নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ স্বাধীন হয়েছে,কিন্তু দেশের মানুষ স্বাধীন হইনি! শুধুমাত্র এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে জীবন্ত লাশের অধিকার! স্বপ্ন দেখি এই শকুনদের হাত থেকে একদিন আমরাও স্বাধীন হব সেদিন হবে আমাদের বিজয়ের পূর্ণতা................

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখ

নিশীর পথিক

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................

নিশীর পথিক › বিস্তারিত পোস্টঃ

কে খুনি?ঐশী নাকি এই সমাজ?

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

ঐশীকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে।

কিন্তু এই ঘটনার জন্যে কি শুধু ঐশী একাই দায়ী?

ঐশীকে এমনভাবে গড়ে তুলতে মা বাবা যেমন দায়ী,তেমনি এই সমাজ,সংস্কৃতির নামে অপসংস্কৃতি কি দায়ী নয়?

যারা পর্দা প্রথার বিরোধীতা করে,নারীর স্বাধীনতার নামে বেহায়াপনাকে সমাজে প্রতিষ্ঠা করতে চায় তারা কি দায়ী নয়?

ইয়াবা সেবন আর বন্ধুদের সাথে বারে যাওয়া তো এই অবাধ মেলামেশাই দায়ী,তাই না?

আবার বিঙাপন দেয় যে,বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল!!

তাহলে ঐশীর মত মেয়েরা বন্ধুদের জন্যে তো মা বাবা কে খুন করবেই তাইনা?

ঐশীর মত মেয়ে গড়ে তুলতে আমাদের এই সমাজ দায়ী।

তাই শুধু ঐশিকে ঘৃনা বা শাস্তি দিলে এর সমাধান হবেনা।এ জন্যে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে।সংস্কৃতির নামে অপসংস্কৃতি বন্ধ করতে হবে।নারী স্বাধীনতার নামে বেহায়াপনাকে বন্ধ করতে হবে।

সন্তানদের ছোটবেলা থেকেই সুশিক্ষা দিতে হবে।তবেই আর এমন ঐশীর জন্ম হবেনা।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০১

কাজীদা বলেছেন: সমাজ পরিবর্তিত হয়েই আজ ধ্বংসের দোরগোড়ায় ।ধর্মীয় অনুশাসনের প্রয়োজনীয়তা আমরা বুঝেও বালির নীচে মাথা পুঁতে রাখি ।পাছে আমাকে জঙ্গিবাদের দোষে দুষ্ট হতে হয় ।

২| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৯

নিশীর পথিক বলেছেন: Right

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কাজীদা বলেছেন: সমাজ পরিবর্তিত হয়েই আজ ধ্বংসের দোরগোড়ায় ।ধর্মীয় অনুশাসনের প্রয়োজনীয়তা আমরা বুঝেও বালির নীচে মাথা পুঁতে রাখি ।পাছে আমাকে জঙ্গিবাদের দোষে দুষ্ট হতে হয় ।

