নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ স্বাধীন হয়েছে,কিন্তু দেশের মানুষ স্বাধীন হইনি! শুধুমাত্র এক শকুন হতে অন্য শকুনের হাতে পড়েছে জীবন্ত লাশের অধিকার! স্বপ্ন দেখি এই শকুনদের হাত থেকে একদিন আমরাও স্বাধীন হব সেদিন হবে আমাদের বিজয়ের পূর্ণতা................

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখ

নিশীর পথিক

অন্ধকার নির্জন রাতে সিগারেট টানতে টানতে একাকী হেটে বেড়াতে ভাল লাগে। ভাল লাগে নির্ঘুম রাতে সমুদ্রের পাড়ে বসে একা একা কাদতে। মাঝে মাঝে নির্ঘুম রাতগুলো ভীষন কাদায়,বেচে থাকার আশা ক্ষীণ হয়ে যায় তবুও বেচে আছি,বেচে থাকার প্রয়োজনে। স্বপ্নময় চোখে বারবার স্বপ্ন দেখি,স্বপ্নগুলো ভেঙ্গে যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নিয়েই আমার বেচে থাকা বেচে থাকা কারও ফিরে আসার অপেক্ষায়........................

নিশীর পথিক › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪২

তোমায় যেদিন হতে হারিয়েছিলাম

যেদিন বাধন ছিড়ে চলে গিয়েছিলে

সেদিন হতেই আমি শূন্য

শূন্যতা আমায় ঘিরে রেখেছে।



দিকভ্রান্তের মত কাটছে আমার দিনগুলো

কখনো ঢেউ ভাঙ্গা নদীর তীরে

কখনো খোলা আকাশের নিচে দাড়িয়ে

খুজে বেড়াই আমার ফেলে আসা দিনগুলোকে।



প্রতিটা রাত কাটে আমার নির্ঘুম

কান্নাগুলো অশ্রু হয়ে ঝরে

নিজেকে খুজতে গিয়ে কতবার হয়েছি ব্যর্থ!

আমার মাঝেও তোমাকেই খুজে পাই।



তোমার কি মনে আছে?

সেই বর্ষার পূর্ণিমা রাতে ভেলায় বসে

আমায় জিজ্ঞেস করেছিলে,

জীবনের অর্থ কি তুমি ছাড়া?



নির্বাক আমি শুধুই দর্শন করেছিলাম

তোমার জোৎস্না মাখা মুখ!

আজ তবে বলি,তুমি ছাড়া জীবনের অর্থ শূন্য

শুধুই শূন্যতা......।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে কবিতাখানি

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

নিশীর পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.