![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) 'জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন' শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।ডুয়েটে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু
ডুয়েটের পুরকৌশল বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আয়োজনে সম্মেলন শুরু হয় বৃহস্পতিবার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন ডি জং।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ডের ওয়াগেনিনগিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক মুর এর পক্ষে মিজ ক্যাথরিন।
আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এসএম আতিকুল ইসলাম এর সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য দেন কমিটির সভাপতি অধ্যাপক ড. শওকত ওসমান। অনুষ্ঠানে বক্তৃতা করেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. খসরু মিয়া, অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত গার্বেন ডি জং বলেন, "জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে কাটিয়ে উঠতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় সম্ভব সব ধরনের সহায়তা নেদারল্যান্ডস থেকে দেয়া হবে।"
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, "উন্নত বিশ্বের দ্রুত শিল্পায়নের ফলে জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। তবে অনুন্নত দেশগুলোকেই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ অধিকহারে মোকাবিলা করতে হচ্ছে।"ডুয়েটে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
পথহারা সৈকত বলেছেন: good job.....