নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।

এম রাজু আহমেদ

আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।

এম রাজু আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এম রাজু আহমেদ এর কবিতা \'অসমাপ্ত পাণ্ডুলিপি\'

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৩

এখানে জীবন পাতায় পাতায় টানা,
সেই শৈশব সেই সে প্রথম পাঠ,
ব্যস্ত লাঙলে ছড়ানো পিতার চোখ,
প্রাণান্ত সেঁচে ভেজানো স্বপ্ন মাঠ|

কাঁটা অদৃশ্য এ পথের কালো ঘাস,
ক্ষীণ পথিকের চরণ-রক্ত দেখে,
দুঃস্থ পকেটে কার্তিক মাখা কেউ,
শব্দে শব্দে তবুও কবিতা লেখে|

টিফিনের ঘরে চেয়ে চেয়ে থাকা শুধু,
সুকান্ত চাঁদ ভাসে কাগজের গায়,
হৃদয় আকাশে পোয়াতি মেঘের বুক,
মাটি ছোঁয় দ্রুত ঝুম শ্রাবনের পায়|

দিনান্তে ফের মায়ের আঁচল ছায়া,
চোখে মুখে তার নিরুপায় অপরাধ,
পরম আদর মাখিয়ে শুকনো গালে,
নিজের খাবারে বাঁচানো প্রাণের সাধ|

যুগের বিলাসি চাহিদা জীবন্মৃত,
ভুলেও কখনো শরীরে বাধেনি ঘর,
আধবেলা পেট মলিন জামার খাপে,
পিছনে ফেলেছে সাধনার বালুচর|

"কৃষকের ছেলে মাস্টার হবে"বলে,
প্রতিবেশীদের কত শত টিটকিরি,
গত সময়ের অভিন্ন পথ ধরে,
স্বপ্নের পথে পেরুনো হাজার সিঁড়ি|

কূলেই যখন সকালের হাতছানি,
আশার করাতে কাটছে রাতের মেঘ,
হাতে নেই বলে রঙিন ছাপার নোট,
গোলাপের মুখে জমকালো উদ্বেগ|

পিতার স্বপ্ন মায়ের টাঙানো চাঁদ,
রাহুর প্রতাপে প্রত্যহ ভেঙে চূর,
কি লাভ এমন জীবনের ঘানি টেনে,
বিনিময়ে যার বাধ ভাঙে অশ্রুর?|

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

গেম চেঞ্জার বলেছেন: পিতার স্বপ্ন মায়ের টাঙানো চাঁদ,
রাহুর প্রতাপে প্রত্যহ ভেঙে চূর,
কি লাভ এমন জীবনের ঘানি টেনে,
বিনিময়ে যার বাধ ভাঙে অশ্রুর?


ভালো লেগেছে।

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

এম রাজু আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং ভালবাসা জানবেন ভাইজান।
@গেম চেঞ্জার

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

এম রাজু আহমেদ বলেছেন: প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা জানবেন কবি!
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

এফ আই রাজীব বলেছেন: ভালো লিখেছেন, চালিয়ে যান, ভালো কিছুর গন্ধ পাচ্ছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৭

এম রাজু আহমেদ বলেছেন: অফুরন্ত ভালবাসা ও শুভেচ্ছা জানবেন ভাইজান।
ভাল থাকবেন সবসময়।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা কবিতা পাঠ করলাম, চমৎকার ছন্দে।
হৃদয় আকাশে পোয়াতি মেঘের বুক,
মাটি ছোঁয় দ্রুত ঝুম শ্রাবনের পায়
- ভালো লেগেছে।
এ ব্লগে আপনার বিচরণ আনন্দময় এবং স্বাচ্ছন্দ্য হোক,এই কামনায়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.