নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ স্বাধীন হয়েছে,কিন্তু দেশের মানুষ স্বাধীন হইনি! শুধুমাত্র এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে জীবন্ত লাশের অধিকার! স্বপ্ন দেখি এই শকুনদের হাত থেকে একদিন আমরাও স্বাধীন হব সেদিন হবে আমাদের বিজয়ের পূর্ণতা................

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখ

নিশীর পথিক

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................

নিশীর পথিক › বিস্তারিত পোস্টঃ

এক্সপো ২০২০: সরকারের একটি ভোট ও প্রবাসীদের ভাগ্য

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রদর্শনী ওয়ার্ল্ড এক্সপো-২০২০’র ভেন্যু নির্বাচন চলছে আর এই নির্বাচনের সাথে জড়িত আছে লক্ষ লক্ষ বাংলাদেশীর ভাগ্য ।

দুবাই অংশগ্রহন করেছে এই এক্সপো ২০২০ তে।

বর্তমানে দুবাইতে আমাদের ভিসা বন্ধ।এমনকি ফ্রীজোন ভিসাও ট্রান্সফার হয় না।

এই অবস্থায় যদি বাংলাদেশ দুবাইকে ভোট দেয় তবে নতুন ভিসা ইস্যুর সুবিধা পাওয়া যাবে।যারা দুবাই প্রবাসী আছি তারাও স্বস্তি ফিরে পাব।

নেপাল দুবাইকে নৈতিক সমর্থন দিয়ে ৩ লক্ষ ভিসার নিশ্চয়তা নিয়েছে।

এখন বাংলাদেশ সরকার কি করবে?যদি দুবাইকে ভোট দেয়া না হয়,তবে আরবদেশগুলোতে হয়ত আমরা কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে,যার ফলে রেমিটেন্স কমতেই থাকবে,যা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলবে।

এখন সরকার কি আমাদের প্রবাসীদের জন্যে দুবাইকে ভোট দিবেন?নাকি রাজনৈতিক স্বার্থে রাশিয়া বা অন্য কাউকে ভোট দিবেন?

আর এ ব্যাপারে আমাদের মিডিয়াগুলো কি কিছু বলবে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

তামিম ইবনে আমান বলেছেন: জনগনের কথা কেউ চিন্তা করে নাকি?

সৌদিতে বাংলাদেশিরা এখন ওয়ার্ক পারমিট রিনিউ করায় প্রায় ২ লক্ষ টাকা দিয়ে। ১ বছরের জন্য। আগে যেখানে ৫০ এর নিচে লাগতো। এসব ব্যাপার তো গভর্নমেন্ট দেখে না। ২ লাখ টাকা যদি ওয়ার্ক পারমিট নিতেই লাগে তাহলে দেশে পাঠাবে কি?

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

নিশীর পথিক বলেছেন: It is the problem for us that our govt are stupid.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.