![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
একটু বড় হলেই ছেলেমেয়েদের মনে যে ব্যাপারটা সব থেকে বেশি জায়গা দখল করে বসে তা হল স্মার্টনেস। ছেলেরা স্মার্ট হতে চায় মেয়ে পটানোর জন্যে আর মেয়েরা স্মার্ট হতে চায় বান্ধবীমহলে জনপ্রিয় হওয়ার জন্যে। কিন্তু কারন যাই হোক স্মার্ট হওয়ার এই দৌড়ে নেমে পা ভাঙ্গে না এমন মানুষ খুব কম আছে।
১৩-১৪ হলেই ছেলেরা ধূমপান শুরু করে। কেন? কারণ সিগারেট না খেলে নাকি কেউ স্মার্ট হয় না। তাদের অদ্ভুত সব ড্রেসআপের পিছনেও কারণ একই। সবার থেকে বেশি স্মার্ট হতে গিয়ে কেউ কেউ আবার সং সেজে বসে থাকে। তাদের অদ্ভুত চুলের স্টাইল দেখে বাবা-মার চোখ যে ছানাবড়া হয় তা আর নাই বললাম। হিন্দী চ্যানেলগুলোর বদৌলতে পোলাপাইন মাথার চুলে গজনীর ন্যাড়া স্টাইল, রেমোর পিছনে অদ্ভুত টিকি স্টাইল, টেরেনের মত মাথার উপর অদ্ভুত কাঠঠোকড়ার ঝুটি স্টাইল এগুলো মুখস্ত হয়ে গেছে। আর পাড়ার সেলুনগুলোতেও এইসব হেয়ারকাটে পারদর্শী মানুষের চাহিদা বেড়েছে।
মেয়েরাও পিছিয়ে নেই। নতুন একটা সিরিয়ালে কোনো নায়িকা একটা ড্রেস একবার পরলেই হলো, এক সপ্তাহের মধ্যে আপনার বাসার সামনের রাস্তায় হাজারো মেয়েকে ঐ ড্রেসের মত ড্রেস বানিয়ে পরতে দেখবেন। মেয়েদের কাছে ওয়েস্টার্ন ড্রেসের চাহিদা যে কতখানি বেড়েছে এই কয়েক বছরে তা কারো অজানা নয়। তার উপর যখন কোনো কোনো মেয়েকে রাস্তায় লাল, নীল , বেগুনী চুল নিয়ে গর্বের সাথে হাটতে দেখি তখন মাথাটা আর কাজ করে না।আর তাদের হাতের মোবাইল সেট এবং তাদের বাচনভঙ্গির কথা আর নাই বা বললাম।
এই তো গেলো স্মার্ট হওয়ার কিছু উপায়। এসব নিয়ে লিখতে বসলে হয়তো আগামীতে কোন ফ্যাশন ম্যাগাজিনে রাইটার হওয়ার অফার চলে আসতে পারে। তাই আর লিখতে চাই না। এখন স্মার্টনেস নিয়ে আমি যেসব বিড়ম্বনা ভোগ করেছি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমি ছোটোবেলা থেকেই খুব মিশুক টাইপের ছিলাম। তাই যে কারো সাথে প্রথম আলাপেই অনেক কথা বলার মত বেয়াদবি (এর তাৎপর্য একটু পরে বুঝবেন ) অনায়াসে করতে পারতাম। জীবনে প্রথম বারের মত বাবা মার থেকে দূরে একা থাকতে গেলাম ভার্সিটিতে উঠে হোস্টেলে। এখানে বলে রাখি যদিও আমি স্কুল কলেজে সবসময় মেয়েদের সাথে ক্লাশ করেছি। ভার্সিটিতেই প্রথম ছেলেদের সাথে ক্লাশ করা। ল্যাব ক্লাশে গ্রুপ মেম্বারদের সবার সাথেই আমি খুব ভালোমত কথা বললাম। একটা প্রচেষ্টাও ছিল যাতে কেউ এটা মনে না করে যে আমি ঢাকা থেকে এসেছি বলে যাতে কেউ আমাকে অহংকারী না ভাবে। কিন্তু ফলাফল হলো উল্টা। আমাকে সবাই ওভারস্মার্ট ভাবা শুরু করলো। এখন এই ওভারস্মার্ট থেকে নামার চেষ্টা শুরু হলো আমার। কিন্তু নামার পথ সোজা ছিল না। শুধু ঢাকায় মানুষ এই গুনেই (অথবা দোষে) পাওয়া ওভারস্মার্ট তকমাটা সরানোতে আমি এখনও ১০০% সফল নই। যদিও এখন অনেক মানুষের কাছেই আমি আনস্মার্ট। আসলে এই ওভারস্মার্ট আর আনস্মার্টের মাঝে স্মার্টটা যে কোথায় তা আমি খুঁজে পাই নাই। আর পেতেও চাই না। কারো সাথে সংকোচীনভাবে কথা বলা যদি ওভারস্মার্টনেস হয় তাহলে স্মার্টনেস কি তা আমার জানা নেই।