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪

দূর আকাশের নীল তারা বলেছেন: ঐশী ঘটনায় ধর্মকে টেনে আনার প্রচেষ্টা রীতিমত উদ্দেশ্যমূলক। কারণ ধর্ম সমাজের একটি অংশমাত্র। কারণ বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সবকিছুকে ধর্ম দিয়ে ব্যাখ্যা করাও যায় না, ধর্মের দোহাই দিয়ে সবকিছু বদলে দেয়াও সম্ভব নয়। আমার মনে হয়, আমাদের সামগ্রিক কাঠামোই এজন্য দায়ী। প্রথমত: আইন ও বিচার ব্যবস্থা দায়ী, কারণ দেশে মাদক প্রবেশের পথ এবং সমাজে মাদকের প্রসার রোধ করার দায়িত্ব আইন প্রণয়ন ও প্রয়োগকারী সংস্থার উপর। দুটি সংস্থাই একাজে ব্যর্থ বলে প্রমানিত হল। দ্বিতীয়ত: শিক্ষা ব্যবস্থা; ইংরেজী মিডিয়ামে কি শিক্ষা দেয়া হয় জানি না, কিন্তু সামগ্রিকভাবে ইংরেজী মিডিয়ামে পড়ুয়াদের মাঝে সামাজিক নিয়মকে তোয়াক্কা না করার একটা প্রবণতা প্রকটভাবে দেখা যায়। আমার জানামতে, ইংলিশ মিডিয়াম স্কুলে ধর্ম শিক্ষা দেয়া হয় না; অথচ, ধর্ম ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনের যেমন একটি অবিচ্ছেদ্য অংশ। সিলেবাসে এটির অন্তুভুক্তির প্রয়োজন আছে। তারপর ধর্মকে জানার পরও যদি কেউ নাস্তিকতার দিকে যায়, সেটা তার ব্যক্তিগত অভিরুচি। তৃতীয়ত: পারিবারিক বন্ধন। আজকালকার বাবা-মা-রা এত ব্যস্ত যে সন্তানকে সময় দিতে তারা ব্যর্থ, প্রতিদিন সন্তানের খোজ খবর তারা নিতে পারেন না, ফলশ্রুতিতে, সন্তান বখে যাবার অনেক পরে তারা বিষয়টি টের পান। আর যখন টের পান, তখন তারা দ্বিতীয় আরেকটি ভুল করে বসেন: বখে যাওয়া সন্তানের উপর জোর জবস্তি খাটান।
আমাকে যদি কেউ নাস্তিক বলে গালি দিতে চান, নিদ্বিধায় দিতে পারেন। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ধর্ম ব্যবসার সাথে আমি দ্বিমত পোষন করি।

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১

হাসিব০৭ বলেছেন: ভাইজান কিছুক্ষন পরেই কিন্তু আপনাকে হয়ত ছাগু বা হেফাজতের দালাল কথাটি শুনতে হতে পারে তবে ভাই মনে একটা্ই কষ্ট স্বাধীনতার ৪০ বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাধ উপলব্ধি করতে পারি নাই। গুটি কয়েক চাটুকার আর বলদমার্কা ও স্বার্থপর রাজনীতিবিদের কারনে।

৬| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০২

নিশীর পথিক বলেছেন: দূর আকাশের নীল তারা:এখানে ধর্মকে উদ্দেশ্যমুলকভাবে টেনে আনা হয়নি।যদি ঐশীকে ধর্মীয় শিক্ষা দেয়া হত তবে এভাবে অবাধ মেলামেশা করত না,নেশায় আসক্ত হত না।আর এই পরিণতি হওয়ার সম্ভাবনাও ছিল না।তবে আপনার কিছ কথায় যুক্তি আছে।আমি সহমত পোষন করছি।

৭| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬

নিশীর পথিক বলেছেন: হাসিব০৭:ভাই একটা সত্য কথা বলেছেন।এইরকম ট্যাগ অনেক খেয়েছি।কেউ বলে শিবির,কেউ বলে নাস্তিক।এখানেই আমাদের দুর্বলতা যে,আমরা সবাই দলীয় স্বার্থে সত্যকে অস্বীকার করি।যদিও বর্তমান রাজনৈতিক ধারাকে আমি ঘৃনা করি।যারা মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকেও ঘৃনা করি

৮| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

নিশীর পথিক বলেছেন: হাসিব০৭:ভাই একটা সত্য কথা বলেছেন।এইরকম ট্যাগ অনেক খেয়েছি।কেউ বলে শিবির,কেউ বলে নাস্তিক।এখানেই আমাদের দুর্বলতা যে,আমরা সবাই দলীয় স্বার্থে সত্যকে অস্বীকার করি।যদিও বর্তমান রাজনৈতিক ধারাকে আমি ঘৃনা করি।যারা মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকেও ঘৃনা করি

৯| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

নিশীর পথিক বলেছেন: হাসিব০৭:ভাই একটা সত্য কথা বলেছেন।এইরকম ট্যাগ অনেক খেয়েছি।কেউ বলে শিবির,কেউ বলে নাস্তিক।এখানেই আমাদের দুর্বলতা যে,আমরা সবাই দলীয় স্বার্থে সত্যকে অস্বীকার করি।যদিও বর্তমান রাজনৈতিক ধারাকে আমি ঘৃনা করি।যারা মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকেও ঘৃনা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.