![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাতের মর্যাদা আমি আবারও বুঝলাম
অবশ্যই তা হারানোর পর___!
দীর্ঘ ঘুমে ক্লান্ত মস্তিষ্কের প্রতিটি স্নায়ুকোষগুলো যখন
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নাগরিকের মতন
বিদ্রোহ করে উঠে তোমার জন্যে,
বিজ্ঞজনের মত আফিম খাইয়ে নেশাচ্ছন্ন করে
পাঠিয়ে দেই ওদের আবারও ঘুমের রাজ্যে।
বাধ্য মন হয়ে ওঠে অবাধ্য;
আদিম আকাঙ্ক্ষায় নেশাখোর কোষগুলো তড়িৎ গতিতে
দেহজুড়ে বইয়ে দে' তরঙ্গ;
তোমার - আমার "Entanglement particle" এর সম্পর্কটুকু ও
নিশ্চিহ্ন হয়ে যায়!
আমার দু চোখ তখন খুঁজে ফিরে
পরনারী,
তাদের সরু কোমর,
ঢেউতোলা বক্ষ,
কোমল ঠোট !
আমি তখন আবারও বুঝলাম তোমার মর্যাদা!
©somewhere in net ltd.