নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

/:) বড়বেলার গল্প ২: ডিপ্রেশন /:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

আমার বড় হওয়ার পথে সবথেকে বেশি যে জিনিসটার সাথে আমার দেখা হয়েছে বিভিন্ন সময়ে তা হল ডিপ্রেশন। প্রথম কখন ডিপ্রেশনে পড়েছিলাম যতটুকু মনে পড়ে তা হল কোনো এক ৩১শে ডিসেম্বরের রাতে, যখন এলাকার বড় ছোটো সব ভাইয়ারা আনন্দের সাথে পটকা ফুটাচ্ছিলো আর আমি বসে বসে ভাবছিলাম, কেন যে মেয়ে হলাম। একটুও আনন্দ নাই জীবনে। সেই থেকে শুরু, তার শেষ এখনও হয় নাই। ডিপ্রেশন যেন একটা মেয়ের জীবনে ওৎপ্রোতভাবে জড়িয়ে আছে।কেন, তা বলি।যখন রাস্তায় হাঁটি তখন ইভটজিং এর শিকার হইনাই এমন মেয়ে নাই। কিন্তু আরও অনেক কিছু আছে যা অনেকই জানে না। আমার জীবনের একটা ঘটনা বলি। আমি তখন ক্লাস এইটে পড়তাম। আমাকে স্কুলে যাওয়ার পথে একটা লোক ডিস্টার্ব করত, আমাদের এলাকাতেই থাকত লোকটা।কিন্তু আমি এই কথাটা বাসার কাউকেই বলতে পারিনি। কেন জানেন ? আমার স্বাধীনতা খর্ব হওয়ার ভয়ে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাসার সবাই জেনে গেল। কিভাবে, তা বলবো না।অনেক বড় কাহিনী, তাই। কিন্তু তারপর কি কি হল তা বলবো। আম্মুর হাতে কঠিন একটা চড় খেলাম। বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা ভাবতো এখানে আমার কিছু একটা দোষ আছে। বারান্দায় (আমার একমাত্র পছন্দের জায়গা আমার বাসায়) আমার যাওয়া বন্ধ হয়ে গেল। জানালা থেকে দশ হাত দূরে থাকতে লাগলাম। কি যে কঠিন সেই সময় আর কি যে কঠিন সেই ডিপ্রেশন তা কাউকেই কখনো বুঝাতে পারবো না ।

এটাই শেষ না। আরও অনেক ডিপ্রেশনের সময় পার করেছি। কলেজে উঠে প্রথম ভালোলাগার শেষটা যখন হল আমার চেহারা সুন্দর না (এখানেও অনেক বড় কাহিনী আছে)এই ফলাফলে তখন বুঝলাম এই দুনিয়া মেয়েদের শুধু সৌন্দর্যটাই বুঝে,মন বুঝে না। ডিপ্রেশনের চরম ফলাফল, কান্না আর তাতেও যখন কাজ হল না,মরে যাবার চিন্তা করা। কিন্তু কিভাবে জানি সেই সময়গুলোও পার করে ফেললাম। তাও সেই কঠিন সময়ে কিভাবে কিভাবে জানি এইচ.এস.সি.তে জিপিএ ৫ ও পেলাম। মা একটা কথা বলত,"মেয়েরা হল ঘাসের মতো,রাতে পদদলিত ঘাস ভোরের আলোতে আবারও মাথা তুলে দাঁড়ায়।" প্রমাণ পেলাম হাতেনাতে।

দিন কেটে যাচ্ছে। কিন্তু ডিপ্রেশনের ধরণ বদলালেও এই জিনিসটা আমার পিছু ছাড়েনি এখনও। তবে একটা জিনিস খুব ভালো বুঝেছি, ডিপ্রেশন , ছ্যাঁকা, ব্যর্থতা যত কিছুই থাকুক না কেনো, জীবন একটাই। তাকে আত্মহত্যার মতো একটা লজ্জাজনক সমাপ্তি না দেওয়াই জীবনের সফলতা। যখন পেপারে প্রতিদিন আত্মহত্যার খবর পড়ি তখন মনে হয় , এরা কেন বুঝেনা , জীবন কতো মূল্যবান । প্রতিটি দিন নতুন একটা স্বপ্নের জন্ম হয় । সেই স্বপ্নকে সত্যি করার জন্যেই আমাদের বাঁচতে হবে ।

