![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন সংগ্রাম
.............মঈনুল হাসান সজল
দুঃসময়ের আধারে চোখে পরা মৃদু আলো।
ভাবনায় সম্ভাবনার দ্বারে আচমকা কড়ায় দোলা।
হারানোর উন্মাদনায় অতঃপর জমে ওঠা নতুন প্রেম।
স্বপ্নে বাচা অসময়কে নিভিয়ে দেয়ার আকাংখা।
দুর্ধর্ষ নয় দুর্নিবার।
হাল ছাড়া তো হারাবার।
জানা যায়-
দাতের নীচে দাত চেপে কষ্টের জয়।
সেটাই জীবনের বিজয়।
আরাধনা আর হেয়ালীপনা।
সম্ভাবনা আর বিপদটানা।
নিজের গল্প ভুলিয়ে দিয়ে,
পরের জন্য কল্প বোনা।
বাধা-বিপত্তে, প্রতিকূলতায়।
ক্ষত-বিক্ষতে, পরাধীনতায়।
প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়ায়।
নিরন্তর তোমার ছুটে চলায়।
সংগ্রাম তোমার সফলতায়।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪
কবীর বলেছেন:
জীবন মানে যন্ত্রনাও বটে
কবিতা ভালো হয়েছে+
আরো বেশি করে কবিতা লিখতে থাকুন
শুভকামনা রইল।