![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................
ফেলানী হত্যায় ভারতের প্রহসনমূলক বিচার নিয়ে অনেকেই প্রতিবাদ করে অনেক কিছু লিখেছেন।কিন্তু আমি গতকাল কিছু লিখিনাই।এর একটা কারন আছে।কারনটা হল পাকি দালালদের মত আমাদের দেশে ভাদা মানে ভারতের দালালও আছে।এই বিচারের ব্যাপারে এই ভাদাদের অবস্থানটা জানতেই একদিন অপেক্ষা করলাম।
এই ভাদাদের বড় একটা মিডিয়া আছে,যার স্লোগান হল''যেখানেই দাদাদের জন্য ভাল,সেখানেই আছে মতির আলো''
আশা করি বুঝতে পারছেন।
যেখানে সব পত্রিকা এমনকি ভারতের মানবাধিকার সংগঠন মাসুম পর্যন্ত বলেছে যে এইটা প্রহসনমূলক বিচার,সেখানে এই ভাদা প্রথম আলো প্রহসন বলতে নারাজ।কোন রকম চিপার মাঝে ছোট করে একটা খবর প্রকাশ করেছে।এরই নাম দাদাদের দালালী।
দ্বিতীয়ত্ব,আমাদের সরকার ভারতকে কড়িডোর দিয়েছে,মংলা বন্দর দিয়েছে,সুন্দরবন ধংসকারী রামপাল বিদ্যুত কেন্দ্র স্থাপনের ছাড়পত্র দিয়েছে।
অথচ বর্ডারে হাজারো হত্যার মাঝে মাত্র একটা ফেলানীর বিচার চাইতে পারেনি!
সবচেয়ে বেশি আশ্চর্য হল,এই মামলায় আমাদের সরকার বাদী পর্যন্ত হয়নি!
আর রায় নিয়ে কথা বলবে কিভাবে?ওপাড়ের দাদারা যদি নারাজ হয়,তাহলেতো পরম বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে।
হাজারো ফেলানী নির্বিচারে মারা যাক,তবু বন্ধুত্ব চির অমর হোক!
আর ঠিক এই সময় আমাদের পরের রাষ্ট্রের মন্ত্রী ফেলানীর রক্ত মাখা টাকা দিয়ে লাস ভেগাসে পরম আনন্দ ভ্রমনে দিনাতিপাত করিতেছেন।
দাদাদের হাতে আমি আপনি মরলেও কিন্তু এর বিচার হবেনা,মাইড ইট।
তৃতীয়ত্ব,বিএনপি,জামায়াত,জাতীয় পার্টিসহ অনেক বিরোধী দল আছেন,তারাও কিন্তু এই বিচারের রায় নিয়ে দলীয়ভাবে মুখ খুলেনি!
কি দরকার একটা ফেলানীর জন্যে মুখ খোলার!মুখ বন্ধ রাখলে যদি দাদাদের সাথে সম্পর্কটা মজবুত রাখা যায়,তাতে মন্দ কি?ফেলানী মরুক তবু ক্ষমতায় আশার সুযোগ চাই।
চতুর্থত্ব,আমাদের স্বাধীনতার চেতনাধারী শাহবাগ থেকেও কিন্তু এ ব্যাপারে চুপ!মুসলিম দেশ নামের জঙ্গি হলে লাঠি মিছিল হত,কিন্তু ওরা তো দাদা!দাদারা মেরেছে,তাতে স্বাধীনতা সার্বভৌমত্বে কোন আঘাত লাগেনি।
দাদারা স্বাধীনতার পক্ষের শক্তি,ফেলানী মরুক,পুরো বাংলাদেশ মরুক,তাতে চেতনার সমস্যা কি?
দাদারা তো তাদের সাথে আছে,তাই না?
আর আমাদের কিছু বুদ্ধিপ্রতিবন্দী নাকি বুদ্ধিজীবী আছেনা?যারা রাজনৈতিক স্বার্থে লজ্জা পেয়ে কলম দিয়ে রক্ত ঝড়ায়?