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

শিশেন সাগর বলেছেন: লেখার শেষ দিকে এসে আপনি দারুণ কিছু কথা বলেছেন। আসলেই জীবন তো একটাই। আসলে আমরা সবাই কষ্টে থাকি সবাই, কোন না কোন একটা কষ্ট আমাদের সবারই থাকে অবিরত। তবে মেয়েরা যে স্পেসিফিক নির্যাতনের শিকার হয় আমাদের দেশে অথবা আমাদের উপমহাদেশে তা ভাবতে গেলে সত্যি হাপিয়ে উঠি। সারাটা জীবন জুড়ে যেনো একটা দীর্ঘ যুদ্ধ। একের পর এক চলতেই থাকে। তবু আশা ছেড়ে দিলে আর থাকলো কি। ভেবে দেখুন আমাদের এই সময়ে আমরা তাও ভালো আছি ইন্টারনেট আছে। নিজের কথা লিখার সুজোগ আছে অন্যের সাথে কথা বলার সুজোগ আছে। সময় কাঠাবার অবসর আছে। অগুছালো করে এটুকুই বলার যেভাবেই থাকুন ভালো থাকুন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :)

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

মাক্স বলেছেন: ++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি নতুন ব্লগার,তাই এই +++ এর ব্যাপারটা বুঝিনা । :(

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

টুকিঝা বলেছেন: মেয়েরা হল ঘাসের মতো,রাতে পদদলিত ঘাস ভোরের আলোতে আবারও মাথা তুলে দাঁড়ায়।

এটা আমি মানি না, বরং আমার মেয়েদের মনে হয় বৃক্ষের মত। পুরো পৃথিবীকে আগলে ধরে থাকে, মায়াবতী, ধৈর্যশীল। ঝড়ে এলে এলোমেলো হয়, তবুও অন্যের আশ্রয়, অন্যের ঠাই হয়ে থাকে সারাজীবন। সময় মত কঠোর হতে জানে। সূর্যের রশ্মির সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা যার।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনি যা বলেছেন তাও ঠিক।কথাটা আমার মায়ের, তিনি শুনছেন তার মায়ের মুখে। ঘাস ছোটো হলেও তার জীবনীশক্তি কিন্তু কম না। আবার বৃক্ষ ও একই রকম। যেটাই হোক, আসল কথা হল মেয়েরা লড়াই করতে জানে। ভেঙ্গে পড়ে না। :)

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

তানভীর আহমেদ বাঙ্গাল বলেছেন: ভাল লাগল ( না ) ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: অন্যের ভালো লাগানোর জন্যে লিখি না। নিজের শান্তির জন্য লিখি। আর সত্য কথা বলার ইচ্ছা আছে তাই লিখি। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। :)

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

আরজু পনি বলেছেন:

নতুন স্বপ্ন নিয়েই বাচা উচিত সবাইকে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :)

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: অসুস্ত সমাজ ব্যাবস্থার কারনেই এ অবস্থা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জানি। তবে কবে যে সে সুস্থ হবে তা জানিনা । :(

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

যাযাব৮৪ বলেছেন: জেগে উঠুন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জেগেই আছি । :)

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

জাওয়াদ তাহমিদ বলেছেন: +++ এর ব্যাপারটা অনেকটা ফেসবুকের লাইক এর মত।

যদিও সামুতে এর জন্য আলাদা ভাবে "ভাল লাগলো" নামক বাটন আছে, তবে অনেকেই মন্তব্যের ঘরেই ++ দিয়ে কাজটা সেরে ফেলে।

পোষ্টের ব্যপারে কিছু কথাঃ ডিপ্রেশনে কিন্তু মেয়েরা একাই ভোগে না।
ছেলেরাও ভোগে। আমি নিজে তার উদাহরন। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা বড্ড বেশিই নিয়মতান্ত্রিক হয়ে গেছে , যেসব নিয়মের বেশির ভাগই অপ্রয়োজনীয়(আমার মতে)।
ফলে, এখানে স্বাভাবিক জীবন কাটানো, নিজের ইচ্ছাগুলাকে স্বাধীনতা দেওয়া, কল্পনার বাঁধ ভেঙ্গে তাতে বিচরন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
>>জানিনা কিছু ভুল বললাম কিনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ঠিকই বলেছেন। তবে ছেলেরা অনেক কিছু পেয়েও অনেক হতাশ। কিন্তু মেয়েরা অনেক না পেয়ে তার থেকেও কম হতাশ। যাই হোক। ভালো থাকুন। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ +++ এর ব্যাপারটা বলার জন্যে ।

৯| ০২ রা মে, ২০১৩ রাত ৮:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লাগলো পড়ে।
শুভকামনা আপনার জন্য ||

০২ রা মে, ২০১৩ রাত ৯:১৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ আপনাকে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.