নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ স্বাধীন হয়েছে,কিন্তু দেশের মানুষ স্বাধীন হইনি! শুধুমাত্র এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে জীবন্ত লাশের অধিকার! স্বপ্ন দেখি এই শকুনদের হাত থেকে একদিন আমরাও স্বাধীন হব সেদিন হবে আমাদের বিজয়ের পূর্ণতা................

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখ

নিশীর পথিক

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................

নিশীর পথিক › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে ঈদ

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮

আজ খুব ভোরে ঘুম থেকে উঠে রকিব।নামাজে যেতে হবে।ঈদের নামাজ খুব সকাল সকাল হয়।তাই তারাতারি গোছল সেরে নামাজে চলে যায়।

নামাজ থেকে এসেই পাক করে নেয়।খেতে হবে।খেয়েই একটা ঘুম দিবে।এটাই প্রবাস জীবনের ঈদ।খুব সুন্দর একটা ঘুম দিবে।যে ঘুমে আনন্দ থাকেনা,কষ্টও থাকে না।ভুলে থাকা যায় দিনটিকে।এটাকে শূন্যতা বলা যায়।এক শুন্য প্রান্তে অবস্থান...

ফোনটার দিকে চোখ পড়তেই হাতে নেয়।মায়ের সাথে কথা বলে অনেক্ষন।খুব ভাল লাগছে।কেমন যেন একটা আনন্দ লাগছে।মাকে জিঙ্গেস করেছিল,সবার জামা কাপর কিনেছে কিনা?মা বলেছে কিনেছে।রকিবের আর আনন্দের সীমা থাকেনা।মা বাবার মুখে হাসি ফুটেছে।ছোট ভাই বোন তাদের পছন্দমত জামা পেয়ে খুব খুশি।ঈদের যা কিছু লাগে সব কিনেছে।সবাই আনন্দে ঈদ করবে।শুনেই রকিবের মুখে এক চিলতে হাসি ফুটে উঠে।রকিবও তাই চায়।আপন জনের মুখে হাসি ফুটিয়ে তোলার চেয়ে বেশি আনন্দ দুনিয়াতে আর নেই।নিজের অশ্রু এই হাসির মাঝে বিলীন হয়ে যায়।

ইচ্ছে হয় আজীবন প্রিয় মানুষের মুখে হাসি ফুটিয়ে রাখতে।এ যে এক প্রকার সুখ।ভীষন সুখ।যারা নিজেকে নিয়েই ব্যস্ত,এ সুখ বোঝার অধিকার তাদের নেই।

হঠাৎ একটু অস্বস্তি লাগছে।রকিব মিথ্যা কথা বলেছিল।মিথ্যা বলে কেউ শান্ত থাকতে পারে না,তার অস্বস্তি লাগবেই।মা জিঙ্গেস করেছিল,তুই পোশাক কিনেছিস তো?

রকিব ভেবে পায়না কি উত্তর দিবে।এই মাসে বেতনের পুরোটাই পাঠিয়ে দিয়েছে শুধু খাবারের টাকা হাতে রেখেছে।একবার ভেবেছিল কিছু টাকা কম দিয়ে নিজের জন্যে পোশাক কিনে নেই কিন্তু এই টাকায় যদি বাড়িতে ঈদের খরচ নাহয়।যদি মা বাবার কাপড় না কিনে?ছোট কোমল হৃদয়ের ভাই বোনের মুখের হাসিটা যদি ম্লান হয়ে যায়?এসব ভেবে আর নিজের জন্যে রাখেনি।

কি বলবে এখন?সত্য বললে যদি মা কষ্ট পায়?ঈদের দিন যদি মা কান্না করে?নিরবে ভাবতেই থাকে রকিব…

হঠাৎ মুখ থেকে বেরিয়ে আসে,হ্যা মা,আমি সব কিনেছি।হ্যা..হ্যা.. যা যা লাগবে সব।এইতো শার্ট,প্যান্ট,পান্জাবী,সুজ সব কিছু।তুমি কোন চিন্তা করনা..…।এক নিঃশ্বাসে কথাগুলো বলে রকিব।

ফোনের ওপাশে হাসির একটা আভা ফুটে উঠেছে।রকিবের কাছে এই হাসিটা অনেক দামী।যার মুল্য হল অমুল্য।পৃথিবীর সব কিছু এই হাসির কাছে তুচ্ছ।

অনেকে বলে মায়ের সাথে কখনো মিথ্যা বলতে নেই।কিন্তু কিছু কিছু মিথ্যার মাঝেই আনন্দ লুকিয়ে থাকে।এতে দু পক্ষই আনন্দিত হয়।হোক না একটা মিথ্যা কথাই বললাম।তাতে কি?মায়ের মুখে তো হাসি ফুটেছে।একটা মিথ্যা বলে যদি মাকে খুশি করা যায় তাতে মন্দ কি!



ধীরে ধীরে গলাটা ধরে এসেছে।কথার মাঝে জড়তা লেগে আছে।রকিব বুঝতে পারছে,মেঘের গর্জন হচ্ছে,যেকোন সময় বৃষ্টি নেমে যাবে।এই বৃষ্টির ধারায় মাকে দূরে রাখতে হবে,একা একাই ভিজতে হবে বৃষ্টির জলে।

মায়ের কাছ থেকে বিদায় নিয়েই লাইনটা কেটে দেয়।

বিষন্নতা পেয়ে বসেছে।শূন্যতা তাকে গ্রাস করেছে।অতীত স্মৃতিগুলো ভেসে উঠে।অভাব অনুভব করে মায়ের আদর আর ভালবাসার।বাবার সাথে ঈদগাহে যাওয়ার আনন্দটা আজ শুধুই স্মৃতি।ভাই বোনকে নিয়ে একসাথে আর সেমাই খাওয়া হয়না।আজ প্রবাস জীবনে ভুলে গেছে ঈদের আনন্দ!

জীবনের এই পথ শুধুই একাকীত্বের।যন্ত্রনার অনল দাঊ দাঊ করে জ্বলছে।বাহ্যিক আগুন পানিতে নিভে,আর হৃদয় পোড়ানো আগুন পানির সমুদ্র সৃষ্টি করে.... :'(

দূর আকাশের দিকে তাকিয়ে আছে রকিব।একদৃষ্টে দেখছে দূর আকাশের নীলকে....

বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে কপোল,পৃথিবী যদিও তখন শুষ্ক.... :'( :'( :'(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.