নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একজন মানুষ,যে কিনা পৃথিবীর মানুষ গুলোকে হাসতে দেখলেই হাসে,আর কারো কান্না সহ্য করতে পারেন না। তবে অন্যায়ের প্রতিবাদ জানাতে ভুল করেন না।
আসসালামু আলাইকুম। তুরস্কের সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপের নাম "তুর্কি বুর্সলারি স্কলারশিপ"। ২০২১ সেশনের জন্য আবেদনের সময়সীমা ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষিত হয়েছে। নিচে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উল্লেখ করা হলো।
আবেদনের সময়কালঃ
তুর্কি বুরসলারী স্কলারশিপ ২০২১ সেশনের আবেদনের সময়সীমা আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকবে।
যা যা থাকছে স্কলারশিপেঃ
1) সম্পূর্ণ টিউশন ফি।
2) মাসিক বৃত্তি- অনার্সের জন্য ৮০০ লিরা, মাস্টার্সের জন্য ১১০০ লিরা এবং পিএইচডির জন্য ১৬০০ লিরা।
3) মূল কোর্স শুরু হওয়ার আগে এক বছরের ফ্রি তুর্কি ভাষা শিক্ষা কোর্স।
4) সরকারি/বেসরকারি ডর্মিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা (সকাল ও রাতের খাবারসহ)
5) মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টসরা ডর্মেটরিতে না থেকে আলাদা বাসায় থাকতে চাইলে ৫৫০ লিরা বাসা ভাড়া বাবদ অতিরিক্ত দেয়া হবে। তবে অনার্সের স্টুডেন্টসদের জন্য দেয়া হয়না।
6) প্রথমবার আসা ও কোর্স শেষে নিজদেশে যাওয়ার বিমান টিকেট (তার্কিশ এয়ারলাইন্সে)।
7) স্বাস্থ্যবীমা।
আবেদনকারীর যোগ্যতাঃ
1) আপনি তুরস্কের নাগরিক নন।
2) তুরস্কের কোন বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হন নাই।
3) আপনি স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি কিংবা রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে ইচ্ছুক।
4) আপনার এসএসসি/দাখিল, এইএইচসি/আলিম পরীক্ষায় ৭০% মার্ক থাকে তাহলে অনার্সের জন্য, আর উল্লেখিত পরীক্ষাগুলো এবং অনার্সে ৭৫% মার্ক থাকে তাহলে মাস্টার্সের জন্য, আর মাস্টার্সসহ সকল পরীক্ষায় ৭৫% মার্ক থাকে তাহলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন, তবে মেডিকেল ছাত্রদের বেলায় ৯০% মার্ক থাকা লাগবে।
বিঃদ্রঃ অনার্সের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৭০% মার্ক সমান বাংলাদেশের জিপিএ- ৩.৪০। মাস্টার্স ও পিএইচডির জন্যঃ এসএসসি ও এইচএসসিতে ৭৫% মার্ক সমান বাংলাদেশের জিপিএ-৩.৬৭ এবং অনার্সে সিজিপিএ-২.৯৩ (মাস্টার্সের জন্যেও প্রযোজ্য)। তবেমেডিকেলের জন্য দুটোতেই গোল্ডেন থাকা চাই।
বয়সসীমাঃ
১. স্নাতকের জন্য আবেদন করতে বয়স হতে হবে ২১ বছরের নিচে।
২. স্নাতকোত্তর জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩০ বছরের নিচে।
৩. পিএইচডির জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩৫ বছরের নিচে।
৪. রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে বয়স হতে হবে ৪৫ বছরের নিচে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
ক) সাদা ব্যাকগ্রাউন্ড একটা পাসপোর্ট সাইজের ছবি।
খ) পাসপোর্ট অথবা জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদের স্ক্যান কপি। (ইংরেজি কপি হতে হবে)
গ) SSC বা দাখিল এবং HSC বা আলিমের মুল সার্টিফিকেট ও মার্কশিটের স্ক্যানকপি।(কোথাও হতে সত্যায়িত করতে হবে না।)
