![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
ট্রেনে বসেই পরশু ভাইকে ফোনে বললাম," শাহবাগ যাব কিন্তু আমি।" বাসায় আসার পর সেদিন আর যাওয়া হল না। গতকাল আমার তাড়াতাড়ি যাওয়ার কথা থাকলেও ভাই আগেই বাসা থেকে সটকে চলে গেল। বোনটা এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফিরল। দুপুরে ভাত খেয়েই আমি বোনকে বললাম, "চল শাহবাগ যাই।" বোনও রাজি। হাটা শুরু করলাম দুজন। পথে এক বন্ধুকে পেয়ে গেলাম। তিনজন মিলে হেটে শাহবাগ পৌছালাম। অনেক মানুষ। সবাই একমুখে হাটছে। ভাইকে ফোন দিলাম।"কোথায় তোরা?" ভাইকে পেলাম পুলিশ বুথের পেছনে। ডিবেটিররা একসাথে বসে আছে ওখানে। পিছনেই জাহানারা ইমামের বড় একটা পোস্টার। বসে গেলাম ভাইয়ের পাশে। ভাইয়ের বন্ধুরাও আছে।মাঝখানে দাড়িয়ে কয়েকজন শ্লোগান দিচ্ছে। আর গোল করে বসে থাকা স্কুল কলেজের ছেলেমেয়েরা , তাদের বাবা মা রাও তাল মিলাচ্ছে। আমরা তিন ভাইবোনও গলা মিলালাম। একটা মেয়ে অনেকক্ষণ মাঝখানে দাড়িয়ে শ্লোগান দিল। সবাই খুব ভালোই রেসপন্স করল তাতে। মাঝে মাঝে কিছু মানুষ এসে পানি, চকলেট , বিস্কুট, খই বিলি করছিল। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামল। মোমবাতি কিনার জন্যে সবাই চাঁদা দিলাম। মোমবাতির আলোয় শুরু হল শ্লোগান। সকাল থেকে যারা শ্লোগান দিচ্ছে তাদের সবার অবস্থাই খারাপ। ভিড়ের মধ্য থেকে একটা পরিবার আসলো। বাবার কোলে চড়ে আসা ছোটো ছেলেটা হ্যান্ডমাইকে শ্লোগান দেওয়া শুরু করলো। " ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।" কি যে ভালো লাগছিল। একটা ছোটো ছেলের মুখেও এক দাবী। পাশে বসে থাকা আপুটা এসেছে তার ছোটো কোলের বাচ্চা আর স্বামীকে নিয়ে। ভাইয়া বাচ্চাকে কোলে নিয়ে হেটে হেটে ঘুরে ঘুরে শ্লোগান দিচ্ছে আর আপু বসে বসে আমাদের সাথে গলা মিলাচ্ছেন। একসময় যারা মাঝখানে দাঁড়িয়ে শ্লোগান দিচ্ছিলেন তারা আহ্বান দিলো নতুন কাউকে আসার। এতোক্ষণ ভাবছিলাম যা তাই করলাম। দাঁড়িয়ে গেলাম শ্লোগান দিতে। আমি ঘুরে ঘুরে হ্যান্ডমাইকে শ্লোগান দিলাম আর তাল মিলালো কয়েকশো মানুষ। মনে হচ্ছিল কোন এক অদ্ভুত শক্তি ভর করেছে আমার উপর। বাসায় ফেরার পথেও আমরা তিন ভাইবোন গান গাইতে গাইতে হাটছিলাম। পায়ে ব্যথা, গলা ব্যথা, কিন্তু মনে আনন্দ দেশের জন্য কিছু করতে পারার আনন্দ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা!!!!
৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১
নাঈম বলেছেন: কত সংগ্রামের সেই দিনগুলো আমাদের, সব বিফলে গেল।
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কোনো কিছুই বিফলে যায়না.... অনেক মানুষের মন তো একসাথে মিলেছিল ঐ সময়!!!! অনেক নতুন সম্পর্কের সৃষ্টি হয়েছিল!!!! যা হয়তো কখনো ভাংবে না!!!
৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২
নাঈম বলেছেন: সম্পর্ক ভাংবেনা ঠিকই, কিন্তু যে উদ্দ্যেশ্যে আমরা মিলিত হয়েছিলাম, রাজনীতির নোঙরামীর কারণে আমাদের সেই উদ্দ্যেশ্য আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, আমরা হেরে গেছি।
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এটা ভাবলেই হারা হয়!!!! অনেকসময় হারের মাঝেও জয় থাকে!!!!
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
অজানাবন্ধু বলেছেন: আমরাও আছি..........