নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতটা দেখছি ততটা শিখছ

মঈনুল হাসান সজল

মস্তিস্কের স্বাধীনতা চাই।।

মঈনুল হাসান সজল › বিস্তারিত পোস্টঃ

একাকিত্ব

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

বিছানার কোনায় দেয়ালে ঝুলছে গিটারটি।
দীর্ঘ সময় আর সৃত্মির সাক্ষি হয়ে।
তার ছিড়েছে দুটি।
মেজাজ হাড়িয়ে এই ছিড়ে যাওয়া।
একা হয়ত বেশী দিন ঝুলে থাকা যায় না।
ছিড়ে যায় স্নেহ, যত্ন আর ভালবাসার অভাবে।
সবকিছুই পুরানো ঠিকানায়।
পুরোনো আসবাব, পুরোনো দেয়াল।
ময়লা হাতের ছোয়ার দাগ আস্টে হয়ে গেছে।
জৌলস শূন্য।
পুরোনো আমার সৃত্মিগুলো খুব জ্বলজলে।

জীবনটা কখন যেন পেন্সিলে লেখা হয়েছিল।
যার দুটি শব্দ কোন এক ঘর্ষনে মুছে গেছে।
অর্থহীন বাক্য, মূল্যহীন বেচে থাকা।

একাকিত্বের সাথে খুব প্রেম করতে চাই।
অভ্যস্ত হয়ে উটতে চাই প্রেমিকের মতো।
হয়ে ওঠে না।
গোলার্ধ বদলে, সময়ের চর্চা বদলে ছুটছি।
দেখি চারদিকে অনেক মানুষ, তারচেয়ে বেশী ছুটে চলা।
সংগী একাকিত্ব তবুও পাশে থেকে চলে।
ভাবনার অনেক বেশী আপন কারো মতো।
উজানের স্রোতে, দমকা হাওয়ায়, প্রলয় ঘন্টিতেও সাথ ছাড়ে না।
আমাবস্যাতেও জোনাকি আলো ছড়ায়।

একাকিত্ব তুমি এ কোন বোধ।
শত ঘৃনায়ও করা যায় না রোধ।
যতটা একা হতে থাকে চারপাশ।
নিঃশব্দে নিভৃতে আরও বেশী হাশপাশ।

পাতা ঝরা দিনগুলো বাড়ি ফিরেছে অনেক আগে।
এখন তিব্র শীতে কুকড়ে যাওয়া।
ভাবনায় এক প্রশান্তির বসন্ত।
................... মে,২০১৮

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

হাবিব বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.