছে
মানচিত্রে আজ দূর্নীতির ঘনঘটা
চোর,মহাচোর
দূর্নীতিবাজ ওরা!!
যুগ যুগ ধরে তারা শোষন করছে
রাজপথ রন্জিত হয়েছে স্বাধীনতাকামীদের রক্তে..
তবু পাইনি আমি স্বাধীনতা!
শুধু এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে
আমার জীবন্ত লাশের অধিকার
শকুন,ভদ্রবেশী শকুন ওরা!!
ওরা আমার পায়ে শিকল বেধেছে
ওরা,ওরা আমার মুখে বন্দুকের নল এটেছে
মুখ খুললেই চালাবে ভয়ংকর রক্তের হলি খেলা
আমার মায়ের বুক খালি করতে চায় ওরা
ওরা আমার আবেগ নিয়ে খেলা করে
ওরাজুয়ারী,ওরা মাতাল
ওরা নেশাগ্রস্ত,ক্ষমতার নেশা পেয়েছে ওদের!!
যত রক্ত লাগে রক্ত দিব
রক্তে তোদের ভাসিয়ে দিব
তবু আমার স্বাধীনতা ফিরিয়ে দে
আমার স্বাধীনতা হরণ করার তোরা কারা?
এই দেশ ছেড়ে পালিয়ে যা
ওরে ভিনদেশীদের দালালেরা!!
(পুনশ্চঃএই লেখা কোন বিশেষ ব্যক্তি বা দলকে উদ্দেশ্য করে নয়।যারা দূর্নীতিবাজ,শোষক,মানুষের রক্ত পিপাসু,এই দেশের শত্রু ও ভিনদেশীদের দালাল,তাদেরকে উদ্দেশ্য করে এই লেখা)
©somewhere in net ltd.