না উনারাও এ ব্যাপারে লিখবেন না।কারন ফেলানীদের রক্ত দিয়েই তো উনারা দলীয় কলাম লিখে।ফেলানীর রক্ত না হলে দলের পক্ষে লিখবে কি দিয়ে?আর পেট চলবে কিভাবে?
ফেলানীকে নিয়ে লিখলে তো আর পেট চলবে না!
সর্বশেষে দানবাধিকার নাকি মানবাধিকার কর্মী কি যেন নাম?
ও হে আন্ধা মিজান!
আমি ভাঙ্গা হারিকেন আর ফিউজ লাইট দিয়া এই আন্ধা দালালটারে খুজতেছি,কারন যেখানে ভারতের মাসুম এটাকে বিচারের নামে প্রহসন বলে বিবৃতি দেয়,সেখানে এই দালালটারে খুজে পাওয়া যাচ্ছে না।
কোন সহৃদয়বান ব্যক্তি এই কানারে খুজে পেলে,অতিসত্বর বর্ডারের কাটাতারে ঝুলিয়ে দিয়ে আসবেন।আশা করি ওপাড়ের শকুনগুলো স্বাদরে গ্রহন করবে।
অবশেষে বলতে চাই,শকুনদের আদালতের রায় আমি মেনে নিলাম,ফেলানী হত্যার জন্যে ওপাড়ের শকুনগুলো দায়ী নয়।তবে ফেলানী হত্যার জন্যে দায়ি এদেশের জন্ম কুলাঙ্গার ভারতীয় দালালগুলো।এই দালালদের কারনেই ফেলানীর মত হাজারো বোন কাটাতারে ঝুলে থাকতে হয়,শকুনদের পাশে বর্ডারের কাটাতারে ঝুলে থাকতে হয় পুরো বাংলাদেশ!
তাই আমি এই ভারতের দালালগুলোর বিচার দাবী করছি।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
রাজীব দে সরকার বলেছেন: এবং ......
পঞ্চমত,
যে সকল হেফাজতী হুজুর ইসলামী শাসনতন্ত্র কায়েমের জন্য লিটার লিটার রক্ত দিয়ে শাপলা চত্বর ধুয়ে দিয়েছেন তারাও কোন বক্তব্য দেয় নি, বিশেষ করে বাবুনগরী আর তেতুল শফী, ব্লগারদের ফাসির দাবীতে যারা চোখের পানি, নুনুর পানি এক করে ফেলেছেন, তারাও এ ব্যাপারে মুখ খোলেনি
কি দরকার, ভারতের সাথে সম্পর্কটা ভালো রাখাটা সবার জন্যই জরুরী!
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
আসিক ইসলাম বলেছেন: আমি ও এই ভারতের দালালগুলোর বিচার দাবী করছি..........
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি নির্মম!! কি পরিহাস দায়মুক্তি.!! সেদিন কাঁটাতারে ঝুলে ছিল কি শুধুই ফেলানি না সেদিন ফেলানীর সাথে ঝুলে ছিল পুরো বাংলাদেশ।
মিজারাতো ব্যস্তা ঐশির নাবালিকাত্ব নিয়ে!!!! ফেলানির জন্য তার সময় কই????
ক্ষমতাসীনরা ব্যাস্ত মাথা নত করতে করতে ভূমিতে সেধীয়ে হলৈও আনুগত্যের পরীক্ষঅ পাশে!!!! বিডিআরের অফিসাররাই যেখানে বলির পাঠা!!!!শত ফেলানী সেখঅনে তুচ্ছ!!!
বিরোধীরা ব্যাস্ত পরাশক্তি পদলেহনে-যেনতেন ক্ষমতায় যেতে!! ফেলানীদের জন্য প্রেম নিয়ে আগুনঝড়া আন্দোলনে ক্ষমতা লাভে যে মহত্ব তা প্রয়োজন নেই!!!তারা চায় কর্পোরেট ক্ষমতারোহন!!!!!