বিঃদ্রঃ সর্বনিম্ম ৪.৫০ এর উপরে হলে এপ্লিকেশন করে স্কলারশিপ এর স্বপ্ন দেখতে পারেন৷ এর নিচে হলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে মার্কস ৭০% এর বেশি থাকলে স্কলারশিপ এর জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। তবে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে জিপিএ ৫ প্রধান্য বেশী পায়।
ঘ) মেডিকেল ডিপার্টমেন্টগুলোতে এপ্লিকেশন করতে SSC এবং HSC দুটোতেই ৯০% মার্কস থাকা আবশ্যক৷ অন্যথায় স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা নেই৷
ঙ) ইংলিশ মিডিয়ামে পড়তে চাইলে GRE, TOFEL অথবা ভাষা যোগ্যতামুলক কোন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকলে শো করতে পারেন।(যদিও তার্কিশ মিডিয়ামে পড়তে TOFEL লাগবে না,তবে ইংলিশ মিডিয়ামে পড়তে চাইলে অবশ্যই দেখাতে হবে)
বিঃদ্রঃ তুরস্কের কোন বিশ্ববিদ্যালয় IELTS সার্টিফিকেট গ্রহণ করে না।
চ) এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট। (আপনার এপ্লিকেশনকে সৌন্দর্যবর্ধন করে স্কলারশিপ পেতে সহায়তা করবে)
ছ) দুইজন প্রফেসর থেকে রিকমেন্ডেশন লেটার। এ ক্ষেত্রে চাইলে আপনার কলেজের প্রিন্সিপাল স্যারের কাছ থেকেও নিতে পারেন।
জ) মাস্টার্স ও পি এইচ ডি এর জন্য কোন লেখা পাব্লিকেশন (যদি থাকে) তার কপি। (পি এইচ ডি এর জন্য প্রকাশনা ছাড়া স্কলারশীপ পাওয়া অসম্ভব)।
(নোটঃ মাষ্টার্স ও পি এইচ ডি করতে চাইলে অনার্স ও মাষ্টার্স এর সার্টিফিকেট লাগবে। ফাজিল (৩ বছরের) কামিলের সার্টিফিকেট দিয়ে অথবা কওমি মাদরাসার সার্টিফিকেট দিয়ে এপ্লিকেশন করা যাবেনা।)
উপরোক্ত সকল ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ ফাইল বানিয়ে আপলোড করতে হবে
যে কোন ধরনের সহযোগীতার জন্য কমেন্ট কিংবা পোস্ট করতে পারেন, আপনাদের জন্যই আমাদের এই ফ্রি তথ্য সেবার প্ল্যাটফর্ম। সবার জন্য শুভকামনা রইলো।
২| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০১
আতিকুররহমান আতিক বলেছেন: পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে নাকি শুধু আবেদন করলে সেখান থেকেই যাচাই বাছাই করবে?
০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৩
পথিক৬৫ বলেছেন: ২য় রাউন্ডে গেলে সাক্ষাতকার আছে। যেটাই পরিক্ষা।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মাস্টার্স এর জন্য যদি অনার্স-মাস্টার্স দুইটারই সার্টিফিকেট লাগে, বেশীরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো রেজাল্ট পাবলিশ করার পর ও অনেকদিন লেগে যায় সার্টিফিকেট দিতে, সেক্ষেত্রে করণীয় কি?
০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৪
পথিক৬৫ বলেছেন: শেষ যে রেজাল্ট হাতে আছে সেটা দিয়ে আবেদন করবে। তবে সাক্ষাতকারে ডাকলে তখন ফাইনাল রেজাল্ট সাথে থাকতে হবে। সাক্ষাতকার জুন-জুলাই এর দিকে হয়
৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছাত্রদের জন্য উপকারী পোষ্ট!
+++
৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪০
রুদ্র নাহিদ বলেছেন: তুরস্কে পড়াশোনায় সুযোগ সুবিধা কেমন?
৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহারে! এই সুযোগ গ্রহণ করার বয়স নাই! আফসোস !!
৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: তুরস্ক একবার যাওয়ার ইচ্ছা আছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ সুন্দর তথ্য দিয়ে উপস্থাপন করার জন্য। প্রবাসে যারা এই সব বিষয়ে জ্ঞান রাখেন তারা পোস্টের মাধ্যমে দেশের শিক্ষানুরাগীদের উপকৃত করতে পারেন। যা উন্নত শিক্ষার সহায়ক তথ্য হিসেবে প্রশংসনীয়।