আমার একমাত্র আদরের ছোটো ভাই। এইবার রোজার ছুটিতে বাসায় এসে তার মাথার চুল দেখে আমার চোখ কপালে ঠেকেছে। তার চুলে তিনি যে হেয়ার কাট দিয়েছেন তা আমার জন্য সম্পূর্ণই নতুন। ভাগ্য ভালো যে তার ড্রেস আপও তার চুলের মতো বিচিত্র হয়ে যায়নি। আসলে তার বয়সটাই এখন হয়তো অদ্ভুতের সাথে বন্ধুত্ব করার।
আরো অনেক কিছু লিখব বলে বসেছিলাম। কিন্তু শক্তি নাই মনোযোগও নাই। পরের পর্বে আরও অনেক বড়বেলার গল্প থাকবে ।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সত্যি কথা বলতে যখন কেউ বলে যে সে সিগারেট খায় না, আমিও তার দিকে অবাক চোখে তাকাই। আর তাকে আরও হাজারটা প্রশ্ন করে নিশ্চিত হয়ে নেই যে তার মদ, গাঁজার প্রতি আসক্তি আছে কি না। যুগটাই এমন। খুব খারাপ।
২| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১০
সপ্নাতুর আহসান বলেছেন: ছেলেরা স্মার্ট হতে চায় মেয়ে পটানোর জন্যে আর মেয়েরা স্মার্ট হতে চায় বান্ধবীমহলে জনপ্রিয় হওয়ার জন্যে।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৩| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ছেলেরা স্মার্ট হতে চায় মেয়ে পটানোর জন্যে আর মেয়েরা স্মার্ট হতে চায় বান্ধবীমহলে জনপ্রিয় হওয়ার জন্যে।
আমি সিগারেট পান করি বলে আমার বনলতা দূর থেকে আর দূরে চলে গেছে
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: খুব ভালো কাজ করেছে।
৪| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
হাসান মাহবুব বলেছেন: আমি একজন গর্বিত ক্ষ্যাত, আপনি?
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি শখের ক্ষ্যাত।
৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০১
মামুন রশিদ বলেছেন: স্মার্টনেস ভালো লাগে, ওভার স্মার্টনেস বিরক্তিকর ।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কিন্তু ওভার স্মার্টনেসের সংজ্ঞা কি?? এটা জানেন তো??
৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯
খেয়া ঘাট বলেছেন: এই লিখার প্রতিটি লাইনই খুব মনে ধরেছে। আপনার সামগ্রিক চিন্তার সাথে নিজের চিন্তার বেশ মিল রয়েছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
৮| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০
শুঁটকি মাছ বলেছেন: আমার ক্যান জানি নিজেকে সবসময় ওভার ক্ষ্যাত মনে হয়।তার জন্য অবশ্য কোনো আফসোসও নাই!!!!!!!!!!
০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ভালোতো । । আমিও এখন ক্ষ্যাত।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
অপরিচিত অতিথি বলেছেন: i m a big big land
০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: I land no .. I esmart..
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬
বলপয়েন্ট বলেছেন: অদ্ভুত ব্যাপার হল আজকাল ছেলে-মেয়েরা এসব অদ্ভুতুড়ে সাজ বেশি পছন্দ করে। আমি সিগারেট খাইনা। আমাদের পরিবারগতভাবেই পান-সিগারেট খাবার অভ্যাস নেই কারো। অথচ আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে একবার আনস্মার্ট বলে বসল শুধু সিগারেট খাইনা বলে! আজকালকার ছেলেরা সিগারেট না খেলে নাকি স্মার্ট বলে না! হাহ!
বর্তমানে সে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে যে রীতিমত মাদকাসক্ত। কিন্তু তারপরও সে তার চোখে স্মার্ট। আজকালকার ছেলেমেয়েরা একটু-আধটু মাদক না নিলে কি চলে!