আর বাকী রইল কে?
আপনি আমি!!! ক্ষমতাহীন আমজনতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: ভারতীয় দালালদের বিচার হবে কি করে, যেই বিচার চাবে তাকেই রাজাকার টাইটেল দিয়ে দেয় এই সব চেতনা বিক্রিকারীরা।
ভারতীয় দালালদের মনে হয় এটাই ইচ্ছা ছিলো।
জনগনকে বোকা বানিয়ে, শহীদদের রক্তের অবমাননা করে রক্ত চোষা ভারতের হাতে দেশে মাথা বেচে দেয়া।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
নিশীর পথিক বলেছেন: রাজীব দে সরকার :আপনার কথাটি এইজন্যেই মানতে পারলাম না যে,হেফাজত দেশের স্বাধীনতার ব্যাপারে আগেও কিছু বলেনি আর এখনও নিরব।তারা স্বাধীনতার চেতনাধারী এমন কোন বক্তব্যও দেয়নি।তাই এখন নিরব থাকাই সাভাবিক।
আর যে আন্দোলন করে রক্ত দিয়েছে সেটা ধর্মীয় ব্যাপারে,দেশের সার্বভৌমত্বের জন্যে নয়।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
উযায়র বলেছেন: ফেলানীর খুনি ভারতীয় শকুন নয়,দায়ী হল এদেশে জন্ম ভারতীয় দালালেরা।এই দালালদের বিচার চাই।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
উযায়র বলেছেন: পোষ্টে ++++++++++++++++++++++++++++++++++
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২
রাজীব দে সরকার বলেছেন: @নিশীর পথিক
হেফাজত তাহলে কিসের চেতনাধারী ভাই?
দেশে অরাজকতা তৈরী করে, পতাকা পুড়িয়ে, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে তারা কি দেশের মানুষের সাথে অন্যায় করে নাই? তাদের হাজার হাজার (!!!) মৃত কর্মীদের কথা বিশ্বে প্রচার করে দেশের জন্য বুঝি অনেক সুনাম বয়ে এনেছেন???
আর গণজাগরণ মঞ্চ কবে বলেছে যে দেশের সকল বিষয়ে তারা একটা করে বিবৃতি দিবে?
শোনেন ভাই
স্বীকার করেন যে আমরা সবাই এক একজন ভারতের দালাল
কারন আমার-আপনার মা-বোনরাই ওদের দেখানো সিরিয়াল আর টিভি প্রোগ্রাম ছাড়া একদিনও থাকতে পারেন নাই, আমি আপনিও ওদের তৈরী প্রসাধনী ছাড়া দাঁড়ি কামাতে পারি না, ওদের তৈরী কাপড় ছাড়া আমাদের ফরমাল ড্রেস হয় না, বাজারে গিয়ে আমরা কি আদৌ 'মেইড ইন বাংলাদেশ' কিছু খুঁজি? একটু তাকিয়ে দেখি আমরা যে আমাদের ঘর ভরা ওদের কতো কিছু!
সুতরাং পালটাতে হলে আগে পালটাতে হবে নিজেকে!
'ফেলানী'রা আগেও মরেছে, সামনেও মরবে
আমাদের আগেও কিছু যায় আসে নি, দুই দিনের জন্য লাফালাফি
দুই দিন পরে আমাদের কিছুই যায় আসবে না
দুইদিন পর সব ভুলে গিয়ে আমি-আপনিই ওদের স্পোর্টস চ্যানেলে খেলা দেখতে বসে যাবো
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
তারিন রহমান বলেছেন: কেউ ভারতের দালাল আর কেউ পাকি দালাল .....
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
নিশীর পথিক বলেছেন: রাজীব দে সরকার ভাই আমি আগেই বলেছি হেফাজত স্বাধিনতার ব্যাপারে আগেও নিরব ছিল,এখনও নিরব।
আর শাহবাগ মঞ ত্বকী হত্যা নিয়ে প্রতিবাদ মিছিল করতে পারে,আর দেশের স্বাধীনতা নিয়ে বলতে পারেনা!তার মানে কি দাড়াল?এরা স্বাধীনতার পক্ষের নয়,শুধু মাত্র একটা দলের পক্ষের?তাহলে কেন বলা হয় তারা স্বাধীনতার পক্ষের?
আর আপনার শেষের কথাগুলোর সাথে আমি সহমত।
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০
রাজীব দে সরকার বলেছেন: ত্বকীর বাবা নিবিড়ভাবে গণজাগরণ মঞ্চের সাথে যুক্ত ছিলেন
সেখানে একটি হত্যার প্রতিবাদ কি অমূলক??
শোনেন ভাই, দেশের পতাকা যখন হেফাজত পোড়ায়, ৩৫০ হিন্দু মন্দির ভাঙ্গা হয়, বৌদ্ধ মন্দিরে আগুন দেওয়া হয় - তখন যদি স্বাধীনতার কোন কিছু না যায় আসে, তাহলে এখনও কিছু যায় আসবেনা
নাকি হুজুররা পাপ করলে সেটা স্পেশাল ভাবে মাফ দেওয়ার বিধান আছে?!
সহমত প্রকাশের জন্য ধন্যবাদ
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩২
নিশীর পথিক বলেছেন: রাজিব দে সরকার @ভাই আপনি তো মিথ্যের সাথে জড়িয়ে আছেন।
ত্বকী হত্যার পর শিবিরের বিরোদ্ধে প্রতিবাদ মিছিল করেছিল।কিন্তু যখন প্রকাশ হল যে খুনী আওয়ামীলীগ নেতা শামীম ওসমান,পরে কেন প্রতিবাদের মুখ বন্ধ?নাকি আওয়ামী খুনীর বিচার চাইতে নেই?
আর হেফাজত যে মন্দির পুড়িয়েছে তার প্রমান কি?বরং আওয়ামী নেতা শহীদ মিনার ভেঙ্গেছে,মন্দির ভেঙ্গেছে পরে পুলিশ পাগল বলে ছেড়ে দিয়েছে।তার প্রমান আছে।তাহলে আওয়ামী নেতার বিরোদ্ধে কেন প্রতিবাদ করেনি?
ভাই মিথ্যাকে ছুড়ে ফেলে,সত্যের পিছনে আসুন।তাহলেই এ দেশের স্বাধীনতা রক্ষা সম্ভব।
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
রাজীব দে সরকার বলেছেন: মিথ্যা কে ছুড়ে ফেলে কোন সত্যের পেছনে যাবো?
২৫০০ হাজার তৌহিদী হুজুরের লাশের সত্য?
'শাহবাগ মঞ্চ ত্বকী হত্যা নিয়ে নিয়ে প্রতিবাদ করেছে' এই ইস্যু আপনি এনেছেন আলোচনায়, আমি না
যে হেফাজত গণতন্ত্র চায় না, মেয়ে মানুষকে তেঁতুল মনে করে (এর মধ্যে আপনার মা-বোনও আছে কিন্তু, মা-বোনদের দেখলে শফী হুজুরের মুখ লালায় ভরে যায় জানেন তো?)
যে হেফাজত পতাকাকে সম্মান দিতে জানে না
দেশে নৈরাজ্য আতঙ্ক তৈরী (এতোদিন জানতাম এগুলো রাজনৈতিক দলগুলোই শুধু করে), সেই হেফাজতের সত্যের (!) পেছনে গিয়ে আপনি দাঁড়ান, আমার ইচ্ছা নাই
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১
গ্রীন পয়জন বলেছেন: পোষ্টে আইতে না আইতেই দেখি পোষ্টটাতে ভারতীয় বীর্যের পয়দা এক ***শ্যা ***গীর জারজ পোলা ল্যাদাইয়া গন্ধ কইরা ফালাইচে!!! শু্ওরের বাচ্চাটারে লাথ্থাইয়া বাইর করেন আগে!!
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
মদন বলেছেন: একমত